চারিদিকে চোর বাটপার ! এখনোই সময় প্রতিবাদ করার (সতর্কতামূলক টিউন)

ইতিমধ্যে শিরোনাম দেখে আপনারা বুঝেই গেছেন এটা সতর্কতামূলক টিউন 🙂   বর্তমানে আমাদের চারপাশে প্রতারকদের দাপট এবং তাদের নির্যাতন সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। তারা এখন যা খুশি তাই করছে। বুক ফুলিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছে। অন্যদের অন্ধ বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে।

প্রতারিত ভাইদের অনুরোধে আজকে আবার ফিরে এলাম আমার প্রিয় টিটিতে। তবে আজকে কোন প্রযুক্তিবিষয়ক টিউন নয়, তাদের দুঃখের কথাই শেয়ার করতে এলাম। তাদের হয়েই আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করব।

ঘটনার শুরু -

ফিফা পাগল Fairuz Rahaman, হঠাৎ ভাবলেন ফিফা ১৬ লিজিট সিডি কি কিনবেন। পেয়ে যান একটি নামি গেমিং পেজও ! তাদের সাথে কথা বলে রাতে পাঠিয়ে দেন টিউশনি করে নিজের কষ্টে উপার্জিত ২৫০০ টাকা। সকালে টাকা পাওয়া কথা জানানো হয় সেই প্রতারক পেজ থেকে ! তারপর তাকে একটি নকল গেম কি দেওয়া হয় (যা পূর্বেই ব্যবহার করা হয়ে গিয়েছিলো)। তিনি এই কথা জানালে প্রতারক গেমস জোন পেজ থেকে বলা হয় তাদের কিছু করা নেই বলে রিপ্লে দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

স্ক্রিনশটস -

 

পরবর্তীতে তিনি তাদের সাথে সেই বিকাশ নাম্বার দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বার ব্লক করে দেওয়া হয়। তিনি আরেক বন্ধুর মাধ্যমে ডিল করা নামে যোগাযোগ করার চেষ্টা শুরু করেন। কিন্তু সেখান থেকে জানানো হয় এটা একটা মহিলা সংগঠন (মহিলারা এই পেজ চালায়)। কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে কল দিলে, একজন পুরুষ কলটি ধরে এবং তার কাছে  সিডি কি'র কথা জিজ্ঞেস করলে পেজ হ্যাক হওয়ার সাজানো নাটকের কথা বলে। তারপর তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন এটি ফাহাদ নামের একজনের পেজ। তাকে জিজ্ঞেস করলে বিষয়টি তিনি অস্বীকার করেন এবং তাকে ব্লক করে দেন।

মনের দুঃখে এবং হতাশ হয়ে তিনি একটি গেমিং গ্রুপে এবং dsd গ্রুপে টিউন দেন। টিউন দেওয়ার সাথে সাথেই টিউমেন্টে ক্ষোভে ফেটে পড়েন সচেতন ব্যক্তিবর্গরা এবং অনেকেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।

links :
1.

ডিএসডি গ্রুপ মেম্বারদের আক্রমণ -

একজন আবিষ্কার করলেন, '' ২৫০০ টাকার সিডি কি ৫০০ টাকা হয়ে গেছে !!! ''

 

কথা গোপন থাকে না -

 

অবস্থা বেগতিক দেখে অবশেষে রিপ্লে দেয় এবং সেল করার কথা স্বীকার করে -

 

 

কিছুক্ষণ পর সে ভয়েস ম্যাসেজে  গেমস কি এবং টাকা ফেরত দিবে না বলে জানায় এবং মামলার ভয় দেখায় !
লিংক - https://drive.google.com/file/d/0B-IWsJt1lUmpOU8tR05QdExOclk/view?usp=sharing

 

খেলা জমুক ??? -

অন্যদের কাছ থেকে গেমস কেনার চেষ্টা -

 


রিয়াজের দাবি - অন্যদের কাছে থেকে সে কোড কিনে নিজে redeem অন্যের কাছে সেল করে !

ফারদিন নামের একজন জিটিএ ফাইভ কেনার নাম করে ইনবক্স করে -

 

পরক্ষণে অন্যের কাছে থেকে ফিফা আর জিটিএ ফাইভ কেনার প্ল্যান -

 

কিনতে না পেরে নিজের ফেক আইডি দিয়ে অন্য সেলার কে বাঁশ দেওয়ার প্ল্যান -

 

ফেক আইডির প্রমানও হাজির করেছেন এক বড় ভাই -

 

বাংলাদেশের অন্যতম ট্রল গেমিং পেজ '' PHS GAMING '' স্বপ্ররোচিত হয়ে  বিষয়টি সামনে নিয়ে আসে

 

link : https://www.facebook.com/phsgamingbd/photos/a.456396564526476.1073741828.456375494528583/521998921299573/

সেখানে তাদের টিউমেন্ট -

 

নো ক্যাপশন !   -

 

পরিশেষে কিছু প্রশ্ন রয়ে গেছে, ফাহাদ কেন প্রথমে গেমস সেলের কথা অস্বীকার করে ? যদি সত্যই তার সমস্যা হয়ে থাকে তাহলে  সে কেন তাকে জানালো না ? কেন তাকে না জানিয়ে ব্লক করে দিলো ? প্রথম দিকের স্ক্রিনশটে দেখতে পাবেন - পেজ থেকে রাতের বেলা টাকা পাওয়ার কথা অস্বীকার করা হয়। পরবর্তীতে সকালে স্বীকার করলেও একটা ফেক কোড দেওয়া হয়।

আবার কথিত ইলা হক কেন টাকা না দিয়ে গেমস কিনতে চাচ্ছে ? তাদের কার্যকলাপ দেখে কি সন্দেহভাজন মনে হয় না ? এখন আপনারাই বিবেচনা করুন এবং সতর্ক থাকুক।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নভোজিত ভাই, এক্কেরে ছুইল্লা দিছেন, এখন আর বসতে পারবে কিনা আল্লাহ জানে।

নভোজিত দা এই ফাহাদের টেকটিউন নিক কিন্তু গেমওয়ালা।

    Level 0

    হুম… ওনার ই তো পেজ “গেমস জোণ” 😉

Level 0

ধন্যবাদ 🙂

Level 0

ফাহাদ ভাইকে অনেক রেস্পেক্ট করতাম। আপনি যে এমন করবেন তা ভাবতেও পারিনি। আপনি যেহেতু টাকা নিয়েছেন, আপনার রেস্পনসিবিলিটি তাকে গেমস দেওয়া। আপনার পেজ হ্যাক হইছে কিনা, কেউ টাকা মেরে দিল কিনা। এইসব বলে কোন লাভ নেই। এটা বিজনেস। বাংলাদেশে হয়তো সবাই অরিজিনাল গেমস কিনতে পারে না, কিন্তু ফিফা কেনার সাহস অনেকেই করে ফুটবলকে ভালবেসে। আপনার মত মানুষের কাছে যদি আমাদের এমন ধোকা খেতে হয়, তাহলে বাংলাদেশের আপকামিং গেমাররা আশা হারিয়ে ফেলবে। ভাল থাকবেন।

বেটা খায় টিউশনি করে আবার অরিজিনাল গেম খেলার কত পুলক দেখো …।।ভাবখানা এমন যে গেম খেলে দুনিয় পালটিয়ে দেবে…।। :/

    SO টিউশনি করে বলে তার ইচ্ছা থাকবে না নাকি? নাকি সব ইচ্ছা আপনার জন্যই বরাদ্দ করেছে? আর সে দুনিয়া পাল্টাবে না কি করবে সেটা তার বেপার, আপনার কি?

    কি ব্যাপার ভাই লেডিস টাইপ কথা বলো কেন ?

    Level 0

    ladies not allowed

    ভাই দাড়ান উনি যে টিউশনি করে পেট চালায় কিনা সেটা এখানে আলোচ্য ব্যাপার না। আর উনি হয়তো এই টুকটাক খরচের জন্য নিজের ইনকামটাই প্রেফার করে। আমি নিজেও টিউশনি করাই যাস্ট আমার হাত খরচ যাতে ফ্যামিলি থেকে নিতে না হয় সে জন্য। না জেনে এধরনের মন্তব্য করবেননা।আর আপনার কোন আইডিয়া নেই যে গেমারদের কাছে প্রিয় গেমের অরিজিনাল কপির মুল্য কতখানি

Level 0

Abal polapan :v

সাবধান করার জন্য ধন্যবাদ।

Level 0

পুরা চ্ছিল্লা দিসেন।

Level 0

এখানে আমার স্কিনশট গুলোও দেখি আছে। ৫০০ টাকাই অরিজিনাল গেম দিবে শুনে পরিচিত অনেককেই কিনতে মানা করিছিলাম। ফেসবুকে এই বিষয়টা দেখে পরে খেয়াল করলাম এই ফাহাদ হোসেন আমার থেকে প্রথমে গেম কিনে রিসেল করতে চেয়েছিল এবং পরে মেয়ের আইডি দিয়েও বাটপারি করার চেষ্টা চালিয়েছিল।

ভাই সমস্যা এটা না মেইন সমস্যা যেটা হচ্ছে সেটা নিয়ে আমি একটা টিউন করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে সে “গেমস ওয়ার্ল্ড ফ্যানস [Games World Fans]” এই গ্রুপ থেকে অন্যদের গেমস রিভিউ চুরি করে সেটি এখানে লিখত ‘গেমওয়ালা’ আইডি দিয়ে।
আরেকটি মজার কাহিনী হচ্ছে আমি একটি গ্রাফিক্স কার্ড কিনবো যেন ভাল ভাল গেমস খেলা যায়। তো আমি তাকে ম্যাসেজ করি কিন্তু সে অনেক পরে পরে রিপ্লে করে। মেবি অন্য কারো কাছ থেকে শুনে পরে আমাকে ম্যাসেজ করে। আর তার কাছ থেকে গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে আমি যেই হেল্প পাই সেটাও উপকারী না।

ফাহাদ ভাই বা গেমওয়ালা যে নামেই তাকে আপনারা চিনুন না কেন আমি কিন্তু তার সাথে ৪/৫বার ডিল করেছি। এমনকি টাকা আগে দিয়েছি। উনি অনেকদিন ধরে এসব করে থাকেন। তবে ফাহাদ ভাই তার আইডিতে আপনার কথা বলেছেন এবং তার ভুল স্বীকার করেছেন। তিনি এটাও বালেছেন কেন দিতে একটু দেরী হচ্ছে। আর উনি আপনাকে অচিরেই দিয়ে দিতেন। যাই হোক যা হয়েছে খারাপ হয়েছে। একটু ভুল বোঝাবুঝিও হয়েছে। আমি এখানে ফাহাদ ভাইয়ের দালালি করছি না। জাস্ট বলছি উনি ইচ্ছে করে করেননি।

mia pagol tomi!