সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
গত বছর (2014) সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করা নতুন বাংলা ফন্ট 'চারু চন্দন'র পর গত পহেলা বৈশাখ (14 April 2015) উন্মুক্ত করেছিলাম সম্পূর্ণ নতুন স্টাইলের আরো একটি বাংলা ফন্ট 'চারুকলা আলট্রা লাইট'। এবার 20 October 2015 উন্মুক্ত করলাম 'চারুকলা' ফন্টটির সম্পূর্ণ ফন্ট ফ্যামিলি এবং 'চারু চন্দন' ফন্টটির আরো একটি আপডেট ভার্সন (2.20) 🙂
ফন্টটিতে বরাবরের মতই রয়েছে ইউনিকোড ভার্সনে সম্পূর্ণ ফন্ট ফ্যামিলি যা কিনা আমার তৈরি প্রথম ফন্ট 'চারু চন্দন' ব্যতীত অন্য কোনো ইউনিকোড বাংলা ফন্টে রয়েছে বলে আমার জানা নেই। আনসির সাথে ইউনিকোডেও সম্পূর্ণ ফন্ট ফ্যামিলি থাকায় প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইন্টারনেটে/যে কোনো ইলেক্ট্রনিক্স (কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদি) ডিভাইসে ফন্টটির সবগুলো স্টাইলই আলাদাভাবে ব্যবহার করা যায়। দেখুন এন্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনশট।
তাছাড়া আনসি ফন্টের যুক্তবর্ণের সমস্যা সমাধানের জন্য রয়েছে পরিপূর্ণরূপে তৈরি করা বেশকিছু অতিরিক্ত এবং প্রয়োজনীয় যুক্তবর্ণ যার ব্যবহার প্রণালী ফন্টটির সাথে থাকা PDF ফাইলটিতে চিত্রসহ বর্ণনা করা হয়েছে।
বাংলা ভাষার বর্ণমালাকে সমৃদ্ধ করতে ব্যক্তিগতভাবে এটি আমার অতি ক্ষুদ্র একটি প্রয়াস। আশা করছি ভাল বাংলা ফন্টের এই স্বল্পতার দিনে আমার নতুন তৈরি এই ফন্টগুলো কিছুটা হলেও বাঙালিদের বাংলা ফন্টের চাহিদা পূরণে অবদান রাখবে।
ফন্টটি ফ্রি ডাউনলোড করুন এবং ব্যবহার করুন আপনার যে কোনো ডকুমেন্ট অথবা ডিজাইনে এবং শেয়ার করুন আপনার বাংলা ফন্টপ্রেমী বন্ধুদের সাথে। 🙂
ফন্টটির অফিশিয়াল ডাউনলোড লিংক - http://www.charuchandan.com/
শুভেচ্ছা সবাইকে... 🙂
আমি চন্দন আচার্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।