একটি জনসচেতনা মূলক টিউন সকলেই সাবধান হোন !!

 

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করি আপনারা

সকলেই আল্লাহর অশেষ কৃপায় ভালই আছেন।

আশা করি শিরোনাম দেখেই বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে

আলোচনা করা হবে।

আসলে আমি অনেক আগে থেকেই শুনো আসছি যে অনলাইনে

নাকি প্রতারক বেড়ে গেছে, তারা অনেকের কাছ থেকে টাকা দেওয়ার নাম

করে ডলার নেয় আবার ডলার দেওয়ার নাম করে টাকা নেয় কিন্তু টাকা

নেওয়ার পরে কোন ভাবেই তাদের সাথে আর যোগাযোগ করা যায়না।

এরা হল অনলাইন প্রতারক, আসলে এদের বাপের(পিতার) সংখা অনেক

মানে জারজ সন্তান,তা না হলে কোন ভাল মানুষের বাচ্চা এরুকম নিচু

কাজ করতে পারেনা।

আমার বাস্তব অভিঞ্গতা

আমি গতকালকে জামান খান(Jaman Khan) নামের একজনকে 7.5 $ US

পেজা ডলার দেই আসলে অর নাকি খুব দরকার

দাম মিটে 79 টাকা রেটে 592 টাকা যা বিকাসে দেওয়ার কথা ছিল

কিন্তু যখন ঊনাকে ডলার দিলাম তার কিছুক্ষণের মধ্যেই ও আমাকে

ফেসবুকে ব্লক মারে। কোন ভাবেই তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছেনা

এখন আপনাদের প্রতি আমার উপদেশ হল যার কাছ থেকেই ডলার বেচা কেনা

করেন না কেন ডলার কিংবা টাকা দেওয়ার আগে অন্তত পক্ষে ১০ বার ভেবে

নিবেন তাকে দেওয়া যায় কিনা, আমার মত দেওয়ার পরে ভাবলে

কোন লাব হবেনা।

পরিশেষে বাটপারের ঠিকানা ::

মোবাইল :01786164596

মোবাইল ২ :01689471498

তার অপর একটি

ফেসবুক আই ডি

দেখেন যদি আপনারা কেউ কিছু করতে পারেন ?

এখন আপনাদের প্রতি আমার উপদেশ হল যার কাছ থেকেই ডলার বেচা কেনা

করেন না কেন ডলার কিংবা টাকা দেওয়ার আগে অন্তত পক্ষে ১০ বার ভেবে

নিবেন তাকে দেওয়া যায় কিনা, আমার মত দেওয়ার পরে ভাবলে

কোন লাব হবেনা।

এখন আপনাদের প্রতি আমার উপদেশ হল যার কাছ থেকেই ডলার বেচা কেনা

করেন না কেন ডলার কিংবা টাকা দেওয়ার আগে অন্তত পক্ষে ১০ বার ভেবে

নিবেন তাকে দেওয়া যায় কিনা, আমার মত দেওয়ার পরে ভাবলে

কোন লাব হবেনা।

Level 0

আমি উজ্জল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I’m so sad for you…

মোনায়েম হোসাইন@ thank you

ei id dekhe ei toh boja jay ekta chor