জাবিতে দেশের প্রথম সফটওয়্যার টেস্টিং ল্যাবের উদ্বোধন, আরোও ৩৬ বিশ্ববিদ্যালয়ে আসছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০১৫ (মঙ্গলবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে এর শুভ উদ্বোধন করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ সরকারের অনুদানে ইনস্টিটউট অব ইনফরমেশন টেকনোলজিতে এই সফটওয়্যার টেস্টিং ল্যাব নির্মাণ করা হয়েছে।

পলক বলেন, সারাদেশে ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড কম্পিউটার ল্যাব তৈরি করা হবে। সফটওয়্যার, রোবোটিক্সসহ বিভিন্ন ল্যাব তৈরির প্রথম ধাপ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সফটওয়্যার টেস্টিং ল্যাব উদ্বোধন করা হলো। তিনি বলেন, এই ল্যাবের মাধ্যমে দেশি-বিদেশি সফটওয়্যার টেস্ট করা হবে। যার মাধ্যমে দেশে সফটওয়্যার তৈরি হবে এবং বিদেশি সফটওয়্যার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ তৈরি হবে। এছাড়াও খুব শীঘ্রই প্রতিটা ক্যাম্পাসে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ ল্যাবটি নির্মিত হয়েছে। ল্যাবটিতে ৩০টি কম্পিউটার ও একটি সার্ভারসহ অন্যান্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এ ছাড়াও ল্যাবের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ল্যাবটি বাংলাদেশ সরকারের অর্থে প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু এর সংরক্ষণ ও পরিচালনায় খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: ফারজানা ইসলাম, প্রো উপাচার্য প্রফেসর ড: মো: আবুল হোসেন, সংসদ সদস্য ডা: এনামুর রহমান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য শরীফ এনামুল কবির।

মীর রাসেল,
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

রাজশাহী এক্সপ্রেসে প্রথম প্রকাশিতঃ http://rajshahiexpress.com/campus_rajshahi/express-id/22659/

ফেসবুকে আমিঃ Mir Rasel

টুইটারে আমিঃ Mir Rasel

ইউটিউবে আমিঃ Mir Rasel

Level 2

আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not a man , just an Existence


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিষয়টা শুনে ভালো লাগলো কিন্তু ক্যাম্পাসে ইন্টারনেটের যে অগ্রগতি এবং সেটা নিরসনে প্রশাসনিক যে অবহেলা তাতে উক্ত ডিপার্টমেন্টের অগ্রগতি হলেও হলগুলোতে ছাত্ররা খুব বেশি সুবিধা পাবে না।