কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।
আমি টেকটিউনসের সাথে আছি প্রায় দেড় বছর। কিন্তু উল্লেখ যোগ্য তেমন কোন টিউন করা হয় নি। টিউন না করলেও নিয়মিত টিটি ভিজিট করি। বলতে গেলে এই দেড় বছরে আমি টিটির প্রেমে পড়ে গেছি। মাঝে যখন কিছুদিন টিটি ডাউন ছিল তখন মনের অবস্থাও ডাউন হয়ে গিয়েছিল তাই রাগ করে বেশকিছুদিন টিটি থেকে সাময়িক বিদ্বায় নিয়েছিলাম বলেছিলাম যতদিন টিটির সমস্যাগুলো ঠিক না হবে ততদিন আর টিটিতে আসব না। আসলে ওটা ছিল আমার অভিনয় ঠিকি টিটি ভিজিট করতাম, শুধু কোথাও কোন কমেন্ট করতাম না। টিটি ছাড়া থাকা সত্যই আমার জন্য কষ্টকর ছিল।
যা হোক আসল কথায় আসি যে জন্য আজকের টিউনটি করা।
নিঃসন্দেহে টিটি বাংলাদেশর অন্যতাম জনপ্রিয় একটি সাইট। সত্যই টিটির কাছে আমি ঋনী। টিটির কাছ থেকে অনেক কিছু নিয়েছি। কিন্তু কখনোই কিছু দিতে পারি নি। কিছু দিতে না পারলেও টিটি সম্পর্কে বেশকিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু প্রশ্নগুলো করার কোন সুযোগ পাচ্ছিলাম না। তাই {মডারেটর সহ সবার দৃষ্টি আকর্ষন (সামরিক পোস্ট) } এই শিরোনামের টিউনটিতে টিটি সম্পর্কে আমার মনের কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম। সে প্রশ্নের উত্তরে হাসান যোবায়ের আল-ফাতাহ্ (টেকটিউনসের পুরোনো এক টিউনার) ভাই বললেন আপনি আরও বিস্তরিত লিখে একটা টিউন করেন তাহলে সাবাই দেখতে পাবে। এবং সকলের মতামত পাওয়া যাবে। সে জন্যই টিউনটি করা।
আমি উক্ত টিউনে যে কমেন্টগুলো করেছিলাম তা পর্যায়ক্রমে এখানে কপি পেষ্ট করে দিলাম, কিছুটা Edit করে।
*১. আপনার এই টিউনটি অবশ্যই অবশ্যই গুরুত্বপুর্ন টিউন। সঠিক সময়ে সঠিক টিউনটিই করেছেন। আপনার মত করে সবাই যদি ভাবত!
বড় দুঃখে কিছুদিনের জন্য টিটি ছেড়ে চলে গিয়েছিলম কিন্তু টিটি ছাড়া কি আর থাকা যায়.? টিটির এরকম খারপ অবস্থা দেখে আমার দুঃখের অন্ত নেই। আগের অর্ধেকও ভিজিটর নেই। যদিও আস্তে আস্তে টিটি তার পুরোনো রুপ ফিরে পাচ্ছে, কিন্তু আগের সেই জৌলুস আর নেই, অনেকেই খেলনা মনে করে টিউন করে। অথচ আগে কারো টিউনে চুল পরিমন ভুল হলে টিউনারের অবস্থা কাহিল হয়ে যেত্। আর এখন যে যা খুশি তাই করে। আর শুধু এডমিন একা কি করবে, টিটির যারা নিয়মিত সদস্য আছে তার যদি বাজে টিউনের প্রতিবাদ করে তাহলেই হত। কিন্তু এখন এমন এক অবস্থা প্রতিবাদ করলে আরও উল্টো কথা শুনতে হয়।
কিন্তু আমি কি করতে পরি টিটির জন্য, যদি কিছু করার থাকতো তাহলে ঠিকই করতাম। টিটি নিয়ে আমার মথায় বিভিন্ন প্রশ্ন ঘুর পাক খাচ্ছিল কিন্তু কার কছে করব কোথায় করব। আমর মনে হয় কমপ্লেইন অথবা আপনার সমস্যা এরকম একটা পেইজ থাকলে ভাল হত।
ধন্যবাদ আপনাকে।*
উক্ত কমেন্টের বেশ কিছু রিপ্লেই পেয়েছি আমি শুধু এক জনের টি কপি করে দিলাম।
সোহাগ says:
১০ নভেম্বর, ২০১০ at 3:32 পুর্বাহ্ন
আমিও একমত। যারা পুরনো টিউনার আছেন তাদের উদ্যেশ্য করে বলতে চাচ্ছি যে কেউ উল্ট পাল্টা কোন টিউন বা মন্তব্য করলে আপনারা তাদের দমন করতে এগিয়ে আসুন। আমরা তো আছিই।
আর টেটির অডমিনের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা সময় না পেলে পুরনো ভাল টিউটারদের যারা নিজের ইচ্ছায় টেটিতে কাজ করতে চায় তাদের নিয়োগ দিন যাতে টেটির অনিয়ম দুর করা যায়।
ধন্যবাদ
আমার ২ নং কমেন্ট টি ছিল এরকম
টিটি নিয়ে আমার কিছু কথা আছে। কেউ কি দয়া করে উত্তর দিবেন?
আচ্ছা টেকটিউনস সাইটটি তৈরী করে টিটির এডমিনের কি লাভ? ওনার কি কোন অর্থনৈতিক লাভ হচ্ছে? বা অন্য কোন ফাঁয়দা?
সরাসরি অর্থনৈতিক লাভ যদি না হয় তাহলে টিটির মাধ্যমে কি কোন কম্পানী বা কোন পণ্যের প্রচারনা হচ্ছে?
যেমন ব্লগটেকটুডেবিডি এই সাইটটির মাধ্যমে কিন্তু টেকনোলজী টুডে কম্পানির প্রচারণা হচ্ছে. তাদের পন্যের প্রচারণা হচ্ছে।
তাই আমি জানতে চাই টেকটিউনসের মাধ্যমে কোন কম্পানী বা কোন পণ্যের বিজ্ঞাপন হচ্ছে কি না? এডমিনের কি কোন লাভ হচ্ছে..?
বাংলাদেশের সবচেয়ে বড় টেকি সাইট, সব টেকিদের মিলন মেলা হচ্ছে টেকটিউনস, আর এ সাইটিটির দেখাশুনার জন্য অবশ্যই টিটির এডমিনের অনেক সময় শ্রম নষ্ট হয় তাছাড়া ডোমেইন+ হোস্টিং এর খরচ তো আছেই। আর এ জন্য সরকার থেকে বা কোন প্রতিষ্ঠান বা কোন কম্পানি থেকে কি টিটির এডমিন কোন অর্থনৈতিক সুবিধা বা অন্য কোন সুবিধা পাচ্ছে..?
যদি পায় সেটি কি এবং কত আমি তা জনতে চাই না। আমি শুধু জানতে চাই কোন সুবিধা পায় কি না এতুটুকুই।
টিটি নিয়ে আমার আরও কিছু প্রশ্ন এবং আরও কিছু কথা আছে কিন্তু ঘুমের ঘোরে কিছু লিখতে পরছি না। তাই আপাদত উপরের উত্তর টুকুই আমি চাই। বকি আবার কালকে বলব নে। আজকের মত ঘুম গেলাম।
বানান ভুল হলে ক্ষমা পার্থী ঘুেমর ঘোরে কি না কি লেখলাম আল্লাই জানেন।
*উক্ত কমেন্টের রিপ্লাই থেকে আমি ১টি কপি করে দিলাম*
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 10:30 পুর্বাহ্ন
না টেটি কোন সরকারি অনুদান পায় না। আর অর্থনৈতিক লাভও কারো নেই। শাহজালাল ভাই সহ ব্যক্তিগত অর্থেই টেটি চলে।
*এখন আমার রিপ্লাই কপি করে দিলাম।*
আমার মনে হয় ব্যাক্তিগত অর্থে চলে বলেই টিটির এরকম অবস্থা। মানে টিটির প্রতি এডমিনের যেন কোন খেয়ালই নেই। আসলে খেয়াল থাকবেই কি কিরে এখান থেকে উনার কি আসছে.? নাম, যশ, খ্যাতি, অর্থ এর কিছুই যদি না আসে আমার ধারনা টিটির প্রতি এডমিনের যে ভালবাসা তা আর থকবে না। উনার কি খেয়ে দেয়ে আর কাজ নেই যে সারাদিন টিটি নিয়ে বসে থাকবে। নিজের খেয়ে পরের মেষ তাড়াবে। আসলে কোন প্রতিষ্ঠানকে যতই অলাভজনক প্রতিষ্ঠান, সেবামুলক প্রতিষ্ঠান বলে চিৎকার করা হোক না কেন, উক্ত প্রতিষ্ঠান থেকে যদি কোন ধরনের সুবিধা না আসে তাহলে উক্ত প্রতিষ্ঠানটি মুখ থুবরে পরতে বাধ্য। ভালবাসা বেশীদিন থাকে না।
কানাডার জাতীয় প্রবৃদ্ধির ৮০% আসে সেবা খাত থেকে, কি এমন সেবা যে এত লাভ। বাংলদেশের টেকিদের তীর্থস্থান বলে খ্যাত টেকটিউনস সাইটিটি চালিয়ে এডমিন অবশ্যই আমাদের সেবা করে যাচ্ছে। কিন্তু এই সেবার বিনিময়ে উনি কি পাচ্ছে/ কিছুই না। তাহলে আমার ধারনা এডমিনও আর আমাদের বেশিদিন সেবা করতে পরবে না।
কিছুদন দিন আগে টিটির যে অবস্থা হয়েছিল, আবার সামনে যে এরকম অবস্থা হবে না বা বন্ধ হয়ে যাবে না তার গ্যারান্টি কি। আমরা যতই বলি টিটি আমাদের সাইট টিটি করও ব্যাক্তিগত সম্পত্তি নয় এর দেখা শুনার দায়িত্ব আমাদের। তাহলে টিটির যে অবস্থা হয়েছিল তার জন্য আমারা কি করতে পেরেছি ? কিছূই না। টিটি যদি আর ফিরে না আসতো তাহলে আমরা কি করতে পারতাম.? কিছুই না ( তখন সাবাই যার যার সাইট নিয়ে ব্যাস্ত থাকত) । টিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমারা কি করতে পারব.? কিছুই না।শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখাছাড়া কিছূই করতে পরব না। তাহলে শুধু শুধু বড় বড় কথা বলে লাভ আছে যে টিটি আমার সাইট.?
তো এই সব বিষয় নিয়েই আমার মথায় কিছু আইডিয়া আসছে। আপনারা যদি বলার অনুমতি দেন তাহলে বলতে পারি।
এর প্রতি উত্তরে
*আমি ১ জনের রিপ্লাই কপি করে দিলাম*
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 4:41 অপরাহ্ন
অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন।
এছাড়া আমিও টেটির সমস্যা নিয়ে একটা টিউন করেছিলাম। ঐটিউনে শাহজালাল ভাইয়ের মোবাইল নাম্বার সহ একটা মন্তব্য আছে। আপনি ইচ্ছা করলে উনার সাথে কথা বলে দেখতে পারেন।
*আমার শেষ রিপ্লাইটি ছিল এরকম*
ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। টেকটিউনস নিয়ে আমার যে আইডিয়া তা নিচে উল্লেখ করা হল। দয়া করে কেউ আবার অন্য কিছু ভাববেন না এটা আমার একান্তই নিজস্ব মতামত।
বর্তমান সময়ে টিটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সাইট। কিন্তু এই সাইটটির শুধু জনপ্রিয়তা ছাড়া অন্য কোন দিক দিয়ে লাভাবান হচ্ছে না। এজন্য প্রথমেই টিটি কে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করলে টিটির এডমিনের টিটির প্রতি ভালবাসা ফিরে আসবে বলে আমার বিশ্বস। আর এরকম একটি জনপ্রিয় সাইট অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ না হয়ে থাকতে পারে না।
এখন আমি বলব কিভাবে টিটি কে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করা যায়। আর এতে কি লাভ লোকসান।
=টিটি কে আমরা সত্যই খুব ভালবাসি এতে কোন সন্দেহ নেই। টিটির কাছে সত্যই আমারা ঋনী টিটি থেকে অনেক কিছুই আমরা শিখেছি। এখন দেবার পালা টিটিকে সামনের দিকে এগিয়ে নেবার সময়। তো কিভাবে আমরা টিটিকে দেব.?
আমার মনে হয় টিটির নিজস্ব কোন ফান্ড নেই।
এজন্য
১. টিটির প্রথম পেজে এলার্ট-পে, মানিবুকার্স এবং পেপালের ডোনেট বাটম স্থাপন করা যেতে পারে। আমি জানি টিটির দেশ বিদেশে অনেক ভিজিটর আছে। টিটির প্রতি কৃতজ্ঞতা সরুপ সবাই যদি টিটিকে মাসে ১ ডলার করেও দেয় তাহলে কিন্তু অনেক টাকা। আর প্রতি মাসে যে ১ ডলার করে দিতে হবে তার কোন বধ্যবাদকতা রাখা যাবে না খুশি হয়ে যে যা খুশি দিবে না দিলেও কোন প্রবলেম নেই। অনলাইন থেকে বিভিন্ন ভাবে অনেই কম বেশী আয় করতেছে, আর তাদের জন্য দুই এক ডলার টিটিকে দেয়া কোন ব্যাপারই না। আর এটা করলে টিটির প্রতি আমাদের একটা অধিকার চলে আসবে, টিটির কোন সমস্যা হলে আমরা আন্দোলন করতে পারব, আমারা গর্বিত কন্ঠে বলতে পারব টিটি আমাদের সাইট। আর এতে করে সবাই টিটিকে সাহায্য করে তথা বাংলাদেশকে সাহয্য করতে পারে।( টিটিকে সাহায্য করলে বাংলাদেশকে কিভাবে সাহয্য করা হয় সেটা আমি নিচে বলতেছি)।
২. টিটিতে অনেকেই বিজ্ঞাপন ধর্মী টিউন করে। মুল উদ্দেশ্য থাকে তাদের সাইট, পণ্য অথবা তাদের কম্পানীর প্রচারনা করা।
এজন্য্ টিটিতে বিজ্ঞাপনের জন্য আলাদা জায়গা করা যেতে পারে। সেখানে দিন, সাপ্তাহ, মাস, বছর, এই চুক্তিতে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দেয়া যেতে পারে, তবে অবশ্যই টেকনোলজী রিলেটেড বিজ্ঞাপন হতে হবে। গরুর হাঁটের বিজ্ঞাপন দিলে হবে না। এটা করলে টিটির জনপ্রিয়তা আরও বাড়বে বলে আমার মনে হয়।
টিটির আলাদা একটা ফান্ড থাকবে সব টাকা উক্ত ফান্ডে জমা থকবে।
এখন প্রশ্ন টিটি যে টাকা পাবে ওই টাকা দিয়ে কি হবে বা কি করা যেতে পারে।
প্রথমেই টিটিকে উন্নত করতে যা যা করা লাগে এডমিন তা করবে। এরপর
বিভন্ন দিবসে যেমন, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, শ্রমিক দিবস, এইডস দিবস, শিশু অধিকার দিবস, পরিবেশ দিবস ইত্যাদি দিবসে টিটি বিভিন্ন কর্যক্রম গ্রহণ করতে পারে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারে।
এছাড়া বনভোজন, ইফতার পার্টি, টিটি সদস্যদের মিলন মেলা ইত্যাদি কার্যক্রম করা যেতে পারে।
আর এজন্য যে খরচ হবে সব টিটির ফান্ড থেকেই করবে।
আর যদি সাহায্যের পরিমানটা বেশী আসতে থাকে তাহলে টিটিও তার কার্যক্রমের পরিধি বাড়াবে।
যেমন, বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ, যেমন, ঘুর্নিঝর, বন্যা, শৈত প্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়তে পারে। প্রথম আলো যা করে আর কি।
সবকিছুই নির্ভর করবে সাহয্যের পরিমানের উপর। সাহায্যর পরিমান যদি আরও বাড়ে তাহলে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা ঘাট, আরও কত কি ইত্যাদি,,,,,, ইত্যাদি,,,,,,,, ইত্যাদি হাজারো সামাজিক উন্নয়ন মুলক কাজ করতে পারে।
আর টিটির যারা পুরাতন নিয়মিত সদস্য আছে তাদের মধ্য থেকে কয়েকজন কে মডারেটর হওয়ার জন্য মনোনায়ন করে ভোটের মধ্যমে চুরান্ত মডারেটর সিলেক্ট করলে কেমন হয়।
*আমি রিপ্লাই পেলাম।*
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 11:49 অপরাহ্ন
বুলবুল ভাই অসাধারন মতামত ব্যক্ত করেছেন। আশা করি সবাই একমত হবে।
আপনি পারলে আরও বিস্তারিতভাবে উপস্থাপনা করে একটা টিউন করে ফেলুন।
তাহলে সবার নজরে আসবে বিষয়টা।
ধন্যবাদ।
আর এজন্যই আমার আগোছালো টিউনটি করা।
প্লিজ কেউ আবার আমাকে এডমিনের কাছের লোক মনে করবেন না। আমি তাকে চিনিই না। আমি শুধু আমার পাগলা মনের ধারনা বলে গেলাম। এ ব্যাপারে আপনারা কি বলেন আপনাদের সুচিন্তিত মতামত কি তা জানতে আমার খুব মন চাচ্ছে।
সকলকে ধন্যবাদ । ভুল হলে ক্ষমাপার্থী।
আমি M H BULBUL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 726 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Online Money Earning School http://earningschool.com/
খুব ই ভালো হয়েছে,