টেকটিউনসের সকল সদস্য বৃন্দের ও এডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষন করছি।।

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।
আমি টেকটিউনসের সাথে আছি প্রায় দেড় বছর। কিন্তু উল্লেখ যোগ্য তেমন কোন টিউন করা হয় নি। টিউন না করলেও নিয়মিত টিটি ভিজিট করি। বলতে গেলে এই দেড় বছরে আমি টিটির প্রেমে পড়ে গেছি। মাঝে যখন কিছুদিন টিটি ডাউন ছিল তখন মনের অবস্থাও ডাউন হয়ে গিয়েছিল তাই রাগ করে বেশকিছুদিন টিটি থেকে সাময়িক বিদ্বায় নিয়েছিলাম বলেছিলাম যতদিন টিটির সমস্যাগুলো ঠিক না হবে ততদিন আর টিটিতে আসব না। আসলে ওটা ছিল আমার অভিনয় ঠিকি টিটি ভিজিট করতাম, শুধু কোথাও কোন কমেন্ট করতাম না। টিটি ছাড়া থাকা সত্যই আমার জন্য কষ্টকর ছিল।
যা হোক আসল কথায় আসি যে জন্য আজকের টিউনটি করা।
নিঃসন্দেহে টিটি বাংলাদেশর অন্যতাম জনপ্রিয় একটি সাইট। সত্যই টিটির কাছে আমি ঋনী। টিটির কাছ থেকে অনেক কিছু নিয়েছি। কিন্তু কখনোই কিছু দিতে পারি নি। কিছু দিতে না পারলেও টিটি সম্পর্কে  বেশকিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু প্রশ্নগুলো করার কোন সুযোগ পাচ্ছিলাম না। তাই {মডারেটর সহ সবার দৃষ্টি আকর্ষন (সামরিক পোস্ট) } এই শিরোনামের টিউনটিতে টিটি সম্পর্কে আমার মনের কিছু প্রশ্ন উত্থাপন করেছিলাম। সে প্রশ্নের উত্তরে হাসান যোবায়ের আল-ফাতাহ্ (টেকটিউনসের পুরোনো এক টিউনার) ভাই বললেন আপনি আরও বিস্তরিত লিখে একটা টিউন করেন তাহলে সাবাই দেখতে পাবে। এবং সকলের মতামত পাওয়া যাবে। সে জন্যই টিউনটি করা।

আমি উক্ত টিউনে যে কমেন্টগুলো করেছিলাম তা পর্যায়ক্রমে এখানে কপি পেষ্ট করে দিলাম, কিছুটা Edit করে।
*১. আপনার এই টিউনটি অবশ্যই অবশ্যই গুরুত্বপুর্ন টিউন। সঠিক সময়ে সঠিক টিউনটিই করেছেন। আপনার মত করে সবাই যদি ভাবত!
বড় দুঃখে কিছুদিনের জন্য টিটি ছেড়ে চলে গিয়েছিলম কিন্তু টিটি ছাড়া কি আর থাকা যায়.? টিটির এরকম খারপ অবস্থা দেখে আমার দুঃখের অন্ত নেই। আগের অর্ধেকও ভিজিটর নেই। যদিও আস্তে আস্তে টিটি তার পুরোনো রুপ ফিরে পাচ্ছে, কিন্তু আগের সেই জৌলুস আর নেই, অনেকেই খেলনা মনে করে টিউন করে। অথচ আগে কারো টিউনে চুল পরিমন ভুল হলে টিউনারের অবস্থা কাহিল হয়ে যেত্। আর এখন যে যা খুশি তাই করে। আর শুধু এডমিন একা কি করবে, টিটির যারা নিয়মিত সদস্য আছে তার যদি বাজে টিউনের প্রতিবাদ করে তাহলেই হত। কিন্তু এখন এমন এক অবস্থা প্রতিবাদ করলে আরও উল্টো কথা শুনতে হয়।
কিন্তু আমি কি করতে পরি টিটির জন্য, যদি কিছু করার থাকতো তাহলে ঠিকই করতাম। টিটি নিয়ে আমার মথায় বিভিন্ন প্রশ্ন ঘুর পাক খাচ্ছিল কিন্তু কার কছে করব কোথায় করব। আমর মনে হয় কমপ্লেইন অথবা আপনার সমস্যা এরকম একটা পেইজ থাকলে ভাল হত।
ধন্যবাদ আপনাকে।*
উক্ত কমেন্টের বেশ কিছু রিপ্লেই পেয়েছি আমি শুধু এক জনের টি কপি করে দিলাম।
সোহাগ says:
১০ নভেম্বর, ২০১০ at 3:32 পুর্বাহ্ন
আমিও একমত। যারা পুরনো টিউনার আছেন তাদের উদ্যেশ্য করে বলতে চাচ্ছি যে কেউ উল্ট পাল্টা কোন টিউন বা মন্তব্য করলে আপনারা তাদের দমন করতে এগিয়ে আসুন। আমরা তো আছিই।
আর টেটির অডমিনের দৃষ্টি আকর্ষন করছি। আপনারা সময় না পেলে পুরনো ভাল টিউটারদের যারা নিজের ইচ্ছায় টেটিতে কাজ করতে চায় তাদের নিয়োগ দিন যাতে টেটির অনিয়ম দুর করা যায়।
ধন্যবাদ

আমার ২ নং কমেন্ট টি ছিল এরকম
টিটি নিয়ে আমার কিছু কথা আছে। কেউ কি দয়া করে উত্তর দিবেন?
আচ্ছা টেকটিউনস সাইটটি তৈরী করে টিটির এডমিনের কি লাভ? ওনার কি কোন অর্থনৈতিক লাভ হচ্ছে? বা অন্য কোন ফাঁয়দা?
সরাসরি অর্থনৈতিক লাভ যদি না হয় তাহলে টিটির মাধ্যমে কি কোন কম্পানী বা কোন পণ্যের প্রচারনা হচ্ছে?
যেমন ব্লগটেকটুডেবিডি এই সাইটটির মাধ্যমে কিন্তু টেকনোলজী টুডে কম্পানির প্রচারণা হচ্ছে. তাদের পন্যের প্রচারণা হচ্ছে।
তাই আমি জানতে চাই টেকটিউনসের মাধ্যমে কোন কম্পানী বা কোন পণ্যের বিজ্ঞাপন হচ্ছে কি না? এডমিনের কি কোন লাভ হচ্ছে..?
বাংলাদেশের সবচেয়ে বড় টেকি সাইট, সব টেকিদের মিলন মেলা হচ্ছে টেকটিউনস, আর এ সাইটিটির দেখাশুনার জন্য অবশ্যই টিটির এডমিনের অনেক সময় শ্রম নষ্ট হয় তাছাড়া ডোমেইন+ হোস্টিং এর খরচ তো আছেই। আর এ জন্য সরকার থেকে বা কোন প্রতিষ্ঠান বা কোন কম্পানি থেকে কি টিটির এডমিন কোন অর্থনৈতিক সুবিধা বা অন্য কোন সুবিধা পাচ্ছে..?
যদি পায় সেটি কি এবং কত আমি তা জনতে চাই না। আমি শুধু জানতে চাই কোন সুবিধা পায় কি না এতুটুকুই।
টিটি নিয়ে আমার আরও কিছু প্রশ্ন এবং আরও কিছু কথা আছে কিন্তু ঘুমের ঘোরে কিছু লিখতে পরছি না। তাই আপাদত উপরের উত্তর টুকুই আমি চাই। বকি আবার কালকে বলব নে। আজকের মত ঘুম গেলাম।
বানান ভুল হলে ক্ষমা পার্থী ঘুেমর ঘোরে কি না কি লেখলাম আল্লাই জানেন।

*উক্ত কমেন্টের রিপ্লাই থেকে আমি ১টি কপি করে দিলাম*
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 10:30 পুর্বাহ্ন
না টেটি কোন সরকারি অনুদান পায় না। আর অর্থনৈতিক লাভও কারো নেই। শাহজালাল ভাই সহ ব্যক্তিগত অর্থেই টেটি চলে।

*এখন আমার রিপ্লাই কপি করে দিলাম।*
আমার মনে হয় ব্যাক্তিগত অর্থে চলে বলেই টিটির এরকম অবস্থা। মানে টিটির প্রতি এডমিনের যেন কোন খেয়ালই নেই। আসলে খেয়াল থাকবেই কি কিরে এখান থেকে উনার কি আসছে.? নাম, যশ, খ্যাতি, অর্থ এর কিছুই যদি না আসে আমার ধারনা টিটির প্রতি এডমিনের যে ভালবাসা তা আর থকবে না। উনার কি খেয়ে দেয়ে আর কাজ নেই যে সারাদিন টিটি নিয়ে বসে থাকবে। নিজের খেয়ে পরের মেষ তাড়াবে। আসলে কোন প্রতিষ্ঠানকে যতই অলাভজনক প্রতিষ্ঠান, সেবামুলক প্রতিষ্ঠান বলে চিৎকার করা হোক না কেন, উক্ত প্রতিষ্ঠান থেকে যদি কোন ধরনের সুবিধা না আসে তাহলে উক্ত প্রতিষ্ঠানটি মুখ থুবরে পরতে বাধ্য। ভালবাসা বেশীদিন থাকে না।
কানাডার জাতীয় প্রবৃদ্ধির ৮০% আসে সেবা খাত থেকে, কি এমন সেবা যে এত লাভ। বাংলদেশের টেকিদের তীর্থস্থান বলে খ্যাত টেকটিউনস সাইটিটি চালিয়ে এডমিন অবশ্যই আমাদের সেবা করে যাচ্ছে। কিন্তু এই সেবার বিনিময়ে উনি কি পাচ্ছে/ কিছুই না। তাহলে আমার ধারনা এডমিনও আর আমাদের বেশিদিন সেবা করতে পরবে না।
কিছুদন দিন আগে টিটির যে অবস্থা হয়েছিল, আবার সামনে যে এরকম অবস্থা হবে না বা বন্ধ হয়ে যাবে না তার গ্যারান্টি কি। আমরা যতই বলি টিটি আমাদের সাইট টিটি করও ব্যাক্তিগত সম্পত্তি নয় এর দেখা শুনার দায়িত্ব আমাদের। তাহলে টিটির যে অবস্থা হয়েছিল তার জন্য আমারা কি করতে পেরেছি ? কিছূই না। টিটি যদি আর ফিরে না আসতো তাহলে আমরা কি করতে পারতাম.? কিছুই না ( তখন সাবাই যার যার সাইট নিয়ে ব্যাস্ত থাকত) । টিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমারা কি করতে পারব.? কিছুই না।শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখাছাড়া কিছূই করতে পরব না। তাহলে শুধু শুধু বড় বড় কথা বলে লাভ আছে যে টিটি আমার সাইট.?
তো এই সব বিষয় নিয়েই আমার মথায় কিছু আইডিয়া আসছে। আপনারা যদি বলার অনুমতি দেন তাহলে বলতে পারি।

এর প্রতি উত্তরে
*আমি ১ জনের রিপ্লাই কপি করে দিলাম*

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 4:41 অপরাহ্ন
অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন।
এছাড়া আমিও টেটির সমস্যা নিয়ে একটা টিউন করেছিলাম। ঐটিউনে শাহজালাল ভাইয়ের মোবাইল নাম্বার সহ একটা মন্তব্য আছে। আপনি ইচ্ছা করলে উনার সাথে কথা বলে দেখতে পারেন।

*আমার শেষ রিপ্লাইটি ছিল এরকম*

ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। টেকটিউনস নিয়ে আমার যে আইডিয়া তা নিচে উল্লেখ করা হল। দয়া করে কেউ আবার অন্য কিছু ভাববেন না এটা আমার একান্তই নিজস্ব মতামত।

বর্তমান সময়ে টিটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সাইট। কিন্তু এই সাইটটির শুধু জনপ্রিয়তা ছাড়া অন্য কোন দিক দিয়ে লাভাবান হচ্ছে না। এজন্য প্রথমেই টিটি কে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করলে টিটির এডমিনের টিটির প্রতি ভালবাসা ফিরে আসবে বলে আমার বিশ্বস। আর এরকম একটি জনপ্রিয় সাইট অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ না হয়ে থাকতে পারে না।
এখন আমি বলব কিভাবে টিটি কে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করা যায়। আর এতে কি লাভ লোকসান।
=টিটি কে আমরা সত্যই খুব ভালবাসি এতে কোন সন্দেহ নেই। টিটির কাছে সত্যই আমারা ঋনী টিটি থেকে অনেক কিছুই আমরা শিখেছি। এখন দেবার পালা টিটিকে সামনের দিকে এগিয়ে নেবার সময়। তো কিভাবে আমরা টিটিকে দেব.?
আমার মনে হয় টিটির নিজস্ব কোন ফান্ড নেই।
এজন্য
১. টিটির প্রথম পেজে এলার্ট-পে, মানিবুকার্স এবং পেপালের ডোনেট বাটম স্থাপন করা যেতে পারে। আমি জানি টিটির দেশ বিদেশে অনেক ভিজিটর আছে। টিটির প্রতি কৃতজ্ঞতা সরুপ সবাই যদি টিটিকে মাসে ১ ডলার করেও দেয় তাহলে কিন্তু অনেক টাকা। আর প্রতি মাসে যে ১ ডলার করে দিতে হবে তার কোন বধ্যবাদকতা রাখা যাবে না খুশি হয়ে যে যা খুশি দিবে না দিলেও কোন প্রবলেম নেই। অনলাইন থেকে বিভিন্ন ভাবে অনেই কম বেশী আয় করতেছে, আর তাদের জন্য দুই এক ডলার টিটিকে দেয়া কোন ব্যাপারই না। আর এটা করলে টিটির প্রতি আমাদের একটা অধিকার চলে আসবে, টিটির কোন সমস্যা হলে আমরা আন্দোলন করতে পারব, আমারা গর্বিত কন্ঠে বলতে পারব টিটি আমাদের সাইট। আর এতে করে সবাই টিটিকে সাহায্য করে তথা বাংলাদেশকে সাহয্য করতে পারে।( টিটিকে সাহায্য করলে বাংলাদেশকে কিভাবে সাহয্য করা হয় সেটা আমি নিচে বলতেছি)।
২. টিটিতে অনেকেই বিজ্ঞাপন ধর্মী টিউন করে। মুল উদ্দেশ্য থাকে তাদের সাইট, পণ্য অথবা তাদের কম্পানীর প্রচারনা করা।
এজন্য্ টিটিতে বিজ্ঞাপনের জন্য আলাদা জায়গা করা যেতে পারে। সেখানে দিন, সাপ্তাহ, মাস, বছর, এই চুক্তিতে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দেয়া যেতে পারে, তবে অবশ্যই টেকনোলজী রিলেটেড বিজ্ঞাপন হতে হবে। গরুর হাঁটের বিজ্ঞাপন দিলে হবে না। এটা করলে টিটির জনপ্রিয়তা আরও বাড়বে বলে আমার মনে হয়।
টিটির আলাদা একটা ফান্ড থাকবে সব টাকা উক্ত ফান্ডে জমা থকবে।
এখন প্রশ্ন টিটি যে টাকা পাবে ওই টাকা দিয়ে কি হবে বা কি করা যেতে পারে।

প্রথমেই টিটিকে উন্নত করতে যা যা করা লাগে এডমিন তা করবে। এরপর
বিভন্ন দিবসে যেমন, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, শ্রমিক দিবস, এইডস দিবস, শিশু অধিকার দিবস, পরিবেশ দিবস ইত্যাদি দিবসে টিটি বিভিন্ন কর্যক্রম গ্রহণ করতে পারে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারে।
এছাড়া বনভোজন, ইফতার পার্টি, টিটি সদস্যদের মিলন মেলা ইত্যাদি কার্যক্রম করা যেতে পারে।
আর এজন্য যে খরচ হবে সব টিটির ফান্ড থেকেই করবে।
আর যদি সাহায্যের পরিমানটা বেশী আসতে থাকে তাহলে টিটিও তার কার্যক্রমের পরিধি বাড়াবে।
যেমন, বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ, যেমন, ঘুর্নিঝর, বন্যা, শৈত প্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়তে পারে। প্রথম আলো যা করে আর কি।
সবকিছুই নির্ভর করবে সাহয্যের পরিমানের উপর। সাহায্যর পরিমান যদি আরও বাড়ে তাহলে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা ঘাট, আরও কত কি ইত্যাদি,,,,,, ইত্যাদি,,,,,,,, ইত্যাদি হাজারো সামাজিক উন্নয়ন মুলক কাজ করতে পারে।

আর টিটির যারা পুরাতন নিয়মিত সদস্য আছে তাদের মধ্য থেকে কয়েকজন কে মডারেটর হওয়ার জন্য মনোনায়ন করে ভোটের মধ্যমে চুরান্ত মডারেটর সিলেক্ট করলে কেমন হয়।

*আমি রিপ্লাই পেলাম।*

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) says:
১০ নভেম্বর, ২০১০ at 11:49 অপরাহ্ন
বুলবুল ভাই অসাধারন মতামত ব্যক্ত করেছেন। আশা করি সবাই একমত হবে।
আপনি পারলে আরও বিস্তারিতভাবে উপস্থাপনা করে একটা টিউন করে ফেলুন।
তাহলে সবার নজরে আসবে বিষয়টা।
ধন্যবাদ।

আর এজন্যই আমার আগোছালো টিউনটি করা।

প্লিজ কেউ আবার আমাকে এডমিনের কাছের লোক মনে করবেন না। আমি তাকে চিনিই না। আমি শুধু আমার পাগলা মনের ধারনা বলে গেলাম। এ ব্যাপারে আপনারা কি বলেন আপনাদের সুচিন্তিত মতামত কি তা জানতে আমার খুব মন চাচ্ছে।

সকলকে ধন্যবাদ । ভুল হলে ক্ষমাপার্থী।

Level 0

আমি M H BULBUL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 726 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Online Money Earning School http://earningschool.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ই ভালো হয়েছে,

    *আমার শেষ রিপ্লাইটি ছিল এরকম*এখানের কথা গুলো খুব কাজের কথা।

    টিউনের টাইটেল “টেকটিউনসের সকল সদস্য বৃন্দের ও এডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষন করছি” এমন হলে এডমিন প্যানেল ও ভালো করে খেয়াল করবে মনে হয়।

    ধন্যবাদ লিখাটি উপরে তুলার জন্য, যারা মিস করেছেন তাদের দেখা দরকার আছে

আমি বলবো।
১। একটা নতুন টিম করা দরকার। যারা এখানে টাইম দিতে পারবেন খুব রেগুলার। যারা আজে বাজে টিউন গুলো ডিলিট করতে পারবে টিমের সবার মতামত এক হলে।
টিমের মেম্বার সিলেক্ট করা হোক ভটাভটির মাঝে।
ভোট করবে সকল টিউনার ও ভিসিটর রা।
টিমের মেম্বার হতে হলে এক্সপার্ট হতে হবে, রেগুলার হতে হবে।

২। আপনার টিউনে একটা সেকশন আছে “আমার শেষ রিপ্লাইটি ছিল এরকম” এখানের কথা গুলো খুব কাজের কথা। আমি একমত

    Level 0

    হ্যাঁ পি-পি ভাই আপনার কথা মত শিরোনাম চেন্জ করলাম।

    পাতা ভাইয়ের কথায় যুক্তি আছে। দেখি কর্তৃপক্ষ কোন উত্তর দেয় কিনা।

    সহমত

    ধন্যবাদ সবাইকে। দেখি এখন কর্তৃপক্ষ কোন উত্তর দেয় কিনা।

    3.আমার মনে কিছু ছটো খাট এভেন্ট ও করা যেতে পারে টেকনোলজির উপরে। সপ্নসর জগার করা যাবে ব্যপার না। এতে করে এড ও হয়ে যাবে টিটির। ইনকাম ও হয়ে যাবে। টেকো রাও আগ্রহ পাবে।

এইতো বেশ ভাল হয়েছে। এবার সবাই দেখতে পাবে এবং এই টিউন থেকে আইডিয়া নেয়া যাবে। আমার টিউনটা আমি ড্রাফটে নিয়ে নিলাম।

Level New

আমরা যারা প্রবাসে থাকি, টিটিকে ভালবাসি ,আমার মনে হয়না তাদের জন্য ১ ডলার/পাউন্ড কোন ব্যপার।
খুবি সময় উপযোগি টিউন। আশা করি সবাই তাদের মুল্যবান মন্তব্য রাখবে।

    Level New

    ভুলে গিয়েছিলাম বলতে যে পোস্ট টাকে আঠা লাগানো হোক
    যাতে সবার নজরে আসে।

    hadinoyan – ভাই আপনার লিখা দেখে মুগ্ধ হলাম, গ্রর্বিত আমি, আপনে তো এখুনি রাজি হয়ে গেছেন, আসলে এভাবেই সবার পাশে সবার দারানো উচিত। ঐক্যবধ খুব দরকার আমাদের মাঝে।
    ধন্যবাদ অনেক। ভালো থাকুন। শুভ কামনা

    বুলবুল ভাই!
    আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সময়োপযোগি এই টিউনটির জন্য। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। টিটির পাশে আছি, থাকবো সবসময়, ইনশা-আল্লাহ।

    ওহ্যাঁ আমি সর্বপ্রথম টিটিতে যে টিউনটি পড়ি এবং মন্তব্য করি, সেটা ছিল আপনার “অনলাইনে আমার প্রথম আয়” শীর্ষক হৃদয় ছুঁয়ে যাওয়া টিউনটি। ধন্যবাদ!!!

আমিও প্রায় দের বছর ধরে টিটিতে আছি কিন্তু ঐ ভাবে টিওন করা হয় না,তাই টিটিকে নিয়ে অনেক ভাবি, সারা দিন না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু টিটিকে ছারা থাকতে পারি না। আপনার কথার সাথে আমিও এক মত টিটির যদি ইনকাম না থাকে তবে টিটি নিজের টাকা খরচ করে কত দিন জন সেবা করবে, যে কোন সময় বন্দ হতে পারে টিটি, তাই একে বাচানু আমাদের সবার করতব্য,আর আপনার এই কথার সাথে আমি ১০০% একমত

“”বিভন্ন দিবসে যেমন, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, শ্রমিক দিবস, এইডস দিবস, শিশু অধিকার দিবস, পরিবেশ দিবস ইত্যাদি দিবসে টিটি বিভিন্ন কর্যক্রম গ্রহণ করতে পারে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারে।
এছাড়া বনভোজন, ইফতার পার্টি, টিটি সদস্যদের মিলন মেলা ইত্যাদি কার্যক্রম করা যেতে পারে।
আর এজন্য যে খরচ হবে সব টিটির ফান্ড থেকেই করবে।
আর যদি সাহায্যের পরিমানটা বেশী আসতে থাকে তাহলে টিটিও তার কার্যক্রমের পরিধি বাড়াবে।
যেমন, বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ, যেমন, ঘুর্নিঝর, বন্যা, শৈত প্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়তে পারে। প্রথম আলো যা করে আর কি।
সবকিছুই নির্ভর করবে সাহয্যের পরিমানের উপর। সাহায্যর পরিমান যদি আরও বাড়ে তাহলে, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা ঘাট, আরও কত কি ইত্যাদি,,,,,, ইত্যাদি,,,,,,,, ইত্যাদি হাজারো সামাজিক উন্নয়ন মুলক কাজ করতে পারে।””

আপনাকে এই বিচক্ষন মুলক চিন্তার জন্য অনেক ধন্যবাদ………………………

এই বছরের মার্চ মাসে আমি প্রথম Techtunes-এ প্রবেশ করি এবং কিছুদিন পর Registration করি…
যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগে তা হলো-
তখনও Techtunes-এ যথেষ্ট পরিমান Tuner সমাগম হতো কিন্তু এখন ৭৫% Tuner-ই Techtunes-এ প্রবেশ করেন না…
সমস্যা জিনিসটা সাময়িক তাই বলবো পাশে থাকা উচিত…
বি.দ্র: আমি Techtunes ছাড়া অন্য কোনও বাংলা Blog-এ তেমন একটা যাই না, তাই বারবার ফিরে আসি এই প্রিয় Techtunes-এ…

~ !

M H BULBUL ভাই সময়পোযাগী খুবই গুরুত্বপূর্ন কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন যা আমার মনে হয় এ্যডমিন প্যানেল অবশ্যই বিবেচনা করবে বা করা উচিত।
বুলবুল ভাই আপনার প্রতি শুভেচ্ছা রইল।

অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময়োপযোগী টিউন। এই সাইটটি বাঁচিয়ে রাখতে হবে যে কোন প্রকারেই হোক। শুধু আমাদের প্রজন্মের জন্য নয়, আগামী বহু প্রজন্ম, অনাগত সকল নতুন টেকিদের যেন প্রথম পছন্দের সাইট হয় এই টিটি। বাংলায় তথ্যপ্রযুক্তির অন্যতম সাইট যেন হয়ে থাকে এই টিটি। আমার সন্তান, তাদের সন্তান এবং যুগে যুগে অনাগত সকল বাংলাভাষী তথ্যপ্রযুক্তিবিদ-দের যেন অন্যতম প্ল্যাটফর্ম হয় এই টিটি। আমি জানি এই স্বপ্ন বাস্তবায়ন করা কোন ব্যাপারই না, শুধু সিদ্ধান্ত গ্রহন ও নীতিমালা তৈরী এবং পরিচালনা পরিষদ ঢেলে সাজাতে হবে। ধন্যবাদ।

    Level 0

    ওহ দারুন সত্যিই দারুন বলেছেন ( যুগে যুগে অনাগত সকল বাংলাভাষী তথ্যপ্রযুক্তিবিদ-দের যেন অন্যতম প্ল্যাটফর্ম হয় এই টিটি) আমি আমি আপনার সাথে একমত,আপনার স্বপ্ন যেন বাস্তাবায়িত হয় এই কমনাই করছি।
    ধন্যবাদ

আর সময় নষ্ট না করে অন্যের response এর উপর বেশি নির্ভর না করে এখনি আমাদের ই কাজে নামতে হবে কারন টিটি ধীরে ধীরে unpredictable হয়ে উঠছে।

Level 0

ALL IS WELL.
AMIO PREME PORA SURU KORCHI, KINTU VOI HOI, DHOKA DIBE NATO ABAR.?

বুলবুল ভাই টিটি-র জন্য খুবই দরকারি পোষ্ট।আমার মনে হয় আপনার এই যুক্তির সাথে সবাই একমত হবে।

একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না। টেকটিউনসে আমরা দুদিন পরপর এ ধরনের টিউন দেখতে পাই। এর তো কোন যুক্তি নাই। আমরা বারবার কিছু সমস্যা নিয়ে আমাদের মতামত নিয়ে টিউন করি। তারপর শত শত কমেন্ট সেখানে জমা হয়। একসময় কতৃপক্ষ থেকে জানানো হয়। চেষ্টা হচ্ছে………আমরা টেকটিউনসের সাথে সবসময় আছি…….আপনারাও থাকুন…এ টাইপের। টেকটিউনস কে আমরা সবাই ভালবাসি। আর শুধু ভালবাসার কারণে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা একসাথে কথা বলে উঠি। এখানে কারো লাভ নাই। আমাদের অনেকেই বলছে এখই কথা বারবার, ” একে সেবামূলক না রেখে লাভজনক করে ফেলি”। তাহলে টে.টির একটা ভিত্তি দাড় করানো যাবে। এখানে অনেকেই বিভিন্ন ছদ্বনামে আছি। আল্লাহ না করুক, টে.টি কাল বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাবো। আমাদের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক দুদিনেই শেষ হয়ে যাবে। নিজেদের কথা ভেবেই আমরা চাই টে.টি সুস্থ-সবল হয়ে উঠুক। এখানে বিজ্ঞাপনের ব্যবস্থা করলে কি হয়? দেশি কোম্পানী গুলোও দেখছি এখন ইন্টারনেটের সাথে ভালই সম্পর্ক গড়ে তুলছে। তাদের বিজ্ঞাপন ব্যবহার করা যেতে পারে। শুধু সৌন্দর্য রক্ষা করতে গিয়ে কত বড় সমস্যা কে সামনে ডেকে আনছে কতৃপক্ষ তা কি তারা জানে। এখানে টাকাটা কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে ভিত্তির। একটা আলাদা অফিস বানিয়ে। টে.টি’র সব কাজ অফিসিয়ালি করা হোক। আর সেখানেই টাকার কথাটা চলে আসছে, কেননা অফিস থাকলে কর্মকর্তা,কর্মচারী থাকবে তাদের বেতন থাকবে। আমি কি লিখছি জানি না। তবে শুধু একটায় কথা বলব,
“আমি টেকটিউনসকে হারাতে চায় না। এর কোন অসংগতিও চায় না।”

    Level 0

    হুম যুক্তি সংগত চিন্তা ভাবনা।কিন্তু কে শোনে কার কথা। এরকম জনপ্রিয় একটি সাইট অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হয়ে পারেই না।কিছুদিন আগে কেউ একজন টিউন করেছিল পৃথিবীর বিখ্যাত সব টেকি কম্পানির অফিসের ছবি দিয়ে। টিটির এডমিনের কি ইচ্ছে হয় না যে তারও ওরকম একটা অফিস হউক? আসলে পৃথিবীর সব কম্পানিই ছোট থেকে বড় হয়েছে শধু তাদের Constructive চিন্তাভানার করনে।
    দেখা যাক টিটির এডমিনের টিটি নিয়ে কি চিন্তা ভাবনা করছে, না কি যে রকম আছে আজীবন এরকমই থেকে যাবে।
    সকলকে ধন্যবাদ আপনাদের গুরুত্বপুর্ণ মতামত শেয়ার করা জন্য।
    দেখা যাক এডমিনের পক্ষ থেতে কোন সারা শব্দ পাওয়া যায় কি না।

আপনার প্লানটা খুবই ভাল লাগল। এই প্লানটি বাস্তবায়ন করলে খুবই ভাল হবে। ‍আমি আপনার সাথে একমত।

প্ল্যনটা ভাল হলে কি হবে এ্যডমিন প্যনেল থেকে কারও কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না তো। আমার মতে পেষ্টটি আপডেট করলে ভাল হবে যাতে উপরে চলে যায় এবং সাবার নজরে আসবে। খুবই সময় উপোযোগী এটা টিউন। সকলের মতামত আরো আশা করছি।
ধন্যবাদ

Level 0

আমি আপনার সাথে সহমত । টেকটিউনসের সকল সদস্য বৃন্দের ও এডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষন করছি ।
আমরা কেহই Techtunes কে হারাতে চাই না ।

Level 0

টিউন টা পিন আপ মারার জন্য অনুরোধ করছি।

    Level 0

    পিন আপ করে কিভাবে? আমি ওটা করতে পারি না।

ভাই অনেক ধন্যবাদ টেটি নিয়ে আপনার এত সুন্দর চিন্তা ভাবনার জন্য। আমরা টেটি নিয়ে ভাবলেও সার্ভার বদল করার পর টেটির অডমিনদের বলতে গেলে দেখাই যাচ্ছে না। আমি ফেসবুকে টেটির গ্রুপে একটি পোষ্ট লিখলাম দেখি এতে যদি তাদের দৃষ্টি আকর্ষন হয়। পোষ্টের ঠিকানা – http://www.facebook.com/topic.php?uid=56099542259&topic=14844
সাজিয়ে লিখতে পারি নাই। তবুও চেষ্টা করেছি। এখন পোষ্টটি অডমিনের দৃষ্টি গোচর করতে পারলে আশা করি তারা কোন ব্যবস্থা নিবে।
আর আপনার পোষ্টের প্রত্যেকটি কথার সাথে একমত জানাচ্ছি। ধন্যবাদ

    Level 0

    সত্যিই কাজের কাজ করেছেন।
    ধন্যবাদ

খুব ই ভালো হয়েছে

Level 0

বুলবুল ভাই সাথে সহমত । ধন্যবাদ আপনাকে ।

আপনাদের সকলকে ধন্যবাদ টেকটিউনস কে নিয়ে আপনাদের গঠনমূলক চিন্তা আর মন্তব্যের জন্য। শীঘ্রই এ সংক্রান্ত একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ।

    আমি মাখন says:
    ১১ নভেম্বর, ২০১০ at 7:09 অপরাহ্ন

    একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না। টেকটিউনসে আমরা দুদিন পরপর এ ধরনের টিউন দেখতে পাই। এর তো কোন যুক্তি নাই। আমরা বারবার কিছু সমস্যা নিয়ে আমাদের মতামত নিয়ে টিউন করি। তারপর শত শত কমেন্ট সেখানে জমা হয়। একসময় কতৃপক্ষ থেকে জানানো হয়। চেষ্টা হচ্ছে………আমরা টেকটিউনসের সাথে সবসময় আছি…….আপনারাও থাকুন…এ টাইপের।

    hahahahhahahahahhahahahahahhahahahaha
    [প্রমানীত]

    @
    টেকটিউনস

    কর্তৃপক্ষ যেহেতু জবাব দিয়েছে তাহলে নিশ্চয়ই সামনে পদক্ষেপ নিবে।
    এটা আমাদের জন্য সুসংবাদ।

    ঠিক আছে হাসান ভাই ভরষা পেলাম আপনার কথায়। দেখি কি হয় আরকি

আমিও আপনার সাথে একমত। আশা করি উক্ত মন্তব্য গুলো অবশ্যই টেটি বিবেচনা করে দেখবে।

হ্যলো ভাইসব এইবার আপনারা একটু থামেন, একটু শান্ত হোন টেকটিউনসের এডমিন প্যানেলের এখন ঘুম ভাঙ্গছে কিছুক্ষনের মধ্যেই ওনারা হাত মুখ ধুয়ে, নাস্তা করে আপনাদের সামনে হাজির হবেন এবং টেকটিউনস নিয়ে ওনাদের ভবিষ্যত পরিকল্পনা কি তা সুন্দর বক্তব্যের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবেন। ততক্ষন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং আমাদের অফিসিয়ালি মিউজিক এর তালে তালে দুলতে থাকুন।
চা- পানি পান করার কাজটি শেরে ফেলতে পারেন এই ফাঁকে।
টেকটিউনসের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবাইকে।

    Level 0

    হা হা হা হা হা হা হা হা লাদেন ভাই জটিলললললললললললললললললললল বিনোদন। যাকে বলে পরফেক্ট বিনোদন।
    মাঝে মাঝে আমাদের এরকম বিনোদন দিয়ে যাবেন আশা করি।

টেকটিউনসের অনেক টিউনাররা দুদিন পর পর টিউন করে যে এডমিনরা ঘুমায়তেছে তারা কোন কাজ করেনা, ভাই আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে দুদিন পর পর যে সার্ভারের ত্রুটির জন্য সাইট ডাউন হয় তা ঠিক করে আবার পূনরায় আগের অবস্থায় কারা ফিরায়ে আনে আর উল্টাপল্টা বা অশ্লীল টিউন/মন্তব্যই বা কে সরায়? যে সাইটে টিউন করা হচ্ছে তা যে এমনি এমনি চলেনা তা বোঝার চেষ্টা করেন।

আপনি একটি টিউন করেই বলে ফেলেন মেহেদী কোন কাজ করে না কিন্তু একবার কি ভেবে দেখেছেন সাইট বারবার ডাউন হবার পর তা আবার সচল করা কতটা কষ্টের কাজ? আর যেই মানুষটি আপনার টিউন করার জন্য দিনরাত এমন পরিশ্রম করে যাচ্ছেন বিনা স্বার্থে তাকে কি আপনি এভাবে বলতে পারেন “যে সে ঘুমায়”?

    হুম…শাকিল ভাই…………….অনেকদিন পরে আপনার মন্তব্য পড়ে ভাল লাগল……

    Level 0

    কেন আপনারা পন্ডশ্রম করবেন? অবশ্যই আপনাদের সময় আপনাদের চিন্তাধারার একটা মুল্য আছে। টেকটিউনস নিয়ে অবশ্যই আপনাদের নিজস্ব সদূর প্রসারি চিন্তা ভাবনা আছে। আপনাদের পরিশ্রম যাতে বৃথা না যায় সেটা মনে করিয়ে দেয়ার জন্যই মুলত টিউনটি করা।

    ধ্যন্যবাদ শাকিল ভাই,

    বাহ শাকিল ভাই,টিনটিন ভাইরা দেখি একই দিনে আগমন!
    আশা করবো আপনাদের আবার নিয়মিত পাবো।

বুলবুল ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিটি নিয়ে আপনার এত সুন্দর চিন্তা ভাবনার জন্য ।আপনার প্লানটা আমার খুবই ভাল লেগেছে ।কর্তৃপক্ষ যেহেতু জবাব দিয়েছে তাহলে নিশ্চয়ই সামনে পদক্ষেপ নিবে। টিটি নিয়ে আপনার এত সুন্দর চিন্তা ভাবনার জন্য আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ ।

এপ্রিল ২০১০,

পরীক্ষা শেষ এবার ভাল ভাবে ওয়েব ডেভলপে মন দেওয়া যাবে………..দারুন এক সাইটের সন্ধান(জোস্‌)

মে ২০১০,

হাডর্ডিস্ককে কারিগরি ফলাতে গিয়ে……………

জুন ২০১০,

পিসি চালু নেট নানু আর সাইটে লেখার ইচ্ছা……টিনটিন ভাই, শাকিল আরফিন ভাই……..দারুন সময় কাটে…………..

জুলাই ২০১০,

জন্মদিন আর পরিক্ষা ডাকছে…..

অগাস্ট ২০১০,

একি বিপদ যাকে বন্ধু বলে চিনি সেই পিসি নিয়ে পার!!!……..যাক নতুন পিসি,নতুন নেট…..
(২৫) কোথায় সেই সাইট!!!

সেপ্টেম্বর ২০১০,

[মন খারাপ ক্যান?………এমনি]

অক্টবর ২০১০,

গুগল ক্যাশে সাইটার অস্তিত্ব লাভ
প্রক্সির সন্ধান……………পারছি……

নভেম্বর ২০১০,

বিরক্তিকর ১ দিন থাকলে ১০ দিন প্রক্সি ইউস করা লাগে……….আর এস এস এ আর সম্পুর্ণ লেখা আর থাকে না তাই…………..ভালই আছি…কারন ও তো থাথেই আছে…অনেক দুষ্টু খালি হারিয়ে জেতে চায় যায়!!!!

    আমি আসলেই লজ্জিত টিউন না করতে পারার জন্য।

    চেষ্টা করব আপনাকে আবার সেই সুখ সময় ফিরিয়ে দেবার।

    না, আপনার লজ্জিত হবার কিছু নেই……….আপনার ইয়ারনহেল্প সাইটের পাসওয়ার্ড প্রোটেক্টেড কিছু………[email protected]. থাঙ্কস ভাই। আপনারই আমাদের এই প্লাটফর্ম গড়ার পেছনের মানুষ। আমারা আপনাদের পরের প্রজন্ম আপনাদের কাছ থেকেই শিখেছি ।আপনার দেওয়া স্ক্রিপ্টের কারনে আমি হ্যাকার পদবি পেয়েছি…..না তাদেরকও আপনার কথা বলেছি।

অনেক দিন পরে আসলাম। এই টিউনের প্রতিটা কথা সমর্থনযোগ্য। কর্তৃপক্ষের একটু বোঝা উচিত এই সাইট এখন কারো একার না, সবাই ভালবেসে বরণ করে নিয়েছে। তাই এর কোন সমস্যা হলে সবারই খারাপ লাগে।
.
বিঃদ্রঃ আমি ডোনেট করতে রাজি।

বসেরা শুনেন চরম একটা বুদ্ধি আমার মাথায় আল্লাহ ঢুকিয়েদিছে। তবে আর দেরি কেন শুনেনঃ

১.টেকটিউনস ডোমেন বিক্রি করতে পারেঃ
অনেক কোম্পানি রিসেলারদের কাছে ৫ বা তারো কম মূল্যে ডোমেন বিক্রি করে যা ১০ (৭০০৳) তে বিক্রি করা সহজ।

@পাড়ার ভাইদের পাছে থেকে কেনা থেকে এটা উত্তম কারনঃ
#সে সুন্দর ডোমেইন নিজের করে নেয়
#ফুল কন্ট্রোল দেয়না
#প্রচুর দাম নেয় (১০০০৳)
@অন্য দেশি কোম্পানি বা সাইটঃ
#সুন্দর ডোমেইন নিজের করে নেয়
#ফুল কন্ট্রোল দেয়না
#প্রচুর দাম নেয় (১০০০৳)
#পিয়ার (পেজ র‍্যাঙ্ক) বাড়লে……………

২.টেকটিউনস হোস্টিং বিক্রি করতে পারেঃ
@পাড়ার ভাইদের পাছে থেকে কেনা থেকে এটা উত্তম কারনঃ
#সে ভাল হোস্টিং দিচ্ছে না
#অনেক সময় কন্ট্রোল প্যানেল (সিপি) দেয়না
#প্রচুর দাম নেয়
@অন্য দেশি কোম্পানি বা সাইটঃ
#ভাল হোস্টিং দিচ্ছে না
#অনেক সময় কন্ট্রোল প্যানেল (সিপি) দেয়না
#প্রপ্রচুর দাম নেয়
#ভিসিটর বাড়লে……………

৩.পে-পাল-এ টাকা আদান প্রদান করতে পারেঃ
অনেক সময় পে-পালে টাকার দরকার হয় (যেমন আমর প্লিজ হেল্প [email protected].) আবার আনারও দরকার হয়

এতেও আমরাও বাচিঁ টেকটিউনসও বাচেঁ………………

ডাইরেক্ট ডোনাট নিশ্চয় সুন্দর লাগেনা………তাই নিয়মিত ডোনেট কারলে নামের পাশে গোল্ডেন বা প্রিমিয়াম মেম্বার চিহ্ন দেওয়া যেতে পারে।এতে ডোনেট বাড়বে আর তারাও খুশ হবে। বেশি বেশি সুবিধা দিলে খর আছে!!!!

ভুল হলে ছোট ভাই হিসেবে নিজ গুনে ক্ষমা করবেন……….আসলে রাতে ঘমাতে পারি নাই….কখন যে সবাইকে আইডিয়াটা যানাব……যাক এখন মুক্ত……..আল্লাহ হাফেয

    Level 0

    উত্তম প্রস্তাব। আশা করি টিটি কর্তৃপক্ষ বিষয়টা ভেবে দখবে।

    টেকটিউনসের রাতের সঙ্গি, আমার কি ভোরের আলো দেখব?

আমি আর এই বিষয় নিয়ে কিছু বলতে চাইনা,
টেকটিউন্সের ঘোষনার অপেক্ষায় আছি,
দেখি উনারা কি বলেন।

আমার মতে টেকটিউনস তার ওয়েবসাইটে বিভিন্ন বড় বড় কেম্পানীর বিজ্ঞাপন দিতে পারে এবং সেইখান খেকে টাকা উপার্জন করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে পারে । তাছাড়া আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট আছে আমরা ইচ্ছা করলে এই সাইটে নিজের ওয়েবসাইটের বিজ্ঞাপন দিতে পারি, যদি এডমিনরা চান এবং তার জন্য টেকটিউনসকে একটা এমাউন্ট পে করতে পারি । সেইসাথে টেকটিউনস তার সাইট কন্টিনিউ রাখার জন্য ডোনেইট বাটন ব্যবহার করতে পারে , যাতে করে যারা এই সাইট এর প্রতি আন্তরিক তারা কিছু টাকা ডোনেইট করতে পারে সাইটের চলমান খরচ বহন করার জন্য ।

এরকম আরো কিছু আইডিয়া আবিষ্কার করা যেতে পারে , যদি টেকটিউনস এমন কিছু করতে চায় ।

    Level 0

    হুমম আপনার কথাগুলোই টিউনে বলা হয়েছে। টেকটিউনস চাইলে আরও অনেক আইডিয়া আবিষ্কার করা যেতে পারে।

    Level 3

    Good thinking

বুলবুল ভাই আমি আপনার সাথে এক মত। কিন্ত …

Level 0

M H BULBUL Vai er sathe ami puropuri akmot, tar kothy jukti royeche….

valo akti tune.

বেপক বিনোদন পেলুম