ধন্যবাদ:
আসসালামু আলাইকুম। টিউনটা এডমিনদের প্রতি। আমার আইডি ব্যান করা হয়েছে। এজন্য এই আইডিতে লগ ইন করলাম যা এক মাস পরিত্যাক্ত ছিলো। টেকটিউনসের এডমিনরা যে এখনো সাইটের টিউনগুলোর দিকে নজর রাখেন সেটা জেনে সত্যি ভালো লাগলো। এবং আসলেই আইডি হারিয়ে আমি দুঃখিত না। তবে তাও হয়তো হতেও পারে এটা আমার টেকটিউনসে শেষ টিউন(না হওয়ারই চান্স বেশি)
টেকটিউনসে আজকাল খুব নূন্যমানের টিউন করা হয়। আমার মনে হয় দোষটা এডমিনদেরই বেশি। মানসম্মত টিউনার বলতে কেউ নেই। সেজন্যই আমরা টেকটিউনসের উপর রীতিমত রাগ করেই মানহীন টিউন করি এবং বিজ্ঞাপন দিই।
অনুরোধ:
টেকটিউনস বর্তমানে এড টিউনসে পরিণত হয়েছে। স্পন্সরড টিউনস করতে আমাদের এক প্রকার উৎসাহ দেওয়া হচ্ছে। মেইন পেজে ১১ টা বিজ্ঞাপন। যদি বিজ্ঞাপনের মাত্রা কমানো হয় তবে সকল টিউনারই উপকৃত হতো।
টেকটিউনসে এখন লগ ইন করলেও স্বাগতম টিউনার লেখা প্রায়ই আসে না। ফলে ড্যাশবোর্ডে যেতে সমস্যা হয়। টিউন ট্যাগস দিলেও প্রথমবার বলে কোন ট্যাগ নেই যা খুব বিরক্তিকর। আর এতসব একটা সাইটকে মানহীন করার জন্য যথেষ্ট। ফলে কেউ এটাকে কোন স্ট্যান্ডার্ড সাইট হিসেবে গণ্য না করাই স্বাভাবিক।
রুলস কঠিন করা হয়েছে, কিন্তু সাইটের এতটাই বেহাল দশা যে মোবাইল ভার্সন পর্যন্ত নেই। এটা অবশ্যই একটা নেতিবাচক দিক। প্রায়ই এরর ৪০৪ ও দেখায়। আমি এডমিনদের অনুরোধ করবো কথাগুলো বিবেচনা করবেন এবং ভেবে দেখবেন কেন সাইটে এরকম মানহীন টিউন হচ্ছে। আশা করি সহজেই উত্তরটা পেয়ে যাবেন।
আরেকটা অনুরোধ আজ করবো। সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। টেকটিউনসের ফেসবুক গ্রুপের বর্তমানে বেহাল দশা। কোন এডমিন গ্রুপের খবর রাখে না। হেল্প চাইলে পাওয়া তো দুরে থাক উল্টো এতটাই বীভৎস অবস্থা যে ঢোকারই অনুপোযুক্ত।
আশা করি কোন এডমিনের নজরে টিউনটা পড়বে এবং টিউনটা বিবেচনা করবেন।
কেন এই হাল?
এই হাল হওয়ার কারণ হলো এডমিনরা বর্তমানে টাকার লোভে পড়ে গেছেন। টাকার লোভ ছেড়ে সাইটের দিকে মনোযোগ দিলেই স্প্যামাররা আর স্প্যাম করবে না। যদি টিউনটি বিবেচনা না করা হয় আবারো আমিই হয়তো স্প্যামার রূপে আবির্ভূত হবো। হ্যাপি টিউনিং!
বিজ্ঞাপন: হিহিহিহি। আবার শেষে সেই সাইটের বিজ্ঞাপন। থাক আজকের মত দিলাম না। মাফ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খারাপ কন নাই 🙂 তবে ফাও ফাও কি কেও লিখতে চায়। কিছু টা পারিশ্রমিক সবার কাম্য তাই সঠিক মাত্রায় বিজ্ঞাপন দিলে ঠিক আছে।