টেকটিউনস কিছুদিন আগে সার্ভার পরিবর্তনের কারনে বিভিন্ন সমস্যার মধ্যদিয়ে গেছে। বড় বড় সমস্যা গুলো এখন অনেকটাই কেটে গেছে। সহজেই পেজ লোড হচ্ছে, ডাটাবেজ সবসময় আপ থাকছে এসব অনেক সাচ্ছন্দই পাচ্ছি।কিছু ছোট খাট সমস্যা অবশ্য রয়ে গেছে কিন্তু সেগুলোর সাথেও আমরা মানিয়ে নিতে পেরেছি। তাহলে কি বলার জন্য এ টিউন করলাম? আমি আসলে বলতে চাই
টেকটিউনস স্প্যামিং করার যায়গা না।
ইদানিং প্রায়ই দেখা যায় কোন একটি টিউন শুধু মাত্র লাভের আসায় করা হয়। এক্ষেত্রে পাঠকের কমেন্ট প্রাপ্তি এবং শেয়ারিং আসল উদ্দেশ্য নয়। অর্থ উপার্যন বা পন্যের প্রচারই হল লক্ষ। কিছু কিছু টিউন দেখা যায় মডারেটররা রিমুভ করেন কিন্তু বেশিরভাগই থেকে যায়। আমরা(অন্তত আমি) শিথিল মডারেশন চাইনা। যেকোন প্রকার নীতিমালা ভঙ্গকারী টিউন পেন্ডিং করা হোক। এতে যদি আমার ১০-১২ টি টিউন পেন্ডিং করা হয় আমি কিছু বলব না। এভাবে আর কত চলতে দেয়া যায়? একেতো টেকনিক্যাল সমস্যা তার উপর স্প্যামিং! কিছু ভাল দিক অন্তত রাখা দরকার।
কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন, আপনারা অন্তত একটা দিক শক্ত রাখছেন না কেন? সবদিকে সমস্যা থাকার কারনে আজকাল আর ভাল টিউনারদেরকে দেখা যায় না। তাই ভাল টিউন খুব কম হয় বলে ভিজিটরও কমে গেছে। আগে দেখতাম মিনিটে মিনিটে টিউন হচ্ছে এখন দেখা যায় ২-৩ ঘন্টায় একটা টিউন, তাও স্প্যাম! যাহোক, আশা করি আপনারা একটু ভেবে দেখবেন।টিউনারদেরকে আমার অনুরোধ আপনারা যতটুকু সম্ভব মান সম্মত টিউন করার চেষ্টা করুন। শুধুমাত্র লাভের আশায় টিউন করবেন না। আমি জানি আমার এ টিউন মোটেও মানসম্মত হয়নি। তাই আমি আজ বিকালের দিকে ড্রাফটে নিয়ে নিব। আসলে এই
টিউনটা এই মাত্র আরেকটা টিউন দেখে করেছি। টিউনটি হলঃ
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এই টিউনটি মোটেও মান সম্মত হয় নি, মানে। শুধু কি হ্যাকিং আর এন্টিভাইরাস নিয়ে টিউন করলেই মান সম্মত হয় না কি।
আপনার এই টিউনটি অবশ্যই অবশ্যই গুরুত্বপুর্ন টিউন। সঠিক সময়ে সঠিক টিউনটিই করেছেন। আপনার মত করে সবাই যদি ভাবত।
বড় দুঃখে কিছুদিনে জন্য টিটি ছেড়ে চলে গিয়েছিলম কিন্তু টিটি ছাড়া কি আর থাক যায়.? টিটির এরকম খারপ অবস্থা দেখে আমার দুঃখের অন্ত নেই। আগের অর্ধেকও ভিজিটর নেই। যদিও আস্তে আস্তে টিটি তার পুরোনো রুপ ফিরে পাচ্ছে, কিন্তু আগের সেই জৌলুস আর নেই, অনেকেই খেলনা মনে করে টিউন করে। অথচ আগে কারো টিউনে চুল পরিমন ভুল হলে টিউনারের অবস্থা কাহিল হয়ে যেত্। আর এখন যে যা খুশি তাই করে। আর শুধু এডমিন একা কি করবে, টিটির যারা নিয়মিত সদস্য আছে তার যদি বাজে টিউনের প্রতিবাদ করে তাহলেই হত। কিন্তু এখন এমন এক অবস্থা প্রতিবাদ করলে আরও উল্টো কথা শুনতে হয়।
কিন্তু আমি কি করতে পরি টিটির জন্য, যদি কিছু করার থাকতো তাহলে ঠিকই করতাম। টিটি নিয়ে আমার মথায় বিভিন্ন প্রশ্ন ঘুর পাক খাচ্ছিল কিন্তু কার কছে করব কোথায় করব। আমর মনে হয় কম্প্লেইন অথবা আপনার সমস্যা এরকম একটা পেইজ থাকলে ভাল হত।
ধন্যবাদ আপনাকে।