আমি নিজে প্রতারিত হয়েছি! আমি চায় আর কেউ প্রতারিত হক। আমার সাইট এর জন্য google adwords campaign করি তাই আমার মাঝে মাঝে ডলার কিনতে হয়। আগে পরিচিত একজনের কাছ থেকে ডলার কিনতাম কিন্তু পরিচিত ভাইয়ের কাছে ডলার না থাকায় ফেইসবুকে ডলার কিনার জন্য খুঁজাখুজি শুরু করি। প্রথমে আমার ফেন্ডলিস্টে মাঝে খুঁজি কিন্তু কার কাছে পাই না। পরে ডলার ক্রয় – বিক্রয় গ্রুপে খুঁজ করতে শুরু করি কাউকে নিকটে এবং বিস্তত মানে হচ্ছে না। তারপর দেখলাম গ্রুপের এডমিন নিজেই ডলারের ব্যবসায় করে ভাবলাম তাহলে তার কাছ থেকেই ক্রয় করা যাক তাই গ্রুপে দেওয়া নাম্বারে কল দিলাম। ৮২ টাকা করে নেটালার এর ডলারের দাম দিতে হবে আমি বললাম ok দিব। তাই প্রথমে অল্প করে ডলার চাইলাম মাত্র ১০ ডলার। শুরু হল ফেইসবুকে চ্যাট
আমি ১০ ডলারের জন্য 01765858614 এই ৮৩০ টাকা বিকাশ পাঠাই। টাকা পাঠানোর পরে এই প্রতারক আমাকে ব্লক মারে এবং আমার কল রিসিভ করে না।
শালা প্রতারক ফেইসবুকে নাম ব্যবহারে করে Minhaz Chowdhury কিন্তু কাজ করে ফকিন্নি!
একসাথে ৩ বা ৪ টি গ্রুপ খুলে এডমিন সেজে মানুষকে প্রতারনা করে এবং প্রতারক হতে সাবধান বলে অথছ নিজেই প্রতারনা করে !
প্রতারকের গ্রুপের লিল্ক
https://www.facebook.com/groups/onlinevirtualdollarmarket/
https://www.facebook.com/groups/buysellfxdailysignal/
https://www.facebook.com/groups/fxdailysignal.buysell
https://www.facebook.com/marmarcutcut
প্রতারকের মোবাইল নাম্বার : 01854813400
01765858614 (bkash personel)
*আমার অভিজ্ঞতা থেকে বলছি ডলার ক্রয় – বিক্রয় করার সময় ফেইস টু ফেইস হয়ে লেনদেন করুন*
চলুন এই সব প্রতারককে ছলে বলে কৌশলে ধরি এবং উচিত শিক্ষা দেই।
আমি azitbarman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর এক জন হচ্ছে অমি
এই সেই চোরের নাম্বার ঃ 0195092257. 0167333492
এই চোর আমার ৩৭৫ টাকা মেরে খাইছে।