রাজন হত্যার বিচার চাই… অনলাইন ব্লগসহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলুন…

আসসালামু আলাইকুম।  সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। আর ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা।  শান্তির বার্তা নিয়ে রহমত মাগফিরাত ও নাজাতের মাস  মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলো।  এ রমজানের পবিত্রতা রক্ষা করা সম্ভব হয়নি, সম্ভব হয়নি পরিপূর্ণভাবে হক আদায় করার।  পবিত্র মাহে রমজানের শেষ দিকে একটি অনাকাঙ্খিত ঘটনা আমাদের হৃদয়ে চরমভাবে নাড়া দিয়েছে।  এতে রমজানের পবিত্রতা যেমন নষ্ট হয়েছে তেমনি সারা বিশ্বে বাঙ্গালী জাতি হিসেবে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।

সাম্প্রতিক চুরির অভিযোগে সিলেটের ১৩ বছরের শিশুকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।   রাজনের জন্য আমরা কিছুই করতে পারলাম না।  নীরব প্রতিবাদ ছাড়া এ মুহুর্তে আর কিছু করণীয় নেই।  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার মাধ্যমে এ ঘটনার চূড়ান্ত বিচার হোক এটাই আমাদের প্রত্যাশা। স্বাধীন বাংলাদেশের মাটিতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়।

আমরা ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ম্লান করে ফেলছি কিছু ঘটনার মধ্য দিয়ে। নিজেদেরকে একটি সম্মানিত জাতি হিসেবে পরিচয় দিতে লজ্জা করে।  কিছু ঘটনা বলে দেয় জাতি হিসেবে আমরা কতটা নির্লজ্জ।  এমন ঘটনাও আমাদের দেখতে হলো। চোখ বুঝে সহ্য করতে হলো এ রকম একটি ঘটনা।  চোখের সামেনই মৃত্যুর মখে ঢলে পড়লো ১৩ বছরের শিশু সামিউল হক রাজন ।

রাজন তুমি আমাদের ক্ষমা কর। আমার এ টিউন তোমার উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ যেন তোমকে ক্ষমা করেন। লাইলাতুল কদরের মহিমান্বিত এই রাতে প্রাণভরে তোমার জন্য দোয়া করি। তোমাকে আল্লাহ জান্নাত নসীব করেন।  অপরাধীদের এর চেয়ে বেশী শাস্তি দিয়ে মারা হচ্ছে সে সরকম দৃশ্য আমাদের চোখে পড়লে এখন জাতি চরমভাবে শান্তি পেত। কিন্তু তদন্ত সহ নানা আমলাতান্ত্রিক জটিলতায় বিচার ব্যবস্থা দীর্ঘ সূত্রিতা লাভ করুক এটা আমরা চাই না।  প্রধান আসামী সৌদি আরবের জেদ্দায় ধরা পড়লেও দেশে ফিরিয়ে আনতে সময়ের ব্যবধান যদিও তবুও আমরা দ্রুত বিচার চাই।

সোশ্যাল মিডিয়ায় রাজনের জন্য নীরব প্রতিবাদ ও ক্ষোভের মুখে আন্দোলনের কয়েকটি ছবি দেখুন...

 

 

 

 

 

 

 

 আমরা এ নির্মম হত্যার বিচার চাই।  ভবিষ্যতে আর যেন এ রকম ঘটনার পুনরাবুত্তি না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সবাইকে আন্দোলনে শরীক হওয়া প্রয়োজন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উজ্জল তারকা মুশফিকুর রহমানও স্বয়ং এ আন্দোলনের পথযাত্রী।

আজকের এ দিনে সামিউলের মত শিশুদের জন্য শুধু দোয়া আর ওইসব নরপিশাচদের জন্য শুধু অভিশাপ প্রত্যাশা করছি।

সবাই ভালো থাকবেন।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ কোন বর্বরতা ? বাকহীন হয়ে গেছি …………………

বিচার ছাই বিচার ছাই বিচার ছাই বিচার ছাই

Level 2

Je deshe sobar janno equal law nei se deshe apni sothik bichar kivabe asa koren??Rajoner Moto protidin amra nirjatito hossi AR Mara jassi.tai ei somosta bisoy niye tune na kore sobar janno equal law nischitokoron bisoy nite tune koren jati eye upokrito Hobe AR ei dhoroner oporadho kome jabe.ei ghotona amader broken society ke tule dhorse directly.

bichaaaaaaaaar chai chai chai fasi chai fasiiiiiiii

বিচার চাই!

আমিও বিচার চাই!