দৃষ্টি আকর্ষণঃ টিউনারশীপ ধরে রাখা, টিউন, টিউনমন্টস ও আমার ভাবনা। নতুন পুরাতন সকল টিউনার ও মডারেটর দয়া করে টিউনটি মনোযোগ দিয়ে পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী টিউন।

দৃষ্টি আকর্ষণঃ টিউনারশীপ ধরে রাখা, টিউন, টিউনমন্টস ও আমার ভাবনা। নতুন পুরাতন সকল টিউনার ও মডারেটর দয়া করে টিউনটি মনোযোগ দিয়ে পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী টিউন।

 

সবাইকে শুভচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। অনেকদিন পর রমজান উপলক্ষ্যে টেকটিউন সবার জন্য রেজিস্টশন খুলে দিয়েছে। বিষয়টি নতুন পুরাতন সবার জন্যই সুখবর। এতে পুরাতনদের পাশাপাশি নতুনরা তাদের আইডিয়া শেয়ার করতে পারছে।

কিন্তু এতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই নিয়েই আজকে আমার টিউনটি।

 

 

বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি কিছু নতুন টিউনার এমন সব টিউন করে যা মানসম্মত তো নয়ই, তার উপর আবার তাদের নিজেদের সাইটে আপলোড করা ফাইলের ডাউনলোড লিংক দেয় যা থেকে ডাউনলোড করা বেশ কস্টকর কারণ ঐ সকল সাইট পপআপ এডে ভরা।

 

যারা এন্ডয়েড দিয়ে টেকটিউন ব্যবহার করে তাদের জন্য এটা একটা বিশাল পেইন।

 

অনেকে টেকটিউনেরই কয়েকদিন আগের টিউন কপি মেরে নিজের নামে চালায় এবং ডাউনলোড লিংকটি নিজের সাইটে করে যা পপআপ এডে ভরা।

 

যেমন https://www.techtunes.io/android-apps/tune-id/351778 টিউনটি দেখুন যা 20 May, 2015 on 4:26 pm তে প্রকাশিত।

 

এবার এটা দেখুন এবার এই নিচের টিউনটি দেখুন https://www.techtunes.io/android-apps/tune-id/368395

যা 1 July, 2015 on 1:09 am এ প্রকাশিত এবং টিউনটি এমন সময় করেছে যখন সাধারনত মডারেটর ঘুমিয়ে পড়েন।

এটা একটা উদাহরণ মাত্র। এ রকম আরো অনেক আছে।

আবার কিছু টিউনার আছের যারা নিজে টিউন করে আবার নিজের আরেকটি আইডি দিয়েই কমেন্ট করেন,,,,,,, " ভাই আমিও টাকা পাইছি, দারুন টিউন, সুন্দর ইত্যাদি ইত্যাদি।

 

অনেক টিউনার আবার টিউনটি না পড়েই টিউনমন্ট করেন,,,,, nice post, nyc, সুন্দর ইত্যাদি। কোন গঠনমূলক টিউনমেন্ট করে না।

 

অনেক টিউনার সামান্য কিছু রেফারেলের জন্য ভুয়া সাইটে টিউনারদের রেজিঃ করতে আহবান করেন। এতে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভূল ধারনা তৈরী করেন।

 

 

অনেকে এমনসব সাইটে ফাইল আপলোড দেন যেখান থেকে ডাউনলোড করা যায় না। যেমন anafile .com

 

অনেকেই হয়ত আমাকে দোষারোপ করবেন যে তারা এত কস্ট করে দু চার পয়সা পাক। ঠিক আছে তাহলে এমন আপলোড লিংক দিন যেখান থেকে নতুন পুরাতন সবাই সহজে ডাউনলোড করতে পারে।

আমরা যদি বিষয়গুলো নিয়ে এখনই চিন্তা না করি বা এখনই ঠিক না হই, তাহলে হয়ত আবার টেকটিউনে রেজিস্টেশন বন্ধ করে দিবে। এমন কি অনেকের আইডিও বন্ধ করে দিতে পারে।

তাই সবার এ ব্যাপারে দৃস্টি আকর্ষন ও মতামত আশা করছি।

 

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

Level 0

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য , বর্তমানে শুধু কয়েকজন টিউনারের প্রোফাইলে শুধু ভিজিট করি, ডাইরেক্ট টিটি ভিজিট করি না কারণটা হয়তো জানেন । আবারো ধন্যবাদ স্পাম কমেন্টটা ডিলেট করে দেয়ার জন্য

    আপনাকেও ধন্যবাদ, মূল্যবান মতামতের জন্য, এভাবে চললে আমাদেরও সমস্যা হবে। আমরা ভাল টিউনার হারাবো।

আপনার ব্লগের। টেম্পলেটটি কি দেওয়া যাবে?

এজন্যই টিটি আসতে মন চায় না।

ভালো কথা বলেছেন, আমি আপনার সাথে শতভাগ সহমত। তবে এই দিনগুলোর খুব শীঘ্রই অবসান হবে। কারন টেকটিউনস টিউজিটর, টিউনার, এবং টিউমেন্টারদের সুবিধার কথা ভেবে সামনে উন্মুক্ত করতে যাচ্ছে টেকটিউনস ট্রিনিটি ৩.০। টেকটিউনসের নুতন এই ভার্সন চলে আসলে আপনি এমন সব সুবিধা দেখবেন যা আপনি এখনো কল্পনা করতে পারেননি। আর সেই সাথে এসব টিউনারদের কোন খুঁজই পাবেন না। আপাততো হারিকেন নিয়ে তৈরী থাকুন। কারন হারিয়ে যাওয়া টিউনারদের তো খুঁজতে হবে, তাইনা?

আপনার সাথে সহমত জ্ঞাপন করছি। রেজিস্ট্রেশন চালু করার পর টেকটিইনস ভিজিট করতে মন চাইনা, যদিও আমি এই সুযোগেই রেজিস্ট্রশন করেছি।

    আসলে রেজিঃ খুলে দেয়াটা খারাপ ছিল না। আমাদের কিছু টিউনার পরিবেশ খারাপ করার চেস্টা করছে।

এসব বাজে টিউন দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এই সব পাবলিক কখনই লাইনে আসবে না। আমাদের কেই সচেতন হতে হবে। এসব আজে বাজে জিনিস হতে ১০০ হাত দূরে থাকতে হবে।

    হুম, ঠিকই বলেছেন। এসব টিউন ভিজিট না করলেই তারা এক সময় থেমে যাবে।

ভাই আমি টেকটিউনে নতুন যুক্ত হইছি কিছু দিন আগে । এইখানে যুক্ত হওয়ার পর থেকেই একটা জিনিস খেয়াল করতেছি আর সেইটা হলো কিছু দিন আগের পোষ্ট নিজের নামে দেওয়া টা । একই পোষ্ট একাধিক বার দেখা যাচ্ছে । অনেকে হয়ত না জেনেই করতেছে । সে হয়ত জানেই না আবার অনেকে আবার ইচ্ছা করেই করতেছে ।

এখন প্রশ্ন হচ্ছে যারা আমার মত নতুন তারা কিভাবে বুঝবো যে আমি যেই টিউনটা করলাম সেইটা কি আগে পোষ্ট করা হইছে কি না ??? জানবো কিভাবে ???

আর মাসের সেরা টিউমেন্টকারির ( সবাই না ) টিউমেন্ট দেখলে তো খুশিতে কান্না পায় ( tnx bro )

    আগে পোষ্ট করা হইছে কি না তা দেখার জন্য সার্চ অপশনে সার্চ দিন।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।