একাদশ শ্রেনিতে অনলাইনে ভর্তিঃ সমস্যা সম্ভাবনা ও দুর্ভোগ

প্রিয় টেকটিউনের পাঠক, লেখক ও শুভাকাঙ্খী সবাই কে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে প্রযুক্তির সমসাময়িক ও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আশা করি আপনাদের মতামত জানাবেন।

আপনারা জানেন এ বছর অনলাইনে একাদশ শ্রেনিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয় ৬ জুন জুন। অবশ্যই উদ্যোগটি ভাল কিন্তু শুরুতেই গন্ডগোল। শিক্ষার্থীরা পড়ে বিড়ম্বনায়, অনেকেই প্রথমবার আবেদন করতে গিয়ে দেখেন অন্যকেউ তাদের রোল ও রেজিঃ নাম্বার দিয়ে আবেদন করে ফেলেছে। যদিও স্ব স্ব শিক্ষাবোর্ড বিষয়টি সমাধান করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে।

 

 

 

 

 

 

 

 

এর পর শুরু হয় ফলাফল নিয়ে বিভ্রান্তি। গত ২৫/০৬/২০১৫ তারিখে রাত ১১:৩০ মিনিটে ফলাফল প্রকাশের কথা ছিল। সারা রাত অপেক্ষায় ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক। সকাল বেলা ওয়েবসাইটে জানানো হল ২৬/০৬/২০১৫ তারিখে রাত ১১:৩০ মিনিটে ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আবার সেই একই ফল। ২৭/০৬/২০১৫ তারিখে ভোর রাতে আবার জানানো হল সকাল ৮ টায় ফলাফল প্রকাশ করা হবে কিন্তু এবারও বিধি বাম। ২৭ তারিখ সকালে জানানো হল "" ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরনের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে।""

এত গুরুত্বপূর্ণ কাজে দায়ত্বশীল ব্যক্তিরা পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণ ছাড়া কিভাবে তারিখ ঘোষণা করে?

আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

 

Level 0

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তারা গুমায় আর আমাদের মতো ছাত্রদের টেনশন করতে হয় । একটা সাইট হ্যাক হলে তার ব্যাকআপ থাকা লাগে তাদের তা নেই। কিছু জিনিস ডিজিটাল করার আগে টা একটু পরীক্ষা করা লাগে তা তারা করে নি । এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ ।

    সহমত। কারণ তাদের ছেলেমেয়েরা তো এদেশে পড়াশুনা করে না

ছোট বাচ্চাকে দিয়ে কাজ করালে যা হয়।

ডিজিটাল করতে গিয়ে নিজেরাই এনালগ হয়ে গেছে…।

এই যদি হয় সরকারী ওয়েবসাইটের অবস্তা—বাকি গুলা তাইলে কেমন হবে।৩রাত ধরে আমাগোরে নিয়ে এক্টা গেম খেলছে সরকার।

    আইসিটি বিভাগ, বুয়েট মিলে কাজ করতেছে, তাতেই যদি হয় এই অবস্থা।

    দুর্নীতির কারণে যোগ্য লোকেরা সঠিক স্থানে জায়গা পায় না। তাহলে সমাধান কিভাবে সম্ভব!!!

ভাই ওদের ডাটাবেস হ্যাক হইছে সেইটা তো স্বীকার করলেই হয়…

Level New

somadhan jodi thaktoi tahole amader r comments er proyojan hoto na.

    হুম। তাহলে আমার এই আর্টিকেলটি লেখার সুযোগ ইথাকত না

এগুলো চলবে..
http://bit.ly/1fzmDYE

তার পরও জামেলার শেষ হল না।

New Release Movies to Watch free download 2015″ http://newreleasemoviestowatch.blogspot.com/2015/05/new-release-movies-to-watch-free.html

এগুলো বন্ধ হবে না।

http://www.bnebookspdf.blogspot.com