শুরুতেই আমার সালাম নিবেন।। আসসালামু আলাইকুম।। কেমন আছেন সবাই ?? আশা করি ভালো আছেন।
আমার আর্জেন্ট কিছু ডলারের প্রয়োজন হওয়ায় আমি গত ২৫ শে জুন ২০১৫ ইং তারিখ একটি গ্রুপে বিজ্ঞাপন দেখে এক লোককে কল দেই।।
Group Link -- https://www.facebook.com/groups/paynoneerbdhelp/
বিজ্ঞাপন টি ছিল এরকম --
কল দেওয়ার পর উনার সাথে ডাইরেক্ট কথা হয় ও তারপর Facebook এ কথা হয় ডলারের Rate সম্পর্কে এবং আমি তাকে কিছু টাকা দেই --
টাকা দেওয়ার পর পরই তার কাছে আর কোন Messege যায় নি --
উনার যে Group এ আমি Join করছিলাম সেটাও নিম্নরুপ দেখায় --
আমার অন্য আইডি থেকে দেখেছি Group এর Admin শুন্য দেখায় --
কিন্তু আমি যে আইডি দিয়ে উনার সাথে যোগাযোগ করছিলাম সেটা থেকে উনার নিজের Facebook আইডি বা সেই Group এ ঢুকলে নিম্নোক্ত Picture এর মত দেখায় --
তারপরে সেই চিটারের মোবাইল নাম্বারও বন্ধ ছিল।। কিন্তু পরে আবার দেখি সেই নাম্বার খোলা but আমার নাম্বার Blacklist এ রাখছে।।
Facebook Link :- https://www.facebook.com/robinexchanger
আমার টিউন টি দয়া করে কেউ অন্য Mind এ নেবেন না।। আমি শুধু সকল ফ্রিল্যান্সার ভাইকে সাবধান করে দেওয়ার জন্যে এটা লিখলাম।।
আর হ্যা এ ধরনের প্রতা্রক থেকে সবাই সাবধান থাকবেন।।
আল্লাহ্ হাফেজ।। সবাই ভালো থাকবেন এবং প্রতারক থেকে দূরে থাকবেন।।।।।। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।।।।।।
আমি নাম নাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
complain any police station….they help you…………