আজকের আমার এই টিউনটা কোনো বিজ্ঞান এবং প্রযোক্তি সম্পর্কিত নয় বিধায় আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সত্যিই অবাক এবং হতাশ হয়ে যাচ্ছি ইদানীংকার টিউনস এর অবস্থা দেখে। 🙁
কিছু কিছু টিউনারতো সম্পূর্ণ আগের টিউন কপি পেস্ট করে পুনরায় টিউন করতিছে কনটিনিইউসলি।
এছারাও সব থেকে মজার বিষয় হল,,,, এখন কেউ কেউ লোভনীয় টাইটেল দিয়ে নানান ফিসিং পেজ এর লিংক দিয়ে টেকটিউনস এর ইউজারদেরই আইডি হেক করা প্রচেষ্টা চালাচ্ছে।
হয়তো আরও নানান টিউন যেগুলো দেখলে হয়তবা আপনারা নিজেরাই টাস্কি খেয়ে যাবেন। এ নিয়ে আরো নানান ভাইদের মতামত নিলেই আমার থেকে বেশী ক্লিয়ারলী জানতে পারবেন বলে আমি নিশ্চিত।
আপনারা চাইলে আমি সম্পূর্ণ ভাবে প্রমান সহ দেখিয়ে দিতে পারব নানান কপি পেস্ট হওয়া টিউন গুলা।
হ্যা, এটা সত্যি যে এর মাঝেও অনেক ভাই আছেন যারা নানান বিজ্ঞান এবং প্রযক্তি সম্পর্কিত নানান অসাধারন টিউনস করে যাচ্ছেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবুও নানান আজেবাজে টিউন এর জন্য সম্মানহানি হচ্ছে আমাদের এই টেকটিউন এর।
আমি প্রায় ২ বছর ধরে এই টেকটিউনসস এর সাথে। আমার মত অনেকেরই একটা ভালবাসার সাইট এটি যারা প্রতিটা দিন,প্রতিটা মুহূর্ত এর সাথে ছিল,আছে, এবং থাকবে ইনশাআল্লাহ্ ...।
তাই আপনাদের কাছে একটাই আবেদন,,, আমাদের এই ভালবাসার সাইট টির সম্মান এবং মর্যাদার দিকে একটু খেয়াল রাখেন এবং টিউন গুলা একটু ছেকে নেন প্লীজ এতে উপকৃত হবো আমরা সবাই ই __
আমি Anwar hossain khan Irish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।