আসসালামুয়ালাইকুম
বর্তমানে আমাদের দেশে সুইস ব্যাংক সম্পর্কে বেশ আলোচনা চলছে। সুইস ব্যাংকে বাংলাদেশীদের জমা দিনদিন বেড়েই চলছে। আর একই সাথে সুইস ব্যাংক সম্পর্কে বাংলার আম জনতার কৌতূহলও বেড়ে চলছে।তাদের কৌতূহল মিটাবার জন্যে অধমের এই টিউনটা লেখা। আশাকরি ভাল লাগবে।
একসময় সুইস ব্যাংক ছিল কিন্তু এখন আর সুইস ব্যাংক বলে কিছু নাই। জি হ্যাঁ ! ঠিকই পড়েছেন। এই ব্যাংক প্রতিষ্ঠা হয় ১৮৫৪ সালে এবং ১৯৯৮সালে বন্ধ হয়ে যায়। তাইলে এত যে সবাই সুইস ব্যাংক সুইস ব্যাংক করে তা কি ফাও ? জিনা। সুইস ব্যাংক বলে এখন কোন একক ব্যাংক নাই। কিন্তু Swiss Financial Market Supervisory Authority (FINMA) এর অধীনে সুইজারল্যান্ডের সকল ব্যাংক যেমনঃUBS,Credit Suisse ইত্যাদিই বর্তমানে সুইস ব্যাংক বলে পরিচিত।ক্লিয়ার ?
এই প্রশ্নের সহজ উত্তর: চুরির টাকা রাখিবার জন্যে সবচাইতে নিরাপদ বলিয়া। জি হ্যাঁ ! সুইস ব্যাংকগুলো যে দেশ-বিদেশের পাচার করা কালো টাকার অভয়ারণ্য হয়ে উঠেছে, তার ইতিহাস বহু আগের। প্রায় ৩০০ বছর আগে থেকেই সুইজারল্যান্ডের ব্যাংকে গোপন অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখার ব্যবস্থা চালু ছিল। ফ্রান্সের রাজাদের সঞ্চিত অর্থ গোপন রাখার প্রবণতা থেকেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল বলে জানা যায়। ১৭১৩ সালে জেনেভার সিটি কাউন্সিলে যে আইন করা হয়, তাতে গ্রাহকদের অ্যাকাউন্টের হিসাব গোপন রাখার বিধান চালু করা হয়। কেবল গ্রাহক ছাড়া অন্য কারও কাছে অ্যাকাউন্ট–সম্পর্কিত তথ্য জানানো ছিল নিষিদ্ধ। মূলত তখন থেকেই বিভিন্ন দেশ থেকে অর্থ পাচার করে সুইজারল্যান্ডের ব্যাংকে রাখার প্রবণতা শুরু হয়েছিল।
বর্তমানে অবশ্য আর ব্যাংকের কাছেও পরিচয় গোপন রেখে (অ্যানোনেইমাশলি) অ্যাকাউন্ট খোলা যায় না। তবে Numbered Accounts খোলা যায়। (গ্রাহকের লেনদেনের তথ্য গোপন রাখার জন্যে তার নামের পরিবর্তে কিছু নাম্বারের সাহায্য নেয়া হয় এমন অ্যাকাউন্ট)
Union Bank of Switzerland ১৯৯৮ সালে the Swiss Bank Corporation এর সাথে যুক্ত হয়। এটিই বর্তমানে সবচেয়ে বড় সুইস ব্যাংক হিসেবে পরিচিত। এর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৯৮২.৫ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
এটি দ্বিতীয় বৃহত্তম সুইস ব্যাংক। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮৭৮ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এটি বর্তমানে ৫০টিও অধিক দেশে কাজ করছে ও প্রায় ৪৫০০০ কর্মকর্তা, কর্মচারী রয়েছে।
#৩ Swiss Raiffeisen
#৪ Zurich Cantonal Bank
#৫ Julius Baer
এখানে আপনি আপনার জরুরী সব ডাটা অত্যান্ত নিরাপত্তার সাথে রাখতে রারবেন। পাহাড়ের মধ্যের এই ভোন্ড গুলো পারমানবিক বোমা থেকেও সুরক্ষিত।
আরেকদিন কমুনে ! সবাইকে রমজান মোবারক। আসসালামুয়ালাইকুম।
আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা একাউন্ট খুলব, কিভাবে খোলা যায় সেইটা বলেন?