নতুন প্রতরণা খেকে নিজেকে বাঁচান (usaearning / twodollarclick) ইত্যাদি। সম্প্রতি নতুন করে আবার ও সাধরণ মানুষকে ধোকা দিতে শুরু করেছে। আমারি এক ছোট ভাই গতকাল আমার কাছে এসে কাঁনদা কাঁটি শুরু করলো। আমি ওকে বললাম কি হয়েছে।
ও বল্ল ভাইয়া আমি usaearning ৫ টি
৬ মাসের জন্য ৫০ ডলার। ৫ * ৫০ = ২৫০ ডলার আমার শেষ করে দিল।
আমার account এ ২১ ডলার আছে। ৫০ ক্যাশ আউট করছি পেনডিং ৭ দিন ধরে মনে হয় না আর পাওয়া যাবে।
এবার একটু সাধরণ বুদ্ধি দিয়ে ভাবুন (This Is Very Power Full Earning System You Will Earn Daily Upto 5$ )
মনে করেন আপনার ২০ টি পিসি আছে ৫ * ২০ টি আউডি = ১০০ প্রতিদিন । ১০০ * ৩০ দিন ১ মাস = ৩০০০ ডলার (বাংলা টাকা ২৩৪০০০০) ৩০ সেক: ৬০ সেক : ভিডিও এড দেখে কোন পাগল আপনাকে এত টাকা দেবে ?
কথায় আছেনা অতি লোভে গলায় দড়ী আমি আমার ছোট ভাই কে বল লাম।
এবার আমার নিজের ঘটনা ।
twodollarclick.com
এটা আমি ২০১৪ এর প্রথম দিকে শুরু করেছি।
১০০৫ ডলার ক্যাশ আউট করেছি Feb 01 2014 এখন ২০১৫ শেষের দিকে ১ বছরেও টাকা দেবের নাম নেই মনে টাকা তো দেবেই না usaearning এবং twodollarclick একদম ছেম টু ছেম।
১৭ টি ভিডিও এড দেখলে ৩৪ ডলার ফ্রি একাউন্ট মনে করুন আপনার ৫০ টি একাউন্ট আছে ৫০ * ৩৪ = ১৭০০ ডলার প্রতিদিন এবার ১৭০০ * ৩০ দিন = ৫১০০০ ডলার মাসে (বাংলা টাকা ৩৯৭৮০০০) । ভাই সকলে মনে হয় এটা ঘুমিয়ে নিজেই স্বপ্ন দেখা ভাল বাস্তবে দেখতে গেলে আমার ছোট ভাই টার মত হবে। ডলেনচার সহ / সেরাটি সহ অনেক কোম্পানী বাঁশ দিয়ে গেছে নতুন করে আর আকরে আলা বাঁশ নিয়েন না।
আমার এই টিউন টি মূলত নতুন সব ছোট ভাইয়েদের জন্য অজথা সময় নষ্ট করবে না। দেশে এখন অনেক আইটি ফ্রাম শিখে রিয়েল কিছু করেন। (টিউন টা শেয়ার করবার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো করণ আজ আমার ছোট ভাই প্রতরণার শিকার হয়েছে কাল যে আপনার ভাই হবে না এর কি ভরসা আছে)
সাবাই ভাল থাকবেন।
আমি কেকে মতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেকেই পিটিসি সাইট এ কাজ করে টাকা উপার্জনের জন্য ! ২-৩ মাস কাজ করার পর তারা হাল ছেড়ে দিতে বাধ্য হয় (not all ptc) । এই সময় টা যদি বিটকয়েন কালেক্ট করার পিছনে দেওয়া যেত তবে অনেক টাকাই ইনকাম করা যেত ।
তবে ২-১ টা বিটকয়েন এর সাইট থেকে কয়েন আর্ন করে আপনি কিছুই করতে পারবেন না । যত বেশি সাইট হবে , আপনার আর্ন ও তত বেশি হবে।
পিটিসি সাইট থেকে ডলার নেওয়ার জন্য যেমন, পেজা, নেটেলার এর দরকার পরে, বিটকয়েন নেওয়ার জন্য তেমন কয়েনবেস এর মত সাইট এর দরকার পরে ।
নিচে ২০ টি বিটকয়েন সাইট এর লিঙ্ক দিলাম, ঠিকভাবে কাজ করলে মাসে 20$ ডলার বা তার বেশি ইনকাম করতে পারবেন …http://topvirtualworld.blogspot.com/2015/06/ptc-bit-coin.html