সেরা ৩ ট্যাবলেট কম্পিউটার; ট্যাবলেট বাজার এখন এদেরই দখলে

মুভি দেখা ও গেমিং এর জন্য ট্যাবলেট এখন বেশ জনপ্রিয়ও। তাই বিভিন্ন ওয়েব ও ভিডিও এর সাথে সামঞ্জস্য রেখে আমার মতামতে বর্তমানে সেরা ৩ ট্যাবলেট।

1. Surface Pro 3

ট্যাবলেট আর ল্যাপটপ কোন দিক দিয়েই একে পিছনে ফেলা যাবে না। এর ৪ টি ভার্সন আছে মুল্যের উপর ভিত্তি করে। সর্বচ্চ হল কোর আই-৭ ৫১২ জিবি ভার্সন। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি হার্ডডিস্ক সাথে এসডি কার্ড স্লট। অবশ্যই ইন্টেল কোর আই-৭ প্রসেসর। ১২ ইঞ্চি এর এই ট্যাবলেট এ রয়েছে ২১৬০*১৪৪০ রেসুলুশন যা করনিং গরিলা গ্লাস ৩ দ্বারা প্রটেকটেড মাইক্রোসফটের ক্লিয়ার ব্ল্যাক ডিসপ্লে। ট্যাবটি আপনি ল্যাপটপ হিসেবেও ইউস করতে পারবেন।

আমার দেখা এর সেরা ইউটিউব রিভিউঃ

2. Nexus 9

আন্ড্রইড ট্যাবলেট এর মদ্ধে হয়ত এইটাই সর্ব সেরা। গুগল এর ব্যক্তিগত এর ডিভাইসটিতে আপনি পাবেন সর্বশেষ ওএস ভার্সন। এইচটিছি এর তৈরি এই ডিভাইস এর বিল্ড কুয়ালিটি মিডিয়াম। তবে এর স্পিকারটি হয়ত কয়েকটি সেরা ট্যাবলেট এর মদ্ধে অন্যতম। ২ জিবি র‍্যাম ও টেগ্রা কে১ চিপ এর সাথে এর পারফরমেঞ্চও যথেষ্টই ভাল।

ইউটিউব রিভিউঃ

3. iPad Air 2

অ্যাপেল এর সেরা ট্যাবলেট এটি। এটিই অ্যাপেল এর প্রথম ও বর্তমানে একমাত্র ২ জিবি র‍্যাম এর ডিভাইস বাকি সব ১ জিবি। অ্যাপেল সব সময়ের মত এই ট্যাবলেটটিতেও তাদের সর্বচ্চ প্রযুক্তি ব্যবহার করছে। এতে রয়েছে ফিঙ্গার স্ক্যানার। ডিজাইন এর দিক দিয়েও এই লিস্ট এ এটিই সব সেরা ট্যাবলেট সাথে এর রেয়েছে সেরা এক ডিসপ্লে। আপনি মুভি ফ্রিক হলে এটিই হতে পারে সেরা চয়েস।

ইউটিউব রিভিউঃ

 

মোবাইল বা ট্যাব কেনার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি    এ।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর কিন্তু কেনার টাকা নেই। কবে যে আমাদের দেশে এসব তৈরি হবে।

    হবে না। বাংলাদেশ এর টেকনোলজির সব উন্নতি ব্যাক্তি গত আর ট্যাব অথবা মোবাইল এর ক্ষেত্রে সরকার কে কিছু সাহায্য করতেই হবে, যা অসম্ভব।

Level 0

Kono Jinis Er Protie Apnar Akonson Kub Besi Din Thakay Na. Akta Jinis Kinlay Highest 1 Year Attraction Thakbay. Than u Loss ur Appeal. Ate Bastob. Tobay Akon EMI System Jay Ku Chowa Matro e kintay paray sob.