বাংলাদেশের জনপ্রিয় কিছু ওয়েবসাইট এর বর্ণনা

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সাইট ধরলে আগে ফেসবুক তারপর গুগল এর কথাই বলতে হয়।

কিন্তু সে গুলো ছাড়া আমাদের দেশের যে সব সাইট জনপ্রিয় আমি সেগুলোই আলোচনা করবো। টিউন টা খুব বড় হয়ে যাবে বলে

কয়েকটি পর্বে বিভক্ত করে দিলাম। সাইট গুলোতে ভিজিট করতে নাম গুলোর উপর ক্লিক করুন।

কোন পিকচার দিতে পারবো না

আগে শুরু করি অনলাইন নিউজ পেপার দিয়ে।

১। প্রথম আলো

এটা বাংলাদেশি সকল সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

এটার বাংলাদেশি এলেক্সা র‍্যাঙ্ক ৫

গ্লোবাল র‍্যাঙ্ক ৯৯৩

বিডি নিউজ ২৪

এটা নিউজ সাইট এর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশি সকল সাইটের মধ্যেও ২য়।

এটার এলেক্সা বাংলাদেশি র‍্যাঙ্ক ৭

গ্লোবাল র‍্যাঙ্ক ১৭৫৩

৩। বাংলা নিউজ ২৪

এটার পজিশন নিউজ সাইট এবং অন্যান্য বাংলাদেশি সাইটের মধ্যে ৩য়

এটার এলেক্সা বাংলাদেশি  র‍্যাঙ্ক ১০

এলেক্সা গ্লোবাল র‍্যাঙ্ক ২৪৩৭

৪। বাংলা মেইল ২৪

নিউজ এবং সকল বাংলাদেশি সাইটের হিসেবে এটার পজিশন ৪।

এটার বাংলাদেশি এলেক্সা র‍্যাঙ্ক ১৫

এবং গ্লোবাল র‍্যাঙ্ক ৪৬০০

৫। কালের কন্ঠ

কালের কন্ঠের অনলাইন ভার্শন বাংলাদেশি সকল সাইট এবং নিউজ সাইটের মধ্যে ৫ম।

এই সাইট টির বাংলাদেশি এলাক্সা র‍্যাঙ্ক ১৬

এবং গ্লোবাল র‍্যাঙ্ক ৪৭৬৮

৬। বিডি জবস

চাকরির খবর ভিত্তিক এই সাইট টির পজিশন বাংলাদেশি সকল এবং নিউজ সাইটের দিক থেকে ৬ষ্ঠ ।

এই সাইট টির বাংলাদেশি এলেক্সা র‍্যাঙ্ক ১৮

এবং গ্লোবাল র‍্যাঙ্ক ৫০২৩।

৭। নয়া দিগন্ত

বাংলাদেশের জনপ্রিয় নিউজ পেপার টির অনলাইন ভার্শন টির পজিশন

নিউজ সাইটের দিক থেকে ৭ম

বাংলাদেশি সাইটের দিক থেকে ৯ম।

এই সাইট টির বাংলাদেশি এলেক্সা র‍্যাঙ্ক ২৫

এবং গ্লোবাল র‍্যাঙ্ক ৬৩২৩

৮। সময়ের কন্ঠস্বর

অনলাইন ভিত্তিক এই নিউজ সাইট টিও মোটামুটি ভালোই জনপ্রিয়।

নিউজ সাইটের দিক থেকে এর অবস্থান ৮ম

বাংলাদেশি সকল সাইটের মধ্যে এর অবস্থান ১০ম

বাংলাদেশে এর এলেক্সা র‍্যাঙ্ক ২৫

এবং গ্লোবাল এলেক্সা র‍্যাঙ্ক ৬৪৭৭

৯।  দি রিপোর্ট ২৪

অনলাইন নিউজের এই সাইট মোটামুটী ভালোই জনপ্রিয়

এর বাংলাদেশি নিউজ হিসেবে অবস্থান  ৯ম

সকল সাইট হিসেবে এর অবস্থান ১১ তম

বাংলাদেশি এলেক্সা র‍্যাঙ্ক ২৭

গ্লোবাল এলেক্সা র‍্যাঙ্ক ৭০৮৫

১০। এমটি নিউজ ২৪

এই সাইট টির নিউজ সাইট হিসেবে বাংলাদেশে অবস্থান ১০

বাংলাদেশি সাইট এর দিক থেকে অবস্থান ১২ তম

বাংলাদেশে  এলেক্সা র‍্যাঙ্ক ২৮

গ্লোবাল এলেক্সা র‍্যাঙ্ক ৮৫৪৪

এছাড়াও এরপর আছে মানবজমিন, রাইজিং বিডি, যুগান্তর, ২৪ লাইভ নিউজপেপার ইত্যাদি

তো দেখলেন যে সাইটের দিক থেকে বাংলাদেশে নিউজ এর সাইট  গুলাই উপরে।

আর টেকটিউনস এর ইদানিং ভালোই ডিমেশোন হয়ে গেছে বাংলাদেশে  এর অবস্থান ৩৭। গ্লোবাল ৮১৪২।

এইটা গ্লোবাল আগে দেখেছিলাম ৭৫১৪ ছিলো।

 

এরপরে বাংলা ১০ টি জনপ্রিয়  ব্লগ নিয়ে লিখবো। খুব তারাতারিই লিখবো। এই সিরিজ টা  ৭ দিনে শেষ করে দেবো।

 

যদি সামান্য কিছু হেল্প করতে পেরেছি আমি তাতেই সার্থক।

আমার সাইট ঘুরে আসতে পারেন এখান থেকে

ফেসবুকে আমি এখানে

বিস্ময় উত্তরে আমি এখানে

Level 0

আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস