আসসালামু আলাইকুম। টেক টিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? ভালো না থাকলেও ভাল হয়ে যাবেন ।
কারন আজ থেকে Microsoft দিচ্ছে Windows 8 ইউজারদের Windows 10 এ যাবার ফ্রি সুয়োগ । তবে Windows 8 Trial version যারা ব্যাবহার করছেন তারা এ সুযোগটি পাবেন না ।
Microsoft এর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল Windows 7 । তবে এবার তারা আশা করছে Windows 10 ই হবে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম । এর আগে Windows 8 এ Microsoft আশানুরুপ জনপ্রিয় হতে পারেনি । তাই তারা Windows 7 এর মত Windows 10 এ Start মেনু ফিরিয়ে নিয়ে এসেছে ।আরও অনেক Feature নিয়ে আসছে Windows 10 । Windows 10 এর লক্ষ্য পিসি, ল্যাপটপ, মাইক্রোসফট ফোন, টেবলেট, এবং সবার ব্যাবহারের মধ্যে আনা। এই লক্ষ্য নিয়ে জুলাই মাসে সবার জন্য উনমুক্ত হচ্ছে উইন্ডোজ ১০, তবে উইন্ডোজ ৮ উজাররা তার আগেই পাবেন উইন্ডোজ ১০।
তো এবার আসি কি ভাবে Widows 8 থেকে Windows 10 এ যাবেন ।
আপনার পিসিতে যদি নেটকানেক্ট থাকে তাহলে Task bar এ windows এর মতো একটা icon চলে আসবে সয়ংক্রিয়ভাবে ।
Windows icon এ click করার পর নিচের মত উইন্ডো ওপেন হবে
এর পর আপনাকে Windows 10 এর জন্য request submit করতে বলবে,Request submit হওয়ার পর , যখন আপনার request accept হবে তখন আপনাকে notification এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । Windows 10 এর সাইজ হচ্ছে ৩ জিবি। আপনাকে ৩ জিবি ডাউনলোড করতে হবে ।
ধন্যবাদ সবাইকে ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই