নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, অতঃপর হোয়াইটওয়াশ!

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, অতঃপর হোয়াইটওয়াশ!

বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই দ্রুত গতিতে উন্নতি করেছে যদিও তা বর্তমানে অন্যান্য দেশের তুলনায় কম মনে হয়, কিন্তু যে হারে বাংলাদেশ উন্নতি করছে তা বিশ্বের যেকোন দেশের তুলনায় দ্রুত গতির। সকলেই জানি যে টিম হিসেবে সব চেয়ে দ্রুত উন্নতি করেছে শ্রীলঙ্কা, কিন্তু এখন বাংলাদেশ তারচেয়েও দ্রুত এবং আশাতীত ভাবে উন্নতি করছে। যদি তা ছন্দময় না। নানা রকম বাধা বিপত্তিতে ভরা, বিশেষ করে আজ ভালো তো কাল খুব খারাপ এরকম খেলার কারণে। কিন্তু এবার আর তা হল না। যদিও ব্যাটিং দিকে তেমন আশাতীত ফল পাওয়া যায়নি। কিন্তু বোলিংও ফিল্ডিং এ অসাধারণ নৈপুন্ন প্রদর্শন করে বাংলাদেশ প্রথমে সিরিজ, অতঃপর নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়্যাশ করল!

এর আগে ওয়ান্ডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কে হোয়াইটওয়্যাশ করলেও নিজেরা হোয়াইটওয়্যাশ হয়েছে বহুবার। কিন্তু এবার যা করল তাতো রীতিমত চমকপ্রদ ব্যাপার। বাংলাদেশ এবারই প্রথম বার রেঙ্কিং-এ নিজের চেয়ে উপরে থাকা টিমকে হোয়াইটওয়্যাশ করে গোহারা হারিয়েছে। এতে আমিতো বটেই সমগ্র টেকটিউনস পরিবার তথা সমগ্র দেশবাসী আনন্দের জোয়ারে ভাসছে।

আজকের ম্যাচে রুবেল চার উইকেট পেয়ে ম্যান অফ দা ম্যাচ, সাকিব সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী এবং সিরিজে সর্বোচ্চ রান- এর জন্য ১২০০+১২০০=২৪০০ ডলার এবং ম্যান অফ দা সিরিজ হয়ে ২০০০ ডলার পেয়েছে। আর কাপ তো পেয়েছেই।

বাংলাদেশের জন্য আজ অনেক বড় এক প্রাপ্তির দিন। যদিও সিরিজ শেষে খোভ একটউ থাকছেই বাংলাদেশের ব্যাটিং নিয়ে। এ বিষয়ে বাংলাদেশকে অনেক হার্ড অয়্যার্ক করতে হবে।

সামনেই আর মাত্র চার মাস পরেই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আর সেখানে যদি একই পারফরম্যান্স {ব্যাটিং উন্নতি সহ} ধরে রাখতে পারে তো বাংলাদেশের জন্য খুব বড় একটা কিছু অপেক্ষা করছে সামনে।

*প্লিজ কেউ সমালোচনা করেন না, প্রয়োজন বোধে কয়েকদিন পড়ে লেখাটি মুছে ফেলা হবে।

লেখাটি আমার ব্লগে প্রকাশ করেছি।

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

:D:D সাবাস বাংলাদেশ :D:D জ্বলে পুড়ে মরে ছাড়কার তবু মাথা নুয়াবার নয় 😀

স্কোরবোর্ডে মাত্র ১৭৪ রান। ফিল্ডিংয়ে তিনটি ক্যাচ পড়ল। তার পরও জয়! দলটা অস্ট্রেলিয়া না তো?
কাদের কথা বলা হচ্ছে সেটা এখন সবাই জানে। দলটার নাম আসলে বাংলাদেশ।
………বেশ বেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ …….