ফেসবুক যতটা মানুষের সাথে মানুষের Good Relation তৈরী করে তার চেয়ে আমার মনেহয়। সম্পর্ক নষ্ট করে পরিমান বেশী ।।
আজ মানুষের সাথে মুনেষের বিশ্বাস শূন্যের ঘরে। কেউ কাইকে বিশ্বাস করছেনা ফেসবুকের কারনে। এতটা কাছে হয়েগেছে মানুষ গুলো যে এখন আলাদা হওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে সাবাই।
এর কারন গুলো হলো :-
কে কাকে Like দিল না।
কে Pic Comment করে না ।
কে Chat এ আছে কিন্তু কথা কলছে না ।
কে ফেসবুকে একটা অনুরোধ করলো কিন্তু রাখলো না।
কে কাকে Birthday তে Wish করলো না ।
কে কার ছবিতে Like করে আপনার ছবিতে করেনা।
কে ফেসবুকে বসে সবার সাথে Chat করে কিন্তু আপনার Chat এর Replay করে না।
কে আপনার কোন Friend এর সাথে Friend হয়ে গেয়ে কিন্তু আপনি কিছুই জানে না ।
কে আপনার ফেসবুকের সব Friend এর সাথে Link হয়ে গেছে আপনি হতে পারলেন না ।
কে কত বেশী মেয়ের ছবিতে Like করে ।
কে কত বেশী ছেলেদেরে Friend Request Accept করে ।
কে কার Friend Request Accept করলোনা কেন ।
কে আপনাকে Unfriend করলো ।
কে Block করলো।
কে বাজে Comment করলো ।
কে শুধু প্রচুর ছবি Tag করলো ।
কে Tag Remove করলো ।
কে কাকে page এ Invite করলো কিন্তু Page এর Like রলাে না ।
কোন ভাল Friend এখন আর Chat নককরে না।
একাথে ছবি তুললো কে কার ছবি Share করলোনা।
কে প্রচার Friend Request পাঠায়।
কে কার অনুমতি ছাড়া । Group এর Add করলো।
কে শুধু মেয়েদের Friend Request পাঠায়।
কে কার বান্ধুবীকে Friend Request করলো ?
কে তার ছেলে বন্ধুকে Massage দেয়।
কে কে অশ্লীল ছবি Share করে ।
কে অশ্লীল পেজে লাইক দেয়।
কে কত Like পেল সেটা নিয়ে গর্ব আর মন খারাপ করা
ইত্যাদি বিভিন্ন রকম কারনে আজ ফেসবুকে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে। অথচো টা একটা তৈরি হয়েছিল মানুষের সামাজিক বন্ধুত্বর বন্ধন আরো ভাল করার জন্যে। কিন্তু আজ সেটা দেখা যায় না । আমিএটা ব্যবহারের বিরোধী নাই আমি চাই এটা ব্যবহার করতে শুধু নিজেকে তুলে ধরতে। নিজের প্রতিভাকে নিজের সামাজিক ব্যপারটা আরো দৃড় করতে ব্যবহার করুন। Publicity করার জন্যে ব্যবহার করুন।
মানুষের কিছুটা হলেও একজন অন্যজনের দ্বারা কিছুটা হলেও যেন উপকৃত হন সেইটা তৈরি করা প্রয়োজন।
আমার ফেসবুক পেজ আশাকরি সাথে থাকবেন। https://www.facebook.com/AminIslamFilmMaker
আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকের কারনে বাড়ছে পরকীয়া, ভাঙতেছে সংসার। নস্ট হচ্ছে নৈতিকতা। তবে কে কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করে তার ফল।