সাবধান: অনলাইন বেচাকেনায় প্রতারণার একটা পদ্ধতি। হয়তো আপনি জানেন না। দুইমিনিট সময় দিয়ে পুরোটা পড়ুন। উপকৃত হবেন।
পদ্ধতিটা আমার শোনা। পাঠকের সুবিধার্থে কয়েকলাইনে গল্পাকারে দিলাম।
বিক্রয় ডট কম এ মোবাইল বিক্রয়ের বিজ্ঞাপন দিল মেহের। ৩০,০০০ টাকা। মোবাইলের বর্তমান মার্কেট দাম ৩৮,০০০ টাকা। ৩০ দিলে ক্রেতা মিনিমাম ২৫,০০০ টাকা বলবে। এই আশায় ফোনের অপেক্ষায় থাকলো সে। কয়েকজন ফোন করে ২০-২২ বললো।
একজন ফোন করে কোনরকম দরদামছাড়াই ৩০,০০০ দিতে রাজি হয়ে গেল। মেহেরের উচিত ছিল তখনই সন্দেহ করা। সে বেশি টাকা পাওয়ার ভ্রমে মজে গেল। এখানে বলে রাখি- বেশিরভাগ প্রতারকই আপনার এই দূর্বলতাকে কাজে লাগাবে।
দেখা করলো তারা একটা চায়ের দোকানে। ক্রেতা বললো:"এখানে অনেক মানুষ। মানুষ নাই এমন জায়গায় গেলে ভালো হয়।"
মেহের:"কেন?"
ক্রেতা: "আসলে এখানে এতো মানুষ আমাকে মোবাইলটা নিতে দেখলে পড়ে যাওয়ার পথে যদি কোন সমস্যা হয়-তাই।"
মেহের: "ও, ঠিক আছে। চলেন তাহলে।"
একটা নিরিবিলি স্থানে যাওয়ার পর...
ক্রেতা: "আমি এই মোবাইলটা একজনকে গিফট দিব। আমার বাক্সসহ লাগবে, ভাই।"
মেহের: "সমস্যা নাই, বাক্স আছে।"
মোবাইলটা কয়েকমিনিট দেখে ক্রেতা বলল: "আমার আসলে সময় খুব কম, ভাই। আমি এটা এখনই র্যাপিং পেপার (গিফট পেপার) দিয়ে মুড়ে আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিব। আমার ছোট ভাই আসতেছে। ওর আর পাঁচ-দশমিনিট লাগবে। ততক্ষণে আমরা টাকা লেনদেন আর এটাকে গিফট পেপার দিয়ে মুড়ে ফেলার কাজটা করে ফেলি। কি বলেন?"
মেহের: "আচ্ছা।"
ক্রেতা: "আপনি একটু দাঁড়ান আমি একটা গিফট পেপার নিয়ে আসছি।"
তখন মোবাইল এবং বাক্স মেহেরের হাতে। সে বলল, "আচ্ছা, নিয়ে আসেন।"
ক্রেতা লোকটা গেল আর আসল। এতো দ্রুত গিফট পেপার কোত্থেকে কিনে আনল সেটা মেহের ভাবল না। তার টাকা পেলেই হবে। এতোকিছু বোঝার দরকার নাই।
আসলে লোকটার পকেটেই গিফট পেপার ছিল। জাস্ট বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এইটা করলো। ভাব দেখালো সে আসলেই এটা গিফট দিবে কাউকে।
ক্রেতা: "প্লিজ, ভাই আমাকে একটু মুড়তে সাহায্য করেন। আমি মুড়ছি আপনি টেপটা লাগিয়ে দেন।"
আরো অনেক কথা বলতে বলতে মেহেরের মনোযোগ কথার দিকে ধরে রাখল লোকটা। আর অন্যদিকে বাক্স গিফট পেপার দিয়ে মোড়ানোর সময় মোবাইলটা নিজের পকেটে ঢুকিয়ে পকেট থেকে মোবাইলের ওজনের সমান একটা পাথরের টুকরা বাক্সের ভিতর রেখে গিফট পেপার দিয়ে মুড়িয়ে দিল। পুরো কাজটা করলো কয়েক সেকেন্ডে। মেহের এদিকে কথা বলায় আর টেপ খুলতে ব্যস্ত। সে খেয়ালই করলো না এই ইন্টারচেঞ্জটা।
মোড়ানো শেষ। এবার টেপ লাগানোর পালা। সেই সময় ক্রেতা লোকটার একটা ফোন আসল। ফোনে কথা বলে লোকটা বলল তার ছোট ভাই এসেছে। সে তার ছোট ভাইয়ে নিয়ে আসতেছে ততক্ষণে মেহের টেপ লাগিয়ে মোড়কের কাজটা সম্পূর্ণ করে ফেলুক।
মোবাইলের বাক্সটা তখন মেহেরের হাতে। সে ভাবল মোবাইল তো আমার কাছেই আছে। কিন্তু সে জানেনা মোবাইল তখন লোকটার পকেটে আর তার হাতের বাক্সে আছে একখন্ড পাথর যার ওজন মোবাইলের মতই।
এরপরের অংশ তো বুঝতেই পারছেন। লোকটা সেই যে গেল আর এলোনা। অনেক্ষণ অপেক্ষার পর মেহেরের সন্দেহ হল। লোকটার মোবাইলে ফোন দিল। সুইচড অফ। প্যাকেট খোলে দেখল ভিতরে একটুকরো পাথর। এরপর আর কি!! উদভ্রান্তের মত রাস্তায় কিছুক্ষণ লোকটাকে খুঁজে বেড়াল। কিন্তু পেলনা।
যারা অনলাইনে বেচাকেনা করেন খুব সাবধানে করবেন। ধন্যবাদ।
প্রতারণা হতে বাঁচতে প্রতারণার বিভিন্ন পদ্ধতি জানতে এই ফেসবুক গ্রুপে ( https://m.facebook.com/groups/330465627152850) যোগ দিতে পারেন এবং আপনার জানা প্রতারণার পদ্ধতি অন্যদের সাথে শেয়ার করতে পারেন। পদ্ধতি জানা থাকলে আমরা প্রতারণার ফাঁদে পা দিবনা।
আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সাংঘাতিক ব্যাপার তো । সাবধানে কেনা-বেচা করতে হবে ।