অনেক দিন আপনার শর্টফিল্ম মেকিং করার ইচ্ছা ? কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না ?

হ্যাঁ অনেকেই ইচ্ছা হয় নিজের মত করে একটা Film Make করার কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেননা কি ভাবে বা কিদিয়ে শুরু করবে। কিভাবে এটা মেক করবে। কি গল্প দিয়ে শুরু করবে। হ্যাঁ আমি আপনাকে কিছু ব্যপারে বলবো যে গুলো আপনার কাজের জন্যে কিছুটা হলেও নতুনদের জন্যে সহায়ক হবে। আপনি প্রথমতো যেই কাজের ধাপ গুলো অনুসরন করবেন তা হলো।

  • প্রথমেই আপনার সুযোগ সুবিধার কথা চিন্তা করুন, যে আপনার কতটুকু সাধ্য রয়েছে। যেমর আপনি বিমান ভেতরে একটা কিছু দেখাতে চাচ্ছেন কিন্তু আপনার তা সাধ্যনেই তাহলে আপনাতে গল্পটা সেভাবে বাছাই করুন।
  • অভিনেতা বাছাই করতে হবে কে কে কাজ করতে চায় ? কাকে কোথায় মানায় তা সবাই বসে ঠিক করে নিন।
  • এবার Location ঠিক করে নিন কোথায় কোন শ্যুটিং করবেন তা ঠিক করুন।
  • কার কেমন Dress হবে কে কখন কোন সর্টে কোন Dress পড়বে তা ঠিক করুন এবং লিপিবদ্ধ করুন।
  • একটা Camera Manage করুন। সেটা DSLR বা Camcorder ও হতে পারে।
  • Camera Shot এর ব্যপারে ধারনা নিন। Settings ভাল করে দেখেনিন। আপনি কি Format এর ভিডিও করবেন সেটা ভাল করে জানুন।
  • Clear Sound পেতে Boom Mic ব্যবহার করতে পারেন।
  • শ্যুটিং এর নামার আগে সব Manage করে নামুন যেমন Camera Battery তে চার্জ আছে কিনা কতক্ষন কাজ করা যাবে সেটা দিয়ে, Memory তে যায়গা কতটুকু এসব ব্যপারে জেনে শুনে কাজেনামা উচিৎ।
  • যদি নতুন মেকার হন তাহলে অবশ্যই এই ধারনাটা মাথায় রাখা উচিৎ কোন Shot এর সাথে কোন Shot যায় এবং একটি Shot এর সাথে অন্য Shot এর মিল আছে কিনা নেটা প্রতি খেয়াল রাখা।
  • নির্ভূল অভিনয় এবং নির্ভূল Dialog যেন হয় সেটার দিকে খেয়াল রাখা।
  • Continuity ঠিক রাখা যেন কোন অমিল না থাকে। যেমন একটি Long Shot এ যেমন ছিল ঠিক কেমন অবস্থায় Close Shot এর Continuity ঠিক রাখা।
  • এবার Edit Panel এ যেয়ে সুন্দর ও নিভূর্ল সর্ট গুলো বাছাই করে একত্রিত করে একটা সুন্দর Sequence অনুযাই বসিয়ে প্রথমে Edit শেষ করো।
  • খুব ভাল Music Add করো, শুনতে যেন বিরক্তিকর না লাগে।
  • Music Edit করার সময় খেয়াল রাখবে যেন খুব বেশী Out Noise কমানো হয়ে থাকে। এবং ভাল স্পস্ট Dialog করার জন্যে Dubbing Voice নিতে পারো। সেটা বাসায় বসে Mouth Phone বা Boom দিয়ে কাজটা করতে পারো।
  • তারপর ফিল্ম টা বের করার পর সবাই বসে এটার কিছু ভূল আছে কিনা সেটা সবাই খোজার চেষ্টা করো।
  • এরপর সেটা Online বা YouTube এর ছাড়তে পারো। বা তুমি এটার প্রচার করার জন্যে ছাড়ো।

এই হলো ব্যপার গুলো। আরো অনেক বিষয় আছে যা তোমরা আরো শেখার চেষ্টা করবো। কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। আমার পেজের সাথে থাকো। আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করবো।
ধন্যবাদ।
https://www.facebook.com/AminIslamFilmMaker

 

Level 0

আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম সুন্দর একটি টিউন। যারা বিনোদন/মিডিয়াতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের কাজে আসবে বলে মনে করি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মূল্যবান টিউন করার জন্য।

oneker jonno khubi kajer tune…

শর্ট ফিল্ম দেখতে ভালোই লাগে।চালিয়ে যান।

ধন্যবাদ