এখানেই ডট কম বেচা বিক্রির সাইটের কথা বলছিলাম। মানে তারা যে এই বলে বেচে দিন বেচে দিন, কিন্তু বেচে তো দিব, কিন্তু তার আগে তো জানতে হবে এই বেচা বিক্রি কতটুকু নিরাপদ।
এই প্রশ্ন আমার মাথায় আসত না। কারণ এ পর্যন্ত দুয়েকবার হয়ত এখানেই ডট কমের সাইটে গিয়েছি। কিন্তু আজ একটা ইমেল একাউন্টে লগিন করে দেখলাম এখানেই ডট কম থেকে ইমেল এসেছে, "কংগ্রাটস! আপনার একাউন্ট হয়ে গেছে!"
আমি তো অবাক! প্রথমেই স্মৃতিশক্তিকে তোললাম কাঠগড়ায়। এমন কাজ কী কখনো করেছিলাম? মনে পড়ল না। এখানেই ডট কমে একাউন্ট খোলার প্রশ্নই আসে না। ভাবলাম মনে হয় এখানেই হুদা কংগ্রাটস জানাইছে। তা জানাক। কিছু মনে করার মত বিষয় না।
কিন্তু ওয়াল্লা! এরপর এ কী দেখি! আমি নাকী প্যানাসোনিক টিভি বিক্রি করার এড দিছি। এখানেই সাহেব আমাকে ইমেল দিয়ে জানাইছেন আপনার এড প্রকাশ হইছে। এইবার খুশিতে আপনি "ইয়া আলি" বলে লম্ফ দেন!!
মাথা খারাপ অবস্থা! একাউন্ট না চাইতেই এডও পাবলিশ হয়ে গেল। ভাবলাম একবার লিংকে ক্লিক করে গিয়ে দেখি আমার ইমেল দিয়ে যে এড পোস্ট হল তার চেহারা সুরত কেমন।
ইউজার নেম দেয়া হইছে "মুরাদ"। সাবাশ। তবে টিভির ছবিটা দেখে কেমন জানি লাগল। দেখতে ইচ্ছা হল মহান গুগল ইমেজটা নিয়ে কী বলেন। গেলাম গুগল ইমেজ সার্চে। ছবি দিয়া একটা খোঁজ দ্য সার্চ চালানো হল।
তারপর এ কী দেখলাম!
এই হল এখানেই ডট কম , বেচা কেনা দমদমের অবস্থা।
এখন আমার মাথায় তো একদিকে পড়ল ফেক ইমেজ দিয়ে বানানো পেনাসোনিক টিভির এড এবং আরেকদিকে বাজ! ইমেল হ্যাক হলো নাকী!
পরে মোটামোটি নিশ্চিত হলাম ইমেল হ্যাক হয় নি। পরীক্ষার জন্য আরেকটি ইমেল দিয়ে এখানেই ডট কমে একাউন্ট খোললাম। তারা কোন ভেরিফিকেশন লিংক দেয় না ইমেলে। সরাসরি নিবন্ধন করে নেয়। ফোন কিংবা ইমেল কোন ধরনের ভেরিফিকেশন ছাড়াই একাউন্ট খোলা যায় এবং এডও পোস্ট করা যায়। কী ভয়ংকর ব্যাপার!
কিন্তু ব্যাপারটা আরো সিকিউর করা যেত শুধুমাত্র ইমেলে ভেরিফিকেশন লিংক পাঠিয়ে অথবা প্রতি এডে ফোন ভেরিফিকেশনের সিস্টেম রেখে। ফোন ভেরিফিকেশনের সিস্টেম থাকলে এখন জানা যেত আসলে কে আমার ইমেল দিয়ে এই একাউন্ট খোলেছে এবং গুগল থেকে পেনাসোনিক টিভির ছবি সংগ্রহ করে এড দিয়েছে।
এই বিষয়ে অভিজ্ঞরা আরো ভালো বলতে পারবেন। আমি শুধু সচেতনতার জন্য পোস্ট টা দিলাম। এখানেই ডট কমে যত এড দেখা যায় তাদের মধ্যে নিশ্চয়ই একটা অংশ এরকম ফেইক। সুতরাং বেচে দিতে এবং কিনতে সাবধান থাকুন।
সেই এডের লিংক - https://www.ekhanei.com/en/dhaka-city/gulshan/tv-audio-and-video/panansonic-14--color-teleision-11226503
আপডেটঃ
এখানেই ডট কমের সাথে যোগাযোগ করার পরে তারা এড টি সরিয়ে নিয়েছে এবং জানিয়েছে তারা দুঃখিত। ধন্যবাদ তাদের। যেহেতু তারা একটি বেশ বড় প্রতিষ্ঠান অতএব আশা করবো ভেরিফিকেশন বা এরকম কিছু চালু করবে।
আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগার।
ই-কমার্স সাইট গুলো এতোতা মান সম্পন্ন হয়ে ওঠে নি এখনো। চাপার জোরে(এড দিয়ে) চলে এড ব্যবসা। এড বিক্রি করার জন্য আবার এড আর কি । গ্রাহক কতটুকু নিরাপদ বা সেবা পেলো এটা নিয়ে তাদের মাথা ব্যথাব্যাথা নেই। তাদের কতটূকু পকেট ভরলো এটাই মুখ্য হইয়ে গেছে।