একটু একটু করে সবই জানি ফলাফল = 00 [ সবার জন্যে গুরুত্বপূর্ণ পোষ্ট, এড়িয়ে যাবেন না ]

একটু একটু করে সবই জানি ফলাফল = 00 Header টা দেখে একটু অবাক হচ্ছো যে আমিন ভাই আজকে এটা আবার কি দিলো ?
হু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো। আমাদের সমাজে এখন কম্পিউটার প্রেমী অনেক।
সবাই একটু আধটু বিভিন্ন বিষয় ঘাটা ঘাটি করে থাকে। বিভিন্ন বিষয় জ্ঞান লাভ করে থাকে। তারা অনেক কিছু জানে। অনেক কিছু পারে,
পারার জন্যে চেষ্টা করে জানার জন্যে চেষ্টাও করে। এটা খুবি ভাল দিক। খুবি আশার আলো বলাযায়। আমার এমন অনেক ছেলেদের সাথে
কথা হয়েছে যারা একাই কম্পিউটারে

  • Photoshop
  • Graphic Design
  • web design
  • Computer Repairing
  • Ms Office
  • Power Point
  • Blogging

ইত্যাদি সব বিষয়ে একটু একটু করে জানে, হ্যাঁ জানাটা ভাল। কিন্তু আমি এমন একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমিতো এতকিছু জানো যদি তোমাকে একটা Graphic Design এর একটি প্রতিষ্ঠানে Job দেই তুমি পারবে ? বলে না আসলে সেই ভাবে পারি না। আমি পরে বললাম যদি Web Design এর একটি প্রতিষ্ঠানে Job করতে দেওয়া হয় ?
সে বলে না আমি মোটা মুটি পারি তেমন পারিনা। Computer Repairing ? বলে না এগুলো নিজে নিজে শিখেছি সবকিছু পারবো না। প্রথমে দেখা গেল সব কিছু পারে এটা সেটা কিন্তু যখন তাকে Professional মেনের কথা কললাম তখন সে বলছে না সে এত ভাল করে বোঝেনা। আমাদের সমাজে এমন ছেলে অনেক যারা এটা সেটা নিয়ে ঘাটা ঘাটি করে কিন্তু কোনটিই সে ভাল করে পারে না। এই জন্যে দেখা যায় কম্পিউটার Related কাজের কথা শুনে অনেকেই আগ্রহী হলেও প্রকৃত পক্ষে কোনটি ভাল করে পারে না। কিন্তু সব কিছু একটু একটু করে মাথা বোঝাই করে রেখেছে। এই জন্যে অনেক ছেলে-মেয়েদের Job হয় না। কারন একটা প্রতিষ্ঠান আপনাকে একটি Section এ Job দিবে। আপনাকে এই জন্যে একটি ভাল করে জানতে হবে শিখতে হবে। আপনি এরপর যা জানবেন সেটা হলো আপনার কাজের জন্যে। আপনি যখন একটা প্রতিষ্ঠানের Graphic Design তখন আপনাকে কম্পিউটার Repairing করতে হবেনা। এটার জন্যে IT Expert থাকবে সে এগুলো Repairing করবে। আপনি পারলে সেটা আপনার জন্যে ভাল। আপনি আপনার ইচ্ছামত একটা Section বেছেনিন যে আপনি কি বিষয়ে Professional হবেন। একটা বিষয়ে নিয়ে ঘাটা ঘাটি করুন একটা বিষয়ে Expert হন। অনেকেই কতদিন Internet থেকে আয়ের পেছনে ঘুরে, এই Webdesign এর পেছনে আবার Blogging , এটা আবার বাদ দিয়ে Graphic Design শেষমেস দেখা যায় কিছু ভাল পারেন না। এত বিষয়ে ছোটা ছুটি করেছেন যে কোন বিষয়ে Expert হতে পারে না। আমি ব্যক্তিগত ভাবে একজন ভিডিও এডিটর বর্তমানে এই পেশায় আছি, এবং Short film Making করছি এর পাশাপাশি বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করছি। আপনিও আপনার পছন্দের একটি বিষয় শিখুন এবং একটি নিয়েই কাজ করুন মনটাকে স্থির করুন। আবারো বলছি আপনি যে কোন বিষয়ে নিজেকে Expert করুন। ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্যে।
এটা আমার পেজ আশাকরি সাথে থাকবেন পেজের সাথে থাকরে খুশী হবো।
https://www.facebook.com/AminIslamFilmMaker

Level 0

আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে অনেক ধন্যবাদ,এই পোষ্টটি পড়ে উপকৃত হলাম।

Level New

mama ami ei dole asi, bastob kajer kotha bolle voy lage karon sob kisu nije sekha,karo help nirdesona paini tai mone hoy ses finishing ta kivabe korbo.amar kaj tar pochondo hobe kina etc,
asole expert der help pele amra onek kisu pari bt alass keu help korena

you are right

দারুন লিখেছেন @ আমি এই রকম অনেক জন কে মাঝে মাঝে পাই @ আমি এটা পারি সব পারি যখন পরিক্ষা নেই তখন বুঝা যায় কেমন পারদশী। ভাল লেগেছে পয়েন্ট টি 😀 পাশাপাশি বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করছি। আপনিও আপনার পছন্দের একটি বিষয় শিখুন এবং একটি নিয়েই কাজ করুন মনটাকে স্থির করুন। আবারো বলছি আপনি যে কোন বিষয়ে নিজেকে Expert করুন।

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার মানুষের মন নিয়ে কথা বলতে ভাললাগে। আমি যখন কথা বলি তখন চেষ্টা করি তার মনের কথাটা আমার মাধ্যমে প্রকাশ করতে।

দারুন লিখেছেন…(আবারো বলছি আপনি যে কোন বিষয়ে নিজেকে Expert করুন।)

    @ইলিয়াছ আহমেদ: ধন্যবাদ 🙂 ভাই আপনাকে আপনি সব সময় আমার লেখা পড়েন এই জন্যে আবারো ধন্যবাদ জানাই। আমার Page এর সাথে থাকবেন।

Level New

@আমিন ভাই vorti hor moto samortho amar nai

আমি আপনার কথার সাথে একমত যেকোনো একটা দিকে স্কয়ার হইতে হবে 😀 Thanx for the টিউন

কথা সত্য

সংক্ষিপ্ত হলেও খুবই মুল্যবান কথা বলেছেন ভাই।।