তুমিও শর্ট ফিল্ম বানাতে চাও ? এসো জেনে নেই Script এর ব্যাপারে কিছু গুরুত্ব পূর্ন বিষয়।

আজ আমি তোমাদের বলবো Film এর Script এর কিছু বিষয়। Script দুই ধরনের করা হয়, Story Script যেটাতে Dialog বা গল্প থাকে আর একটি Shooting Script. যেটাতে Shooting এর Plan লেখা হয়। আজ Story Scrip নিয়ে কিছু লেখেছি। Shooting Script এর ব্যাপারে অন্যে একটি Tune করবো।

Script/Story

  • তোমার Story টা ভাবতে খুব ভাল লাগে, শুনতে খুব মজা, কিন্তু সেটা Film এর রুপ নিলে কেমন লাগবে সেটার বিষয়ে তোমাকে ভাবতে হবে।
  • সব Story Film এ রুপ নিলে ভাল লাগবে এমনটা নয়।
  • Story তে তোমাকে মানুষের মন নিয়ে খেলা করতে হবে ।
  • গতানুগতিক কিছুর চেয়ে একটু Different Story নিয়ে Make করার চেষ্টা করো।
  • সাধারন বা Common বিষয় নিয়ে Story Select করো না।
  • বেশীর ভাগ Story গুলো তোমরা চিন্তা করো এমন। একটা ভাল ছেলে থাকে কয়টা খারাপ বন্ধুদের সাথে মিসে সেও খারাপ হয়ে যায়, একটা মেয়ে কে একটা ছেলে ভালবাসে কদিন পরে মেয়েটা বা ছেলেটা ভূলে যায় এই ধরনের। গুলো এটা Common Story.
  • একটা Script নিয়ে একজন Director কে প্রচুর Table Work করতে হয়।
  • Table Work টা কি ? এটা হলো Story নিয়ে প্রচুর গবেষনা করতে হয়, যে কি ভাবে কি করলে কমেন হবে ? কিভাবে আরো সুন্দর করা যায় এটা নিয়ে সবাই মিলে গবেষনা করা।
  • তোমার Story টা খুব বেশী ভাল লাগবে যদি একটা Good Massage থাকে। আবার Massage দেওয়ার কথা চিন্তা করে মেকিং নষ্ট করোনা।
  • Story তে বাহুল্ল বিষয় গুলো বাদ দাও। একটা Standard করার চেষ্টা করো।
  • Script এর ভাষা সুন্দর করো।
  • Script ছাড়া অনেকেই কাজ করতে শুনেছো আসলে এটা একটা ভূল Information. Dialog হয়তো Script ছাড়া করা হতে পারে কিন্তু Story Script সব সময়ে থাকে। যেমন এটা এটা আমি Story তে রাখবো এই এই বিষয় গুলো থাকবে। এমন একটা Planing Script থাকে এটা করতে হয়। করলে কাজটা সহজ ও গোছানো হয়।
  • আরো ভাল কিছু বানাতে চাইলে কাহিনী নির্ভন কিছু Film দেখতে পারো।
  • কখনো কোন গল্পের অনুরুপ করার চেষ্টা করবে না।

বন্ধুরা তোমরা Scrip এর ব্যাপারে কিছুটা হলেও ধারনা পেলে আরো জানার জন্যে নেটে একটু ঘাটাঘাটি করতে পারো।
আর কোন বিষয় জানতে চাইলে বা প্রশ্ন থাকলে আমাকে জানাও।
আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থেকে : https://www.facebook.com/AminIslamFilmMaker

Level 0

আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটির সবাইকে বাচ্চা মনে হয় ???
তুমি সম্বোধনটা কী মনে করে করলেন ???

সুন্দর হইছে