ক্যামেরা নেই তো কি হয়েছে ? মোবাইল ক্যামেরা দিয়ে শর্ট ফিল্ম মেকিং করো, চমকে দাও সবাইকে।

সামান্য Camera নেই তো কি হয়েছে Mobile Camera দিয়ে Short Film Making করো।
তুমি কি আমার এই প্রস্তাবে রাজি তাহলে পড় আমি বলছি সব কলা কৌশল। কারো পেছনে DSLR, Camcorder এর জন্যে দারে দারে ঘুরতে হবে না । তুমি চাইলে মোবাইল Camera দিয়ে দেখিয়ে দাও তুমিও পারো।
বর্তমান যুগে অনেক কিছুই অনেকর করতে ইচ্ছে করে কিন্তু বাবা মায়ের Support আর অার্থিক সমস্যার
কারনে অনেক কিছুই করা যায় না। সব বাবা মায়ের সাধ্য থাকেনা DSLR একটি Handy cam/Camcorder কিনে দিতে। তাহলে কি Creative মনের মানুষটা থেমে যাবে ? আমি Aminul Islam Amin তোমাদের জন্যে একটু আশার বানী নিয়ে এলাম। হ্যা তুমিও তোমার হাতে থাকা মোটামুটি একটু ভাল Regulation এর মোবাইল Camera দিয়ে বানিয়ে ফেলো তোমার Film টি। এখন অনেকেই মনে মনে বলছে এত সহজ না এত সহজ হলে সবাই এইভাবে বানাতো
হা.... হা... হা.....হা । চলো এখন কাজের কথায় আসি।

Mobile এ Film Make করতে প্রাথমিক কিছু ব্যাপার ।

  • প্রথম দরকার মোবাইলের Charge, মানে একটু বেশীক্ষন যেহেতু মোবাইলটা চলবে তাই ২/৩ টা ব্যাটারি যেন ভাল Charge এর Support থাকে। যাক এই বিষয়টা তোমরাই ভাল বুঝবে।
  • মোটামুটি ভাল Regulation এর মোবাইল। যেখানে 720, 1080, 1024, , 1152, 1366 ইত্যাদি বিভিন্ন HD Regulation এ Video Clip Quality Select করো। মনে রাখবে তোমার Regulation যত Big নেওয়া হবে  ভিডিও Play করলে আকার তত বেশী বড় হবে। এবং তত বেশী ভাল লাগবে। Memory Card এর যায়গাও তত বেশী নিবে।
  • Video Frame Rate 25 Select করে দাও।
  • Tripod বা Mobile দাড় করিয়ে রাখা যায় এমন একটা জিনিস বন্ধুরা মিলে Make করো। যেমন একটা লম্বা স্টান্ড যাতে কিছু দাড় করিয়ে রাখা যায়। সাথে মোবাইলটা Costape দিয়ে আটকে রাখতে পারো।
  • এবার কে কি বললো সেই দিকে খেয়াল না দিয়ে তোমাদের যথাযথ স্থানে যেয়ে Short নেওয়া শুরু করো।

শ্যুটিং এর সময় যেই বিষয় গুলো খুব খেয়াল রাখতে হবে এবং যা করা যাবে না।

  • কখনই হাতে মোবাইল রেখে ভিডিও ধারন করবে না।
  • Stand থাকা অবস্থায় কাজ করবে।
  • Video চলা চলাকালীন সময়ে Camera তে হাত দিবেনা।
  • কখনই Zoom করে Shot নিবে না। মোবাইল যেহেতু কিছুটা হলেও Quality নষ্ট হতে পারে।
  • Camera Mobile টি ঝাকি দিবেনা কে কিভাবে অভিনয় করবে সেই ভাবে সেই ভাবে Still রেখে Camera Shot নিবে।
  • Record শুরু করার ৩ সেকেন্ড পর Action বলে কাজ শুরু করবে। এতে করে Editing Panel এর Edit করতে সুবিধা হবে।
  • low Light এ কখনই Video করার চেষ্টা করবে না। এতে ভিডিওতে Gain Problem হবে।
  • অনেকের একটা বদ অভ্যাস আছে সেটা হলো Camera চলাকালীন সময়ে একবার Zoom করে একবার Out করে, Shot চলা অবস্থায় একবার Camera তে পা ধরে একবার মাথা ধরে একবার আশপাসে ধরে এই সকল করে থাকে। এই জাতীয় কোন কিছুই করা যাবে না। যায়ের যদি Shot ধরতে হয়ে একবার শুধু পায়ের Shot টা নিয়ে নাও। একবার Close নিতে হলে একবার পুর Shot টি নিয়ে নাও। কিন্তু ভিডিও চলা অবস্থায় বিভিন্ন Angle Change করাযাবে না। তাহরে Video টা Shaky হয়ে যাবে।

যখন তোমার Shooting শেষ।

  • এখন Editing এর পালা তুমি প্রথমে তোমার Editor কে বলবে তোমার ভিডিও Regulation সম্পর্কে।
  • মোবাইলে Out Noise খুব বেশী চলে আসে, তাই Dubbing করতে হতে পারো। এখন অনেকে Dubbing এর কথা শুনে মাথা হাত দিতে পারো। কিন্তু বিষয়টা খুব সহজ। তুমি তোমার Headphone দিয়েও করতে পারো কাজটা।
  • Sequence এর উপর ভিত্তি করে Similar কিছু Music Collection করতে হবে।
  • Adobe Premiere CC দ্বারা Edit করতে পারো এটাতে সব Mobile এর Video Settings এর জন্যে Sequence নেয়া যায়।
  • এরপর সুন্দর Edit করে Video টা যে Regulation এ ছিল ঠিক সেই Regulation এ Export করবে।

আশাকরি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো কিভাবে মোবাইল দিয়ে ধাপে ধাপে একটি Short Film Make করবে। মোবাইল Camera বলে ব্যাপারটা অন্য ভাবে নেয়ার কোন প্রশ্নই আসেনা আমার জানামতে অনেক Mobile এ Make করা Short Film আছে যেগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছে।
তোমাদের এর চেয়ে বেশী জানতে হলে বা তোমাদের মনে কোন প্রশ্ন থাকলে, আমাকে সরাসরি জানিও।
আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্ন গুলোর উত্তর দিতে।
আমার ফেসবুক পেজ : https://www.facebook.com/AminIslamFilmMaker

Level 0

আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর ! টিউন

ভাল লাগার মত একটি টিউন করলেন ভাই।

কাজের কথা বলেছেন ।