শর্টফিল্ম মেকিং এর কলা-কৌশল এবং কিছু গুরুত্বপূর্ন কথা (For New Film Makers)

সেদিন একটু বাইরে shot হাওয়া খেতে বের হলাম গেলাম হাতিরঝিলে। প্রায় ৬/৭ টা ছেলে এক যায়গায় দাড়িয়ে কিছু একটা করছে। পড়ে দেখলাম কয়েকটি ছেলে শ্যুটিং করছে।
জিজ্ঞাসা করলাম কি Make করছো ? বললো একটা Film Making করছি। বললাম এর আগে কখনো করেছো ? বললো না ভাইয়া এবারই প্রথম। ওর মধ্যে একজন আমাকে চিনে ফেললো বললো আপনি তো আমিন Short Film Making করেন হু করি ? ওরা আগ্রহী হয়ে বললো ভাইয়া একটা দেখুন Preview দেখুনতো ঠিক আছে কিনা ? আমি দেখলাম দেখে বললাম এগুলো নাটকের Shot Division হয়েছে।
আর এত বেশী Dialog ও ছিল খুব বেশী। তাদের জিজ্ঞাসা করলাম Drama আর Film এর পার্থক্য জানে কিনা কেউ ? তারা বললো না এটার ব্যপারে তাদের ধারনা নেই।

কোনটি Drama কোনটি Film ?
এটা অনেক বিস্তারিত একটা বিষয় আমি সংক্ষেপে কিছু উদাহরন দেব।

  • নাটকে Long Shot খুব কম ব্যাবহার হয় কিন্তু Film এ প্রচুর লংশর্ট নিতে হয় খুব প্রয়োজন নাহলে ক্লোজ শর্ট নেওয়া হয় না ।
  • Film এর Leans খুব Wide হয়ে থাকে এবং এতে প্রচুর Detail দেখা যায়।
  • Film এ Dialog খুব কম থাকে নাটকে নাটকিয়তা ব্যাপারটা থাকে এইজন্যে নাটকে প্রচুর Dialog থাকে।
  • আমরা Film এই জন্যে বলে থাকি কারন Film এর Camera তে Film Use করা হয়। নাটকে Digital Card বা ভিডিও Tape Use করাহয়।
  • Film সাধারনত Shot নির্ভর হয়ে থাকে আর নাটক Dialog নির্ভর থাকে।
  • নাটকে একটা কাহিনী Detail দেখানোর সুযোগ নেই তাই খুব তাড়াতাড়ি যেকোন Shot শেষ করা Shot এ ধীরতা থাকে না।
    কিন্তু মুভিতে একটা ঘটনা Shot Detail দেখানো হয় এবং খুব ধীর ভাবে একটা Shot দেখানোর সুযোগ রয়েছে।
  • Film এর অভিনয় এবং নাটকের অভিনয় এর মধ্যে পর্থক্য থাকে । নাটকে অভিনয়ের মধ্যে নাটকীয়তা বেশী থাকে, কিন্তু Film এর অভিনয়ের নাটকীয়তার চেয়ে Reality করে তোলাহয় বেশী।
  • নাটকে অপ্র্রয়োজনীয় Shot থাকেনা কিন্তু Film এ কাহিনীর Detail আর ভাবগাম্ভীর্য পূর্ন করার জন্যে প্রচুর অপ্রয়োজনীয় Short নিয়ে থাকে। যেমন একটা উদাহরন হলো : নাটকে দেখানো হলো ছেলেকে স্কুলে থেকে মা নিয়ে আসলো গাড়িতে করে বা পায়ে হেটে বাসায় চলে এসেছে । Film হলে দেখাতো রাস্তা দিয়ে বাসায় আসার পথে ছেলেটা একটা আইস ক্রিম কিনছে বা মা না দিতে চাইলে রাস্তায় দিয়ে মন খারাপ করে বাসায় এসেছে বা রাস্তা একটা পরে থাকা বোতলে পা দিয়ে লাথি দিতে দিতে আসছে। মা বারন করছে তবুও শুনছে না। এই রকম বিভিন্ন কিছু Film এ থাকে যেটা দেখতে Film খুব Reality মনে হয়।

আমরা কিছুটা ধারনা পেলাম নাটক আর Film এর মধ্যে পার্থক্য। এখন প্রশ্ন হলো আমরাতো সবাই এতকিছু পাবোনা বা পাইনা তাহরে আমরা কিভাবে Film Making করবো ? আমরাতো সবার সাধ্যনেই Film Equipment নিয়ে কাজ করতে তাহলে আমরা কি Film Making করতে পারবো না ? এটা একটা ভূল ধারনা যে বড় Film Equipment ছাড়াও তুমি Film Making করতে পারবো বা কিভাবে Short Film Making করতে পারবো ?

কিভাবে Short Film Making করবো ?
হ্যাঁ বন্ধুরা আমি এখন তোমাদের ধারনা দিব কিভাবে তুমি Phone এর Camera দিয়েও Short বা Film Making করতে পারো।

  • তুমি প্রথমে তোমরা বন্ধুরা মিলে একটা ছোট Story Make করো অবশ্যই Story টা খুব Strong Story হয় যেটা মানুষকে খুব ভাবিয়ে তুলতে পারে বা মজা পায় বা খুব ভাল কোন Massage থাকে। আবার যা তোমাদের আশেপাশেই হয়ে যায়।
  • Actor তোমাদের মধ্যেই নিয়ে নাও। যারা তোমাদের সময় দিতে পারবে।
  • তারপর একজন কোথায় কোন Shot নিবে তা লেখে ফেল। যেমন দৃশ্য ৩ সাকিবের বাসায় বেড়রুম সাকিব আর রাফির মধ্যে Conversation.
  • তারপর Props Manage করো। কার কেমন Dress হবে কে কেমন মেকাপ নিবে তা লেখে রাখো।
  • এবার Camera করতে পারে Shot এর ব্যাপারে ধারনা আছে এমন একজনের সাথে Shot নিয়ে আলোচনা করো এবং Edit কে করবে তার সাথে কথা বলে নাও।
  • এবার একটা Camera Manage করো সাধ্যমত DSLR, Camcorder , বা ভাল Mobile ও নিতে পারো।
  • তবে মনে রাখতে হবে কখনই দুই ধরনের Camera দিয়ে কাজ করবে না। ধর কিছু অংশ DSLR, কিছুটা, Camcorder এইসব করা যাবেনা । করলে তখন Camera Color এক রকম হবেনা।
    বিভিন্ন রকম হবে সেটা খুব খারাপ লাগবে।
  • এবার সবাই মিলে কিছু টাকা জমিয়ে কাজে নামো।

শ্যুটিং এর সময় যেই যেই ভূল গুলো হয় নেই গুলোর ব্যপারে সতর্ক থাকা দরকার বলে মনে করি। যেই ভূল গুলো তোমাদের Editing Panel এ এসে সমস্যায় পড়ে যাবে তাহলে।

শ্যুটিং এর সময়ের কিছু ভূল এর ব্যপারে সতর্ক
শ্যুটিং এর সময় তোমরা যারা নতুন কাজ করো তাদের যে ভুলগুলো হয় তা অনেক সময় পুরো Film এর অস্তিত্বের ব্যাপারে হুমকি হয়ে দাড়ায়। সেগুলো কিছু তুলে ধরলাম।

  • তোমরা অনেকে Long Short নাও না। Starting টাই Mid দিয়ে করে ফেল।
  • Camera Exposure সম্পর্কে ধারনা থাকেনা। যেটার কারণে Footage দিয়ে আসার পর দেখা যায় Light অনেক বেশী , অনেক Burn করেছে। এত বেশী আলো যে Face কিছুই বোঝা যায় না।
  • এমন কোথাও Shooting চলছে যেখানে কোন একটা Out Noise হচ্ছে তুমি সেখানে Shooting করে সেখান থেকে সেটা নিয়ে আসলে এসে Panel এ দেখলে একটা বাজে Out Noise আসছে যেটা অনেক বিরক্তিকর হয়ে দাড়াবে বা ডাবিং করা প্রয়োজন হয়ে যাবে।
  • Camera Shake করা Short সাধারনত ভাল লাগেনা। বিশেষ প্রয়োজন ছাড়া ট্রাইপট, জিবাম  ছাড়া Short নেওয়া উচিত নয়। প্রয়োজন বিশেষ Shot এ হাতে নিতে হয়।
  • Continuity ঠিক রাখা ধরো একটা ছেলে কোন কারনে দৌড়াচ্ছে সে প্রথম Shot এ যেভাবে দৌড়াচ্ছে, পরের Shot দেখা গেল ছেলেটার কিছুটা Slow বা Fast হয়ে গেছে।
  • Mistake যেন না হয় সেটার দিকে খেয়াল রাখা। যেমন প্রথম Shot এ দেখা গেল ছেলেটার ডান পাশে ব্যাগ আবার পরে Shot এ দেখা গেল বামপাশে বা প্রথম শর্টে দেখা গেল হাতে ঘড়ি আছে পরে Shot এ ঘড়ি নেই। তো এসব Mistake যেন না হয় সেই দিকে খেয়াল রাখা।
  • কোন Shot এর পর কোন Shot যায় বা না যায় এটার প্রতি ধারনা নেওয়া। অনেক সময় দেখা যায় Shooting সময় Creative Short নিতে গিয়ে এমন কিছু আজে বাজে Shot নিয়ে আসে তা কোন ভাবেই Use করা যায় না। অবশ্যই একজন Film Maker এর Video Editing এর উপর ধারনা থাকা প্রয়োজন। তা নাহলে সে বুঝবেনা কিসের সাথে কি মিলাবে ?

তো এছাড়াও আরো অনেক বিষয় আছে যা শ্যুটিং এর সময় সর্তক হয়ে কাজ করতে হয়। সবাইকে ধন্যবাদ।

আমি আমিন আমার ফেসবুক পেজ
https://www.facebook.com/AminIslamFilmMaker

Level 0

আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল টিউন। এরকম কিছু খুজতেছিলাম। এখন আমার ছোট ভাইকে কিছুটা হলে সাহায্য করতে পারবো।

ধন্যবাদ

দারুণ লিখেছো বন্ধু, তোমার মত ক্রিয়েটিভ মাইন্ডেড পারসন টেকটিউনস-এ প্রয়োজন রয়েছে, নয়তো নতুনরা শিখবে কি করে?