সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
[এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত/কথা,কেও কস্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি জেনে শুনে কাউও কস্ট দিতে চাই না]
আমরা টিটি বাসির প্রায় সবাই জানি জিপি শুধু ফেসবুক চালানোর জন্য 4 জিবি ফ্রি MB অফার দিয়েছে। এমনকি অনেকে বারবার এই অফারটি নিয়েছে অনেক আসা নিয়ে। কিন্তু কয় জন চালাতে পারছেন?
উত্তরটা বেশির ভাগ হবে - না। সবার মত আমিও অনেক আসা করে 4 জিবি নিছি কিন্তু চালাতে গিয়ে দেখি আমার. একাউন্ট. থেকে টাকা MD কাটে কিন্তু ফ্রি টা কাটে না। এইতো আমার মেসের বড় ভাই ফ্রি পেয়ে সারারাত ফেসবুক চালিয়ে সকালে মাথায় হাত দিয়ে বসে আছে। তার ৮১২ MB শেষ হয়ে গেছে কিন্তু ফ্রীটা কাটে নাই। আমি আমার নিজের দুই সিমে পাইছি কীন্তু কাজ করে না।
শেষ পর্যন্ত দিলাম অফিসে ফোন দিলাম বলল যে আপনার অ্যাকাওন্টে টাকা নেই রিচার্চ করুন কাজ হয়ে য়াবে।
সাথে সাথে রিচার্চ করলাম ১০টাকা । কিন্তু কোন লাভ হল না টাকা কাটে, আবার দিলাম অফিসে ফোন। বলল complan লিখে দিচ্ছি আগামী 30 তারিখের মধ্যে সমাধান হয়ে যাবে। পরে দিলাম আরেকবার ফোন এবার ধরল এক ললনা বলল আমাদের এমন কোন অফার আছে বলে আমার জানা নেই। আমি চেক করে আপনাকে জানাচ্ছি পরে এই মেসেজটা পেলাম।
এখন আমার
mehedi_hasan_rase ভাইয়ের সেই টিউমেন্টের কথা খুর মনে পরতেছে "এরা হচ্চে বাংলাদেশের আর এক ডেসটিনি, উনিপেটুউয়,এরা বাংলাদেশের মানুষের অনেক কষ্টে উপার্জিত অর্থ প্রলভন দেখিয়ে দিনেদুপুরে ডাকাতি করে তবুও এদের বিচার হয় না ,হায়রে আমাদের সোনার বাংলা,হায়রে স্বাধীনতা, এদের বিপক্ষে কেও কথা বলেনা ।সবাই শুধু হেফাজত,গনজাগরন মঞ্চ,বিএনপি,আওয়ামিলীগ নিয়ে বেস্ত। আগে দেশের মাটিতে এই সব বিদেশি বন্ধুদের বিচার করেন ।আমাদের দেশের উন্নয়ন এর টাকা তারা আমাদের কাছ থেকে কীভাবে নিয়ে তাদের দেশের উন্নয়ন করছে। আর এর জন্য কি আমাদের পূর্ব-পুরুষরা দেশ স্বাধীন করেছিল?মুক্তিযুদ্ধ করেছিল ,আজব বাঙালি। বলতে পারেন কেও।"
এক দম ঠিক বলেছিলেন ভাই। আজ আমি খুব ভাল ভাবে বুজতেছি।
গ্রামীণফোনের স্মার্ট প্রতারণা থেকে কী কোনদিন রেহাই মিলবে না ? টিউমেন্টে কিছু বলুন ............
[এডমিন ভাই যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিত কইরেন না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত/কথা,কেও কস্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমি জেনে শুনে কাউও কস্ট দিতে চাই না]
আমার সর্বশেষ কথা হারামির ফোন দুরে থাকুন
আমি oCYBER.com এ FB.com এ
সৌজন্যে:বিডিটিউনস.কম
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
AMI AMER JAVA PHONE FB APP CALATE PARCI.ITS WORKING.BUT MY FRIENDS ARENOT BECAUSE OF USING SMARTPHONE.