এই প্রথম বারের মতন ভয়েস স্টট্যাটাস সার্ভিস চালু করলো “এক্সপ্রেসারস”!

গত কয়েক মাস আগে ফেসবুক ও টুইটার এর মতন জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোর সাথে তাল মিলিয়ে মাঠে নেমেছিল "এক্সপ্রেসারস" । এক্সপ্রেসারস এর সাথে হয়তো আগে থেকেই সবাই কম-বেশি পরিচিত আছেন। তবে কিছু দিন আগে তারা ভয়েস স্ট্যাটাস নামক একটি সার্ভিস চালু করে সোশ্যাল নেটওয়ার্কিং এর জগতে আরও এক ধাপ এগিয়ে গেল।

Xpressers Voice Status Update

আমরা সবাই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো তে স্ট্যাটাস আপডেট এর কথা শুনেছি এবং করেছি। তবে সেটা টেক্সট এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করা যায়। তবে এক্সপ্রেসারস এই প্রথম বারের মতন টেক্সট স্ট্যাটাস আপডেট এর পাশাপাশি ভয়েস স্ট্যাটাস আপডেট এর সুবিধাও রেখেছে। যার মাধ্যমে আপনি আপনার ভয়েস রেকর্ড করে তা স্ট্যাটাস হিসাবে আপডেট করতে পারবেন। এবং তা প্রাইভেসি ব্যাবহার করে এক বা একাধিক ইউজার এর সাথে শেয়ার করতে পারবেন। তাছাড়া ভয়েস স্ট্যাটাস ইচ্ছে করলে মোবাইল থেকে ডাউনলোড করে শোনা যায়। আর ভয়েস স্ট্যাটাস করার জন্যে অবশই একটি মাইক্রোফোন লাগবে, যেটা কম্পিউটার এর সাথে কানেক্ট করতে হবে।আর জাভা ইন্সটল করা থাকতে হবে। আপনার কম্পিউটার এ যদি এটা পুর্বে ইন্সটল করা থাকে তা হলে আর নতুন করে করা লাগবে না। এটা ভয়েস স্ট্যাটাস এ ক্লিক করলেই বুঝতে পারবেন।

Xpressers Voice Status Update

বিস্তারিত তথ্যের জন্যে এখানে ক্লিক করুন।

এবং এক্সপ্রেসারস এ ভিজিট করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউন্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি।এই পোস্ট টি করতে দুই দিন লেগে গেল 🙂 । আজকাল টেকটিউন্স অনেক স্লো মনে হচ্ছে।

ভাল খবর। একবার ট্রাই করে দেখতে হবে।

oh…………

ফেইসবুকে হলে ভাল হত।

    ফেইসবুক আজকাল কেমন জানি কমপ্লিকেইটেড হয়ে যাচ্ছে 🙁 আর ওটার পরিবেশ টাও নোংরা হয়ে গেছে। সেই দিক দিয়ে এক্সপ্রেসারস ভালোই আছে। 🙂