প্রশ্ন ফাঁসের সম্ভাবনা 0%।তাই পরীক্ষার প্রশ্ন হাতে পাবার আশা ছেড়ে দিন, পড়ালেখায় মন দিন।

বাংলাদেশ এখন ডিজিটাল হবার পথে অনেকটাই অগ্রসর তার প্রমান দিচ্ছে আমাদের তৈরী নতুন নতুন সমস্যার সলভ করার অসাধারণ সব পদ্ধতি ।

 

যেমন পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,  যে নতুন উদ্যোগ নিয়েছে তা  সম্পূর্ণ কার্যকরী হবে বলে আমি  মনেকরি। কারণ প্রশ্ন হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে।

যে দিন পরীক্ষা ঠিক সেই  দিন সকালে প্রশ্ন তৈরী করা হবে। একটি পরীক্ষার জন্য একের অধিক সেট প্রশ্ন তৈরী করা হবে। সেখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করা হবে এবং প্রশ্ন থাকবে একটি নির্দিষ্ট সার্ভারে যেখান থেকে ডাউনলোড করে প্রশ্ন ছাপা  হবে। ডাউনলো করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাতে করে নির্দিষ্ট বেক্তি ছাড়া কার সম্ভব না প্রশ্ন ডাউনলোড করার।

প্রশ্ন ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ড  কে দুই ভাগে ভাগ করে প্রথম ভাগ ডিসি ও দ্বিতীয় ভাগ শিক্ষা কর্মকর্তার মোবাইলে ম্যাসেজ করে পাঠান হবে।  পাসওয়ার্ড এর এই দুই অংশ একসাথে করে প্রশ্ন ডাউনলোড করতে হবে। সুধু মাত্র একবার ডাউনলোড করতে পারবে। প্রশ্ন ডাউনলোড করার নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের মধ্য ডাউনলোড করা যাবে এর পরে সার্ভার বন্ধ  করে দেয়া হবে।

ধরুন, আপনি পাসওয়ার্ড কোন ভাবে হাতে পেলেন অথবা সার্ভারে কোনভাবে প্রবেশ করলেন  তাও আপনি প্রশ্ন পড়তে পারবেন না, কারণ ওই প্রশ্ন পড়ার জন্য আপনাকে বিশেষ সফটওয়্যার এর ব্যবহার করতে হবে।  আপনি সেই সফটওয়্যার কোথাও পাবেন না, কেননা  সেই সফটওয়্যার কেবল মাত্র তাদের কাছে থাকবে যারা প্রশ্ন ডাউনলোড ও ছাপার অনুমতি রাখে।

সুতরাং পরীক্ষার প্রশ্ন হাতে পাবার  আশা ছেড়ে দিন আর পড়ালেখায় মন দিন।  আর একটা কথা বলতে ভুলে গেছি, সার্ভার তৈরী থেকে সকল প্রকার ডেভেলপমেন্ট এর কাজ বুয়েটের বড় ভাইদের। তো বড় ভাইদের কাজ সম্পর্কেত ভালো ভাবে জানেন। তারা  আমদের দেশের গর্ব, তাই আবার বলছি পরীক্ষার প্রশ্ন হাতে পাবার  আশা ছেড়ে দিন আর পড়ালেখায় মন দিন।  
আর এই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে  সকল ধরনের বোর্ড  পরীক্ষার পাশা পাশি শিক্ষক নিযোগ পরীক্ষাও নেওয়া হবে।

লেখাটি নেয়াহয়েছে আমার নিজের ওয়েব থেকে  

ধন্যবাদ সবাইকে।
- মো: মাসুম বিল্লাহ রাসেল

Level 0

আমি Md.Masum Billah Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

server hack korle kamon hoy. Ja ha to ata bangladesh ar govment ar. So kiso to koriy jiy

    Level 0

    @শাওন ইসলাম:
    শাওন ভাই আপনি কি বাংলাদেশ গভমেন্টের তৈরী সার্ভার কে নরমাল সার্ভার ভাবছেন তো ভুল কোরছেন কেননা এই সার্ভার তা সম্পূর্ণ আধুনিক। আপনি কি কখনো শুনেছেন সোনালী বাংক অথবা বুয়েটের তৈরী সার্ভার হ্যাক করার কথা। যাক ধরলাম আপনি সার্ভার হ্যাক করেছেন এখন আপনি সার্ভার থেকে পওয়া তথ্য যদি নিজের ভাষায় দেখতে না পারেন তাহলে আপনার সার্ভার হ্যাক করাই বৃথা। কারণ আপনাকে সার্ভারের তৈরী ডাটা দেখতে হলে একমাত্র গভমেন্ট দ্বারা তৈরী ঐ সফটওয়্যার থাকতে হবে। যার মাধ্যমে আপনি ঐ ডাটা গুলকে নিজের ভাষায় দেখতে পারবেন।

ধন্যবাদ

কারো কিছু করা লাগবেনা।
ডিজিটাল সরকারের সোনার ছেলেরাই
একাই একশ।।

Level 0

প্রশ্ন যে আউট হবে না এ কথা মানতে পারলাম না। বাংলাদেশ গভমেন্টের তৈরী সার্ভার কি এলিয়েনরা এসে করে দিবে?