আমার পোস্টের শিরোনাম দেখেই হয়তো অনেক চমকে যাবেন। বিশেষ করে "চোরের মন" কথাটির জন্য। আরে না ভাই, কাউকে চোর বলা হয়নি। এখানে ছোট বেলার শেখা সেই প্রবাদ বাক্যটির কথা বলা হয়েছে। ইয়ে মানে "চোরের মনে পুলিশ পুলিশ" কথাটি আর কি। সেই সাথে হয়তো আরো অবাক হচ্ছেন এজন্য যে এখানে আমি একটি বাংলাদেশী সাইট জড়িয়েছি। যদিও আসল কথাটি হচ্ছে অনিচ্ছা সত্বেও জড়িয়ে গেছে। আমি বলব আমার পোস্টের সাথে নয় স্ক্যামের সাথে বলাই শ্রেয়।
একজন বাংলাদেশী হিসেবে সবসময়ই আমি আমার বাংলাকে সর্বদা সর্বোচ্চ স্থানে দেখতে চাই। আমি ভীষন পছন্দ করি আমার এই বাংলা ভাষাকে। এজন্য বাংলাদেশী যে কোন কিছুতেই আমি বিশেষ ভাবে আগ্রহী। সেটা যাই হোক আর যেখানেই হোক। এই তো আজ সকালে দেখলাম টেকটিউনসে একটি পোস্ট। শিরোনাম "ফেসবুক এবং টুইটার এর সমন্বয়ে চালু হল নতুন আরেকটি সোসাল নেটওয়ার্ক followlook!!" লিঙ্ক এখানে । প্রথমে বুঝতে পারছিলাম না জিনিসটা আসলে কি। শিরোনামে ভেবেছিলাম ফেসবুক এবং টুইটার বুঝি একসাথে কোন সাইট বানিয়েছে। ঢুকে দেখলাম, বাংলাদেশী একটি সাইট। সামাজিক যোগাযোগের। আমি বেশ খুশিই হয়ে উঠলাম। তবে আমার বদ অভ্যাসবশত হালকা রিসার্স করলাম। তাতে দেখলাম, এটি কোন মৌলিক প্রোগ্রামিং এ করা সাইট নয়। Social Kit নামের বিশেষ স্ক্রিপ্টে বানানো সাইট। এই স্ক্রিপ্টে যে কেও দশ মিনিটে এধরনের সাইট বানাতে পারে। অথচ লিখিত পোস্টের বডিতে যা বলা হয়েছে তা বাড়িয়েই বলা হয়েছে।
বেশ কিছু কমেন্ট দেখলাম, আমি নিজেও একটি কমেন্ট করলাম। ওমা! একমিনিট পরেই কমেন্ট আনঅ্যাপ্রোভড। ভাবলাম হয়তো কোন ত্রুটি, আবার কমেন্ট করলাম। নাহ! আবারো কিছুক্ষন পরে আনঅ্যাপ্রুভড। অবশেষে আবারো মুল সত্যতা জানিয়ে কমেন্ট করলাম। কিছুক্ষন পরে সেটাও আনঅ্যাপ্রোভড। হায়রে দুনিয়া! সত্য বললেই সর্বনাশ!! নিচে দেখুন তার স্ক্রিন-শট
কিছুক্ষন পরে দেখি আরো অনেকেরই কমেন্ট গায়েব! হায়রে পোস্ট আর হায়রে পোস্টের লেখক। যদি ওনার সৎ সাহস থাকে তো ওনার উচিত ছিল আমার কমেন্টের উপযুক্ত জবাব দেওয়া। কমেন্ট গায়েব করে দেওয়া নয়। কিন্তু আসলে তো পোস্ট ছিলোনা, ছিলো স্ক্যামিং।
[এডমিন ভাইঃ এই পোস্টে আমি শুধুমাত্র আমার কিছু দুঃখের কথা বলেছি। কাওকে কটাক্ষ করার উদ্দেশ্যে নয়। তবুও এটা যদি নীতিমালা বহির্ভুত হয়, তাহলে পোস্ট রিমুভ করে দিবেন। প্লিজ আইডিটা মুছে দিবেন না]
আমি উদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Right