চোরের মন, একটি বাংলাদেশী সাইট এবং আমার কিছু কথাঃ স্ক্যাম

আমার পোস্টের শিরোনাম দেখেই হয়তো অনেক চমকে যাবেন। বিশেষ করে "চোরের মন" কথাটির জন্য। আরে না ভাই, কাউকে চোর বলা হয়নি। এখানে ছোট বেলার শেখা সেই প্রবাদ বাক্যটির কথা বলা হয়েছে। ইয়ে মানে "চোরের মনে পুলিশ পুলিশ" কথাটি আর কি। সেই সাথে হয়তো আরো অবাক হচ্ছেন এজন্য যে এখানে আমি একটি বাংলাদেশী সাইট জড়িয়েছি। যদিও আসল কথাটি হচ্ছে অনিচ্ছা সত্বেও জড়িয়ে গেছে। আমি বলব আমার পোস্টের সাথে নয় স্ক্যামের সাথে বলাই শ্রেয়।

একজন বাংলাদেশী হিসেবে সবসময়ই আমি আমার বাংলাকে সর্বদা সর্বোচ্চ স্থানে দেখতে চাই। আমি ভীষন পছন্দ করি আমার এই বাংলা ভাষাকে। এজন্য বাংলাদেশী যে কোন কিছুতেই আমি বিশেষ ভাবে আগ্রহী। সেটা যাই হোক আর যেখানেই হোক। এই তো আজ সকালে দেখলাম টেকটিউনসে একটি পোস্ট। শিরোনাম "ফেসবুক এবং টুইটার এর সমন্বয়ে চালু হল নতুন আরেকটি সোসাল নেটওয়ার্ক followlook!!" লিঙ্ক এখানে । প্রথমে বুঝতে পারছিলাম না জিনিসটা আসলে কি। শিরোনামে ভেবেছিলাম ফেসবুক এবং টুইটার বুঝি একসাথে কোন সাইট বানিয়েছে। ঢুকে দেখলাম, বাংলাদেশী একটি সাইট। সামাজিক যোগাযোগের। আমি বেশ খুশিই হয়ে উঠলাম। তবে আমার বদ অভ্যাসবশত হালকা রিসার্স করলাম। তাতে দেখলাম, এটি কোন মৌলিক প্রোগ্রামিং এ করা সাইট নয়। Social Kit নামের বিশেষ স্ক্রিপ্টে বানানো সাইট। এই স্ক্রিপ্টে যে কেও দশ মিনিটে এধরনের সাইট বানাতে পারে। অথচ লিখিত পোস্টের বডিতে যা বলা হয়েছে তা বাড়িয়েই বলা হয়েছে।

বেশ কিছু কমেন্ট দেখলাম, আমি নিজেও একটি কমেন্ট করলাম। ওমা! একমিনিট পরেই কমেন্ট আনঅ্যাপ্রোভড। ভাবলাম হয়তো কোন ত্রুটি, আবার কমেন্ট করলাম। নাহ! আবারো কিছুক্ষন পরে আনঅ্যাপ্রুভড। অবশেষে আবারো মুল সত্যতা জানিয়ে কমেন্ট করলাম। কিছুক্ষন পরে সেটাও আনঅ্যাপ্রোভড। হায়রে দুনিয়া! সত্য বললেই সর্বনাশ!! নিচে দেখুন তার স্ক্রিন-শট

কিছুক্ষন পরে দেখি আরো অনেকেরই কমেন্ট গায়েব! হায়রে পোস্ট আর হায়রে পোস্টের লেখক। যদি ওনার সৎ সাহস থাকে তো ওনার উচিত ছিল আমার কমেন্টের উপযুক্ত জবাব দেওয়া। কমেন্ট গায়েব করে দেওয়া নয়। কিন্তু আসলে তো পোস্ট ছিলোনা, ছিলো স্ক্যামিং।

[এডমিন ভাইঃ এই পোস্টে আমি শুধুমাত্র আমার কিছু দুঃখের কথা বলেছি। কাওকে কটাক্ষ করার উদ্দেশ্যে নয়। তবুও এটা যদি নীতিমালা বহির্ভুত হয়, তাহলে পোস্ট রিমুভ করে দিবেন। প্লিজ আইডিটা মুছে দিবেন না]

আমি উদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Right

ভাই, আমার কমেন্টও গায়েব করছে। ব্যাটা বদমাইশটা।

হা হা হা. শুনেন টেকটিউনসের বিশেষজ্ঞরা. কেউ যদি কোন ভালো কাজ করে তাহলে অন্য কেউ তার ভালো দেখতে পারেনা বিশেষ করে বাংলাদেশীরা । ওয়েবাসইটটি তো কেউ না কেউ বানিয়েছে, যে ই বানিয়েছে বা জে Scrift দিয়েই বানিয়েছে তাাতে আপনাদের সমস্য কোথায়। আপনারাও বানান। খালি খালি মানুষের বিরুদ্ধে না লেগে নিজেরা কিছু করার চেষ্টা করুন। একেই বলে বাংলাদেশী

    @শাকিল হোসাইন: দেখুন, এখন তো এখন তো খুব চিল্লাচিল্লি করতেছেন। অথচ যখন আমি কমেন্ট করেছিলাম তখন তার কোন জবাব না দিয়ে সরাসরী ডিলিট করলেন কেন? স্ক্যাম না হলে তো আপনার তো উচিত ছিলো তখন কিছু বলা।

      খান ভাই, শুধু আপনার আর আমার নয়, আরো অনেকের কমেন্টই এখন নাই। কি বলব ভাই, ওদের কোন দোষ দেওয়া উচিত নয়। মনে জাকারবার্গ হওয়ার ইচ্ছা জাগছে হয় তো।

ধন্যবাদ। এখন ফলো লুক সাইট যে স্ক্রীপটা দিয়ে এটি বানিয়েছে সেই স্ক্রীপটা নিশ্চয় সবার জন্য উন্মুক্ত। তাহলে যে কেউ এটি ব্যবহার করতেই পারে। এই যেমন: ওয়ার্ড প্রেস সিএমএস কিন্তু সবার জন্য উন্মুক্ত! আসলে যত দোষ,মূলত ব্যবহারের অপকৌশলের কারনে।
তথাপি আপনি টিউনে উল্লেখ করেছেন কমেন্ট করে কোন প্রতিত্তর পাওয়া যায়নি, ডিলেট করে দেওয়া হয়। বিষয়টা দূ:খ জনক। হ্যা এটা একটি নেতিবাচক বিষয়। কারন, উদ্দেশ্যবলী ভিত্তিহীন হলে একটু খটকা তো থাকবেই!!

    @ফেরী ওয়ালা: হ্যা ভাই, এটা আসলে প্রিমিয়াম স্ক্রিপ্ট। তবে এই সাইটে এর Nulled ভার্শন হয়েছে।

বাংলাদেশীরা সারা বিশ্বব্যাপী চোর নামে আখ্যায়িত। মার্কেট প্লেস এর যা অবস্থা! ভাই open source ব্যাবহার করলে কেউ চোর হয় না। আপনি অযথা অন্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আপনি নিশ্চই চাইবেন না কেউ আপনার কাজের রহস্য open করুক।

আপনার ফটোর কোয়ালিটি লো!

আমি ব্যপারটা বুঝিনা, এরকম একটা চুরি করা স্ক্রিপ্ট দিয়ে সাইট বানিয়ে এরা এত ঢাক-ঢোল বাজায় কেন ।

আরো একটি মজার বিষয়।
যেটা আমার কাছে খুব ভাল লাগলো সেটা তাদের Contact System টা।
http://followlook.com/terms/contact
Screenshoot: http://goo.gl/fSRPHK
চাইলে দেখে নিতে পারেন।

haha 😀 😀 😀 …..এরকম একটা চুরি করা স্ক্রিপ্ট দিয়ে সাইট বানিয়ে এরা এত ঢাক-ঢোল বাজায় কেন ।

ভাই আজকাল টেকটিউনস এর ও ক্লোন থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। এর এটা তো মামুলি ব্যাপার। আপনার এত জ্বলে ক্যান?? আরেকজনের পিছনে না লেগে পারলে আপনি ১০ টা ওয়েবসাইট খুলেন। মিয়া Dud.

    @শাকিল হোসাইন: আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। আমরা টিটিকে ভালবাসি। এখানে কেও স্ক্যাম করবে আমরা তা মেনে নিতে পারি না। আপনিও টিটিকে ভালবাসুন। স্ক্যাম থেকে নিজেকে বিরত বাখুন।

    ধন্যবাদ।

    @শাকিল হোসাইন: না ভায়া, এখানে জ্বলা-পোড়ার কোন কথা বলা হয়নি। শুধুমাত্র আপনার চাপাবাজির বিপরিতে আসল বিষয়টা ফাঁস করা হয়েছে আর স্ক্যামের বিরুদ্ধে বলা হয়েছে।

      @উদয় খান: সাহেব। আমি ভুলে Nokia এর Link এ আমার ব্লগের Link ব্যাবহার করি।সে জন্য sorry. আমি জানি আপনি খুব বড় মাপের টিউনার।কিন্তু না জেনে “”এটা সম্পুর্ন স্ক্যাম পোস্ট। এটার একমাত্র উদ্দেশ্য হলো নিজের সাইটের ব্যাকলিঙ্ক তৈরী করা। পাঠকেরা দেখুন, উনি “নকিয়া” এর মধ্যেই নিজের সাইটের লিঙ্ক দিয়েছেন। অথচ ওনার সাইটের সাথে নকিয়ার কি সম্পর্ক? নাকি ওনিই নকিয়ার সিইও?”” এ কথা বলা কি উচিত ?? আমি কি এমনিতেই এটা বলেছি। কোন সুত্র ছাড়াই। Unique Article লিখতে হলে আপনাকে অবশ্যই International news গুলি পড়তে হবে। তো দিয়ে দিলাম লিঙ্কটা। নিচে দেখুন। আর সংযত হোন।

      https://www.google.com/url?q=http://www.techtimes.com/articles/18784/20141028/nokia-is-not-dead-hints-of-return-to-smartphone-business-in-2016.htm&sa=U&ei=lFNCVbndCI69uASskIHYBw&ved=0CAcQFjAB&client=internal-uds-cse&usg=AFQjCNFYk7iGLJuok5hLt40O5BYlYziWZA