টেকটিউনস আমাদের সকল এর প্রযুক্তি সম্পর্কে জানা ও জানানোর জায়গা। কেউ এই সাইটটাকে নিজের সাইট প্রমোট করানোর জন্য ব্যবহার করবেন না।

২০০৮ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে টেকটিউনস বাংলাদেশে বাংলা ভাষায় প্রযুক্তি প্রেমীদের প্রযুক্তির ক্ষুধা মিটিয়ে আসছে। টেকটিউনস সবসময়ই টিউনার, টিউমেন্টর ও টিউজিটর দের নতুন নতুন সব ফিচার উপহার দিয়ে আসছে।

বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার , ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। টেকটিউনস বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিস্বস্ত কমিউনিটির নাম টেকটিউনস।

টেকটিউনস

এই সাইট এর সকল মেধাবি টিউনার এর জন্য এই সাইটটা আজও আমাদের মাঝে সবাইকে নিয়ে আছে। কিন্তু কিছু অসাধু লোকেরা নিজেদের সাইট এর প্রমোট এর জন্য এই সাইটটাকে ব্যবহার করে থাকে। আমরা যদি সকলে এই অসাধু টিউনার দের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি তাহলে টেকটিউনস তার পূর্বের চেহারায় ফিরে আসবে। আমাদের সকলে চেষ্টায় এই কাজটা করা সম্ভব।

Level 0

আমি টেক পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম…..

https://www.techtunes.io/help-ask/tune-id/315821 এই পোস্ট টা কি আপনার ছিল?? এখানে কি Indirectly আপানর Website Promote করা হয়নি ???

আমার একটা সাইট আছে, আমি কখনো সাইটের লিংক দেই না কখনো ভাবিও না, আপনার বাকিকথা গুলোর সাথেও সহমত 🙂

কিন্তু ট্রান্সলেট করে পড়ে এই হদিস কই পেলেন?