!!! BTS নাম্বার এর বাটপারি দেখুন !!!


জনসচেতনতা মূলক লিখা

বর্তমানে বিভিন্ন সাইটে BTS নাম্বার এর বিজ্ঞাপন{উদাহরন স্বরূপ } নিচে ও ছবিতে দেখা যাচ্ছে ।

""

একটি সিমে সিমে দুইটি নাম্বার ব্যাবহার করুন 09601xxxxxx
আপনি কি আপনার নাম্বার গোপন রেখে কল করতে চান?
তাহলে এই কানেকশানটা আপনার জন্য.....আপনি ১০টাকা ব্যলান্স পাবেন কানেকশন এর সাথে
............................................................
এইটা BTCL অনুমোদিত সম্পূর্ন বাংলাদেশি নাম্বার।
১. ৫০পয়শা প্রতি মিনিটে কথা বলতে পারবেন।
২. প্রতি সেকেন্ড পালসে কথা বলতে পারবেন।
৩. সকল অপারেটরে এক রেট ।
৪. ২৪ ঘন্টা একইরকম চার্জ কাটবে।
৫. নেটওয়ার্কের কোন সমস্যা নেই।
..................................................................................
৬. এটি একটি বৈধ IP কানেকশন।
৭. বিকাশ থেকে সরাসরি রিচার্জ করা যায়।
৮. আপনার একটি সিমে দু'টি নাম্বার ব্যাবহার করতে পারবেন।
৯. আপনার একটি আনকমন ও স্পেশাল নাম্বার হবে।
১০. এটা মেয়েদের জন্য একটি আদর্শ ও নিরাপদ নাম্বার।
১১. এই নাম্বারে কেউ আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারবেনা।
১২. আপনি আপনার নাম্বার গোপন করে কল করতে পারবেন।
১৩. এই নাম্বার ব্যাবহার করতে কোন ইন্টারনেট এর প্রয়োজন নেই।
১৪. যে কোন সাধারন মোবাইল দিয়ে এই নাম্বার ব্যাবহার করতে পারবেন।
১৫. আপনার নতুন সিম বা সেট এর কোন প্রয়োজন নেই।
১৬. নেটওয়ার্কের কোন প্রবলেম নেই।
১৭. এখন গ্রামিন, বাংলালিংক, রবি ও এয়ারটেল নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে।

আপনার SIM এ 096XXXXXXXX এই রকম নাম্বার সেট হবে কিনা চেক করতে, আপনার SIM থেকে 09601700700 এই নাম্বারে ফ্রী কল দিয়ে টেষ্ট করুন।
আপনার SIM এ 096XXXXXXXX এই নাম্বার রেজিষ্ট্রেশন করতে আপনার আপনার একটি ছবি, আপনার একটি ফটো আই,ডি (যেমন: ন্যাশনাল আই.ডি, স্টুডেন্ট আই.ডি ইত্যাদি), একটি মোবাইল নাম্বার এবং নির্দিষ্ট পরিমান চার্জ লাগবে।
-------------------------------------------------------------------------------------------------------------
আইপি কল করার নিয়মাবলি
০১। ব্যালেন্স চেক করতে আপনার মোবাইল থেকে 09601700700 এই নাম্বারে কলদিন।

০২। কল করার জন্য প্রথমে 09601900900 এই নাম্বারে ফোন দিন, এরপর লাইনটি
কেটে যাবে, সাথে সাথে আপনার নাম্বারে একটি কল আসবে এরপর কলটি রিসিভ করে
আপনার কাংখিত নাম্বার টি ডায়াল করে # ( হেস ) বাটন চাপুন।

এখন থেকে বিকাশের অ্যাকাউন্ট থেকে খুব সহজে আপনার আইপি
নাম্বারে রিচার্জ করতে পারবেন।
মিনিমাম= 50,100,150,300,400,500 এভাবে দিবেন। টাকা সেন্ড করবেন
এইভাবে-----------
প্রথমে বিকাশের সেন্ড মানি অপশনে যান, তারপর উলেক্ষ
নাম্বার,তারপর টাকার পরিমান=100,এরপর রিফারেন্সে আপনার আইপি
নাম্বার=যেমন 0960XXXXXXX, দিবেন, তারপর
কনফার্ম করুন। ১৫-৩০ মিনিটের মধ্যে আপনার রিচার্জটি হয়ে যাবে।
আপনার বিস্তারিত জানার প্রয়োজনে Call দিন..........

"""

এখানে কল করার নিয়মাবলি {০২ নং } তে দেয়া আছে 09601900900 নাম্বারে কলদিলে তা কেটে  গিয়ে কল আসবে । কিন্তু এটা রিসিভ করার সাথে সাথে ব্যাল্যান্স থেকে টাকা কাটা শুরু করে , চাই নাম্বার ডায়াল করুন বা নাই করুন । এটা কিন্তু কোন বিজ্ঞাপনে বলা হয় না ।

                                                                 !!! যে ভাবে ইউজার এর লস !!!

                      ধরুন আপনি কাওকে কল করতে চাইলেন , তাহলে তার কাছে রিং হওয়ার আগেই আপনার ব্যাল্যান্স থেকে ২০-২৫ পয়সা কেটে নেবে । চাই সে কল ধরুক বা তার নাম্বার বন্ধ থাকুক ।  যদি সে কল ধরে ও তবুও আপনার ১ম মিনিট এ খরচ ৫০+২০=৭০ পয়সা

আমার কাস্টমার এ ভাবে ধরা খাইছে।  তাই সময় থাকতে সাবধান !!!

                                                 নিজে সতর্ক থাকুন ও অন্যকেও সতর্ক করুন

টিউন এ কমেন্ট করার পূর্বে  মনযোগ দিয়ে পড়ুন ও বুঝুন । এখানে উল্লেখিত লিখা  সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হবে

Level 0

আমি Fahim Ahammad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Fahim Ahammad
ভাই আপনার সাথ আমিও এক মত

ঠিক বলেছেন

আর একটা সমস্যা হল নাম্বার মুখস্ত করতে হবে। আর সব নাম্বার মুখস্ত করা কস্ট সাদ্ধ/ আসম্ভব।
আর মিসদ কল দেয়ার সুবিধা নাই। কল না ধরলে পুরা লস। টাকা আসতে প্রচুর দেরি।Scam এর মত বর ধরনের আসুবিধা।
মোট কথা এই সুবিধা সুধু Spammer/গুন্ডা বদ্মাইস দের জন্য। কারন এটার মাদ্ধমে তারা তাদের পরিচয় গুপন রেখে কাজ হাসিল করতে পারবে।
আমি প্রথম প্রথম নিতে চাইছি কিন্তু, এখন এই অসুবিধার কারনে আর নেয়া হয়নি।
ধন্নবাদ, সতর্কতা মুলক পোস্ট করার জন্য।

ভাল পোস্ট । এ বিষয়টি আমার জানা ছিল না। আমি কিছুদিনের মধ্যে ১ টা কানেকশন নেবার কথা ভাবছিলাম ।
কিন্তু আর নিব না । এত কষ্ট ঝামেলা করে এত টাকা দিয়ে কথা বলার দরকার নাই । আপনাকে ধন্যবাদ ।

হুম বিষটা নিয়ে প্রথম থেকেই খটকা ছিলো

সতর্ক করার জন্য ধন্যবাদ।

Level 0

কল করতেই দেখি যত সমস্যা, মাফ চাই। সরাসরি কলা করার সিস্টেম হলে নিতাম।

এক কুত্তা আমার ২৭২ টাকা মেরে দিয়েছে ওর মোবাইল নং 01961228944-01743478880

Level 0

owo

amer ata BTS connection asa 5/6 mash aga niselam akhon ar call jay na bola ID card niya BTS office aa contact korta hoba balance aa 100tk moto cilo sataoo ghear. 500 taka moto rate apner sim ar upor chalu kora daba sob milay fawl akta service .

Chorer mar Lomba Gola…সাইফুল ইসলাম ইরফান

আপনারা সবাই ঠিক বলছেন ভাই। আমি ৭/৮ মাস আগে নিছিলাম। শা….রা সব ….কির …লা আর High Level এর বাটপার। আপনেরে কথা দিয়া পুরাই ব্রেন ওয়াশ কইরা দিবে। তখন মনে হবে আপনেই চালাক আর বাকি সবাই …ধার …চ্চা। এক ….ন্মা আমার ৩,000/- টাকা মাইরা দিছে। নিজেরে ডিউক নামে পরিচয় দেয়।

বিঃদ্রঃ টেকটিউন্স এর সম্মানার্থে গালিগুলো সেন্সর করা হলো।