একজন হবু কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বাঁচাতে এগিয়ে আসুন , আপনার অতি ক্ষুদ্র দান বাঁচিয়ে দিতে পারে একটি প্রান , না পারলেও অন্তত শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের কথাগুলো , হয়ত আপনার কারনেই জীবন ফিরে পেতে পারে আমাদের বন্ধুটি

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )


আসসালামু আলাইকুম । আমার ৬০ তম  টিউনে  সবাইকে স্বাগতম । সাধারনত আমি সবসময় টেকনোলজি নিয়ে টিউন করে থাকি । কিন্তু আজকে আমি আপনাদের সামনে কোন টেকনোলজি বিষয়ক কথা বলব না , আমি আপনাদের সামনে আজকে এসেছি আমার এক বন্ধুর জীবন  ফিরে পেতে , বন্ধুটি আমার মৃত্যুর সাথে লড়ছে । এই টিউনটি টেকটিউন্সের নীতিমালা বিরুদ্ধ কিনা আমি জানিনা , এখানে টিউন করার কারন হচ্ছে টেকটিউন্স বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট , তাছাড়া হাজারো প্রবাসী ভাই বোন রয়েছে টেকটিউন্সের সাথে ।

ডাক্তার বলে দিয়েছেন অতি দ্রুত তার দুইটা কিডনিই ট্রান্সপ্লান্ট করতে হবে। সিঙ্গাপুর নিয়ে গেলে খরচ পড়ে ৬০-৭০ লক্ষ টাকা , যা তার দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা কখনই সম্ভব নয় । টেকটিউন্সে প্রায় ২ কোটির ও বেশি ভিজিটর ,  তার অর্ধেক ও যদি আমরা ১ টাকা করে দেই তাহলেই তো অনেক । এর মধ্যে হয়ত অনেকেই বিষয়টি এড়িয়ে যাবেন , আবার কেউ হয়ত বেশী দান করবেন , একটি কথা মনে রাখবেন আজ কিংবা কাল , আপনার আমার ও একই অবস্থা হতে পারে , তখন কি করবেন ? প্লিজ একবার ভেবে দেখবেন , ৫০ টাকা , ১০০ টাকা অনেক বেশি কিছু না , কিন্তু আপনার এই ক্ষুদ্র দানই হয়ত বাঁচিয়ে দিবে একটি জীবন ।

আর দান করতে না পারলেও অন্তত আমাদের কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন , ফেসবুক ,টুইটার , গুগল প্লাস ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে । এতে আপনার শেয়ার করা কথা  গুলো শুনে হয়ত এগিয়ে আসবে আরো অনেক ভাই । প্লিজ একটি জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন । আপনার দান যদি  কমও হয় তবুও দিতে কোন সমস্যা নেই , আপনাদের অল্প অল্প দানই আমাদের বন্ধুর চিকিৎসার খরচ জোগাবে । সেই সাথে মহান আল্লাহ তায়ালার কাছে সবাই দোয়া করবেন । আমাদের ফেসবুক ইভেন্টে এর বিস্তারিত পাবেন , যোগ দিন আপনিও ফিরবে শিমন , বাঁচবে মানবতা

একজন হবু কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বাঁচাতে এগিয়ে আসুন

আমাদের বন্ধু সোহানুর রহমান(শিমন),রোল-১২৩০৫৫. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। মেধার জোরে ভর্তি হয়েছিল আমাদের এই ক্যাম্পাসে,ইচ্ছে ছিল একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।রেজাল্টও অনেক ভালো এবং অনেক ভালো একজন প্রোগ্রামার সে।পড়াশুনা চালাতে ব্যাংকের শিক্ষা লোনে দুইটা বছর বেশ ভালই চলেছে তার। কিন্তু হুট করে গত ৫ এপ্রিল ২০১৫ তারিখে রাজশাহী মেডিক্যাল কলেজে কিডনি টেস্ট করতে গিয়ে ধরা পরে, তার দুইটা কিডনি অকেজো! !

ডাক্তার অতি দ্রুত তাকে সেদিনই ডায়ালাইসিস করাতে বলে।৪৮ ঘন্টার ডায়ালাইসিসে তাকে ৫০ টা স্যালাইন এবং ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়।যেখানে একজন সাধারন মানুষের শরীরে ক্রিয়েটিনিনের পরিমান 0.6 - 1.4 mg/dlসেখানে দেখা যায় তার শরীরে এই পরিমান 12.5 mg/dl ,খুব বেশী অস্বাভাবিক পর্যায়ের।ডাক্তার বলে দিয়েছেন অতি দ্রুত তার দুইটা কিডনিই ট্রান্সপ্লান্ট করতে হবে।সিঙ্গাপুর নিয়ে গেলে খরচ পড়ে ৬০-৭০ লক্ষ টাকা।দরিদ্র পিতা-মাতার মাথায় এ যেন বাজ পড়লো।গ্রামে বাবার ক্ষুদ্র এক কাপড়ের দোকান আছে। যে ছেলে পড়াশুনা করত শিক্ষা লোন নিয়ে তার ফ্যামিলির পক্ষে কি এত টাকা ম্যানেজ করা সম্ভব?

অসহায় মা,নিজের কিডনিই দিয়ে দিতে চেয়েছিল তার ছেলেকে।কিন্তু ব্লাড প্রেসার থাকায় তার মায়ের কিডনি নেওয়া যাবেনা, ডাক্তার বলে দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিকিৎসা প্রায় ২৫ লক্ষ টাকায় সম্ভব।তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,ভারতেই তাকে চিকিৎসা করানো হবে।কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা ম্যানেজ করা একেবারেই অসম্ভব।তাহলে কি শিমন এই জগৎ ছেড়ে চলে যাবে শুধুমাত্র কিছু টাকার অভাবে?

আপনার ক্ষুদ্র দান বাঁচিয়ে দিতে পারে একটি প্রান

না,তা হতে দেওয়া যায়না।শিমন বাঁচবে,তাকে বাঁচাবো আমরা।তার মৃত্যু মানে গোটা মানবতার মৃত্যু।একজনের পক্ষে এত টাকা দেওয়া অসম্ভব ঠিকই কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে অনায়াসেই এই টাকা উঠিয়ে ফেলতে পারি।তার পাশে রয়েছে তার বন্ধুরা,শ্রদ্ধেয় শিক্ষকেরা এবং তার জেলা মেহেরপুরের সবাই,আমরা, আপনারা আর সৃষ্টিকর্তা।সময় খুব কম, কিন্তু টাকার অংকটা যে অনেক বড়।রাজশাহী মেডিক্যাল থেকে স্থানান্তর করা হচ্ছে শ্যামলী কিডনি হাসপাতালে।

আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা শিমনকে বাঁচাবোই,ফিরিয়ে আনবো আমাদের রুয়েটে।একজন হবু ইঞ্জিনিয়ারকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন।শিমনের জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল নাম্বার)
01767-853839 , 01797-273885 , 01836-353911 , 01716-187602

ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং- 01938-4656345

‪#‎প্রবাসী‬ ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ [email protected]

যারা পাঠাবেন তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন " Donation for Shimon"

ব্যাংক একাউন্টঃ
Account name: MD. Sahanur Islam(মোঃ সাহানুর ইসলাম)

ACCOUNT NUMBER: 228.151.29050(২২৮.১৫১.২৯০৫০)

DUTCH-BANGLA BANK, JHENAIDAH BRANCH , BANGLADESH

চিকিৎসার যাবতীয় ডকুমেন্ট পাবেন এখানে

‪#‎সংগ্রহীত‬ অর্থের পরিমান ও উৎস জানতে ক্লিক করতে পারেন গুগল ডকের এই লিঙ্কেঃ

যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
_______________________

মাহাফুজুর রহমান বাপ্পী – 01671910287
আশিকুজ্জামান মিন্টু- 01928243598
শাহেদুজ্জামান বিপ্লব - 01927017747
আশিষ কুমার ঘোষ- 01719511148
পাপন রায়-01745618694

সার্বিক সহযোগিতায়ঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।

সবশেষে বলছি , আপনার ক্ষুদ্র দান আর আল্লাহর রহমত ই পারে আমাদের বন্ধুকে বাঁচাতে ।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি   মোঃ আশিকুর রহমান

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য।

    @আই,টি সরদার: জ্বী ভাই , মানুষ মানুষের জন্য , ইনশাআল্লাহ্‌ সকলের দান ও দোয়ায় আমাদের বন্ধু সুস্থ হয়ে ফিরে আসবে

কথাটা সত্য, এমন পরিস্থিতিতে যে কেও পরতে পারেন। সবাই একবার ভেবে দেখুন এই পরিস্থিতিটি যদি আমার বা আপনার বা আপনার আপন কারো হতো তাহলে কি এভাবে এড়িয়ে যেতে পারতেন? আমরা সামান্য একটা মোবাইল বা কম্পিউটারের পিছনে কত টাকা ব্যয় করে পেলি। অনেক সময় দুয়েকটা মুভির সিড়িও কিনতে ১০০-২০০ টাকা খরচ করে পেলি। কিন্তু কাওকে ৫০-১০০ টাকা দান করতে অনেক রকমের দ্বিধাবোধ করি। আসলে এই দানই হচ্ছে আমাদের আসল মুলধন যা এক সময় অনেক বড় আকারের সফলতার কারন হবে সবার জন্য।
অনেকে মনে করেন আমার সামান্য দান দিয়ে কি হবে? আপনার, আমার, আমাদের সবার টাকার অংক মিলে কিন্তু সামান্য নয়। তাই যে যেখানে পারি সবাই পোস্টটি শেয়ার করি এবং নিজের স্বাধ্যমত যে যতটুক পারি সহযোগিতা করে যায়।

Level 0

Amin !