এক্সক্লুসিভ পোস্টঃ “ডর” ডর মানে ভয় !

আপনারা সবাই কোন না কোন বিষয়ে আথবা জিনিষে ভয় পান।

আজকে আমি কেখাব কিছু কমন ভয় পাওয়ার বিষয়ে আথবা জিনিষঃ

  মানুষঃ

  1. ভাল মানুষঃ ভাল মানুষ ভয় পায় মিথ্যা কে।
  2. খারাপ মানুষঃ খারাপ মানুষ ভয় পায় সত্য কে।
  3. রাজনিতিবিদঃ রাজনিতিবিদ ভয় পায় তার টাকা হারিয়ে যাওয়াকে (টাকা শেষ রাজনিতি শেষ)।
  4. সন্ত্রাসিঃ সন্ত্রাসি ভয় পায় পুলিশ কে।
  5. পুলিশঃ পুলিশ ভয় পায় সন্ত্রাসি কে (লুল)।
  6. ডাক্তারঃ ডাক্তার ভয় পায় পুলিশ কে (কারণ তাদের দুই নাম্বার ধান্দা)
  7. দোকানদারঃ দোকানদার ভয় পায় শিক্ষিত লোক কে (কারণ তাদের চুরি শিক্ষত রাই ধরতে পারে)।
  8. প্রেমিকঃ প্রেমিক ভয় পায় প্রেমিকা কে।
  9. প্রেমিকাঃ প্রেমিকা ভয় পায় প্রেমিক কে (চিন্তায় থাকে কোন সময় তার অন্যান্য প্রেমিকদের কথা জানতে পেরে গেল না কি)।
  10. গেমারঃ গেমার ভয় পায় লোড শেডিং কে (আরে কারেন্ট চলে গেল না কি?)
  11. টেকারঃ ইন্টারনেট স্লো কে (ধত এত স্লো ইন্টারনেট এ ব্রাউজ করা যাচ্ছে না)
  12. প্রোগ্রামারঃ প্রোগ্রামার ভয় পায় ভুলকে (আরে শালা আবার চেক করতে হবে, কোথায় যে ভুল হল!)

  জন্তু জানয়ারঃ

  1. গরুঃ গরু ভয় পায় পড়াশোনা কে (কোন গরু তা বুইঝা লন)
  2. হাস-মুরগিঃ হাস-মুরগি তাদের সন্তান্দের তাদের জীবন থেকে বেশি ভাল থাকে। আপনি যদি লক্ষ করেন দেখবেন এগুলো যখন ডিম পারে তখন থেকে ডিমের কাছে কাউকে যেতে দেয়না। আর এগুলো তাদের সন্তান কে হারান কে বেশি ভয় পায়।
  3. ছাগলঃ ছাগল ভয় পায় পানি কে।
  4. সাপঃ সাপ ভয় পায় (চোখে তো কিছু দেখে না, তাই ভয় পাইব কাকে)।

অন্যান্য:

  1. শয়তানঃ শয়তান ভয় পায় এবাদাতগার বান্দাকে।
  2. মুমিনঃ মুমিন ভয় পায় আল্লাহ কে।
  3. আগুনঃ আগুন ভয় পায় পানি কে।
  4. পানিঃ পানি ভয় পায় আগুন কে।
  5. টেকটিউনসের লেখকঃ আইডি হারানকে (কেন যে স্পাম করতে গেলাম)।

উপরোক্ত জিনিস গুলো কিন্তু সাভাবিক ভাবে সত্য, তবে কিছু কিছু ক্ষেত্রে বেতিক্রম আছে।

গেম সম্পরকিতঃ টেকটিউনসে আমার পূর্বের পোস্ট দেখতে পারেন

সৌজন্যেঃ Games Software's and Tips & Tricks for Computer and Mobile

Level New

আমি মোঃ তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কোন দিক থেকে টেক রিলেটেড? :O

আর আজ ভয় পেলুম এই পোস্ট দেখে !!! কোলন পি

মুমিনঃ মুমিন ভয় পায় শয়তান কে। এইটা ভুল