জিনিয়া আপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিলেন। স্নাতকের অধিকার করে নেন প্রথম স্থান। বাবা নেই পরিবারে, অনেক বাধা, বিপত্তী পেরিয়েই তিনি নিজেকে প্রমান করেন জীবনযুদ্ধে। কিন্তু শেষ সময়ে সফলতার শেষ স্টেজে এসেই থমকে যেতে হয় তাকে।
জিনিয়া আপু “লিউকেমিয়া (blood cancer ) এ আক্রান্ত। বর্তমানে পি,জি হাসপাতালে যুদ্ধ করে যাচ্ছেন ক্যানসারের বিরুদ্ধে। আমাদের দেশে এ রোগের বিনাস এখন পর্যন্ত সম্ভব না। বিদেশে নিয়ে যেতে হবে তাকে, দরকার প্রায় ৭৫-৮০ লাখ টাকা। দরকার হচ্ছে রোজ ৩-৪ ব্যাগ রক্তের।
এখন আমাদের সামনে রাস্তা দুইটা। সহজ হিসেব আছে কিছু
কে কোথায় মরলো সে খবর রেখে আমার কি?
আপনার বোনের আজ সেইম হাল হলে কথা টা বলতে পারতেন ভায়া ?
দুনিয়ার রোজ কতজন মরে, আর একজন মারা গেলে কি হবে?
একজন প্রথম শ্রেনীর টেক এক্সপার্ট হতে পারতেন বা পারবেন আপু, দেশের কি তার এইটুকু দরকার ও নাই ?
এতগুলো টাকা ?
টেকটিউন্স পরিবার প্রায় ২ কোটির !সবার অর্ধেক ও যদি দেন তাহলে তো ১ কোটী টাকা।
আমার এ টিউন টা ধরলাম ২ হাজার জন দেখবেন। ১০০ টাকা করে দেন না, ২ লাখ টাকা এক মিনিটে উঠে যাবে ! খুব কঠিন কিছু না ভাই/আপু। আমরা চাইলেই পারি।
অনেক হুজুগে মাতি তো ভাই আমরা। আসেন না আপুকে বাচানো টা আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নেই। প্রতিটা ইউজার, টেকটিউন্সের টিউনার, ভিজিটর আসেন না ভাই সবাই মিলে একটু কিছু করি।
আমরা চাইলে পারি না ? টেকটিউন্স পারে না ? আমাদের জ়েনারেশন পারে না ? যদি এতগুলো মানুষ মিলে আমরা না পারি তাহলে আমাদের টেক নলেজ কি কাজে লাগবে ভাই? যা জীবন ই বাচাতে পারে না, তা কিভাবে ভালো কিছু হয় ?
পকেটে যা আছে দিয়া দেন, চা সিগ্রেটের একদিনের খরচ ই নাহয় যাবে। যাক না, ফ্রিল্যান্সার, ওয়েব মাস্টার যে যেখানে আছে, আওয়াজ দেন।এই লেখা টা যত জন কে পারেন দেখান, যত যায়গায় সম্ভব শেয়ার করেন। আমরা আরেক বার প্রমান করি টেকটিউন্স মানুষের জন্য আর টেক টিউন্স মানুষের পাশে।
যোগাযোগঃ ০১৭১৪ ৩৬১৭৮৯
বিক্যাশঃ ০১৭৩৮ ২৭৫১২৭
বাইরের দেশ থেকে চাইলে হেল্প করেন
SCB ( Standard Chartered Bank) account:
Account name: Md. Jashim Uddin ( জিনিয়া আপুর ভাইয়া)
Account no: 18117105901
Branch: Gulshan North, Branch Routing No: 215261900
Swift codes for Bangladesh: SCBLBDDX
ভুয়া কিনা ?
পার্সোনালী ভ্যারিফাইড বাই শিমুল শাহরিয়ার, আপাতত একটা পরিচয় ,সিনিয়র ব্লগার অফ টেকটিউন্স।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
কিছূ হলেও দেয়ার ইচ্ছা ছিল কিন্তু তার সম্বন্ধে কিছুই জানিনা।