-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
এরকম কোন একটা বিষয় নিয়ে টিউন করতে হবে ভাবিনি। আমি কয়েকদিন আগে আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন কীভাবে বাংলালিংক প্রত্যেকদিন আমার অজান্তে আমার একটা সিম থেকে টাকা কেটে নিতো। আমি সেদিনও জানতাম না যে তারা প্রত্যেকটা সিম থেকে এভাবে টাকা কেটে নিচ্ছে গ্রাহকদের অজান্তে। আজ যখন আমার অন্য একটি সিমেও একই অবস্থা দেখলাম তখন পরিচিত যারা ছিলো তাদের ফোনের নাম্বার গুলো চেক করে দেখলাম আমার আসঙ্কা সত্য। বাংলালিংক প্রত্যেক সপ্তাহে কোন একটা বিশেষ গোপন সাবক্রিপশন হিসাবে আপনার আমার সবার নাম্বার থেকে ১১.৫০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। চলুন এবার বিস্তারিত বলছি।
আমরা অনেকেই হয়তো মোবাইলের ব্যালান্স সব সময় চেক করে দেখিনা। কখনো খুব অল্প পরিমান টাকা অতিরিক্ত কেটে নিলে সেটা আমাদের নজরে আসার কথা নয়। মোবাইল দিয়ে আপনার ব্যয়ের হিসাব দেখা যায় না বলে আপনি হয়তো কোন অভিযোগ করেন না। কিন্তু বাংলালিংক অনলাইন একাউন্টে আপনি আপনার রিজার্জ থেকে শুরু করে সব ব্যবহার হিস্ট্রি জানতে পারবেন। আমি আমার ইউজেস হিস্ট্রি চেক করতে গিয়ে হঠাৎ এক সময় খেয়াল করলাম প্রত্যেক সপ্তাহে ৫দিন 83091001 নাম্বারে একটা করে এসএমএস সেন্ড হয়েছে। অথচ আমি এরকম কোন এসএমএস ভুলেও সেন্ড করিনি। একটা মেসেজ হলো কথা ছিলো, সপ্তাহে ৫টা করে মেসেজ পাঠানো অসম্ভব।
প্রথমে ভেবেছিলাম একটা নাম্বার থেকে ভুলে এরকম হতেই পারে, কিন্তু যখন আমার অন্য নাম্বারে একই অবস্থা দেখলাম তখন টনক নড়ে গেলো। পরে পরিচিত যারা ছিলো তাদের নাম্বার দিয়ে ট্রাই করে দেখে নিশ্চিত হলাম যে এটা বাংলালিংকের একটি প্রতারনা। হয়তো আমার মতো আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করছেন সবার একই অবস্থা হয়েছে। কীভাবে নিশ্চিত হবেন যে আপনার একাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে? উত্তর নিচে দিয়ে দিচ্ছি-
আপনার মোবাইলের সকল তথ্য জানতে আপনার প্রয়োজন একটি বাংলালিংক অনলাইন একাউন্ট। বাংলালিংক অনলাইন একাউন্টের জন্য আপনার ফোনের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন Reg এবং পাঠিয়ে দিন ৯৮৭৬ নাম্বারে। আপনি ফিরতি মেসেজে একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর আপনার কম্পিউটার ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন http://www.banglalink.com.bd/en/ এবং এন্টার চাপুন, নাহলে এখানে ক্লিক করুন। এটা আপনাকে বাংলালিংকের অফিশিয়াল সাইটে নিয়ে যাবে। এবার নিচের চিত্রের মতো একটি লগইন অপশন পাবেন। সেখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ করলে আপনাকে একটি অনলাইন ফরম দেওয়া হবে। সেটা যথাযথ ভাবে পুরন করুন। আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে মনের মতো একটি পাসওয়ার্ড দিন।
এবার উপরের মেনুবার থেকে My Banglalink » Usage History তে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড সেন্ড হবে। সেই কোড প্রবেশ করালে আপনার কাঙ্খিত তথ্য দেখতে পাবেন। নিচে আমার নিজের অ্যাকাউন্ট তথ্য দিলাম। আজও ২.৩টাকা কেটে নেওয়া হয়ছে! কিন্তু দুঃখের কথা হলো আমার সাবসক্রিপশন চার্জ হিস্ট্রিতে গিয়ে দেখলাম এই ২.৩০ চার্জ কাটার কোন কারন দেখানো হয়নি। আমি কোন সেবা নিচ্ছি কিনা সেটাও দেখানো হয়নি। আপনাদের যে কী অবস্থা সেটা কে জানে!
বাংলালিংকের এই প্রতারনার জন্য আপনারা অভিযোগ করতে পারেন আপনার একাউন্টের Complain অপশন থেকে। আশা করি আপনারা নিজে সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন। কারন আমাদের দেশের টাকার মূল্য আমাদের কাছে অনেক। সবাই টিউনটি শেয়ার করার মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দিন।
মাঝে মাঝে দুই-চার মেগাবাইট ইন্টারনেট হ্যাক করে অনেকেই বলে যাক বাংলালিংককে বাঁশ দিলাম। কিন্তু তাদের বাঁশ যে কতো বড় সেটা আজ আপনারা হয়তো অনেকেই হাড়ে হাড়ে বুঝতে পারবেন। আসলে ওস্তাদের মাইর শেষ রাতে কথাটি সব সময় মনে রাখতে হবে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ভাই আমি আপনার সাথে একমত।তবে এটা শুধু বাংলালিংক করেনা,অন্যান্য অপারেটরাও এই ভাবে গ্রাহকদের ফাকি দিয়ে একাউন্ট থেকে টাকা কেটে নেয়।তাই সব চেয়ে ভালো হবে টেলিটক ব্যবহার করলে(যদি network ভালো থাকে)।