আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ
কেমন আছেন সবাই ? আশা করি করি ভালই আছেন।
আজ স্বর্ণ সংরক্ষণকারী দেশ সম্পর্কে জানানোর চেষ্টা করব 😛
অনেকের কাছে স্বর্ণ একটি মুল্যবান ধাতু। তাছাড়া এই ধাতু একটা নির্দিষ্ট মুল্য বহন করে। যদিও মুদ্রা ব্যবস্থা স্বর্ণ এর ওপর নির্ভর করে না, তবুও বৈশ্বিক অর্থনীতিকে সুস্থিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। স্বর্ণ সাধারণত বিভিন্ন দেশে শেয়ারবাজারের একটা অংশ তৈরী করে। আমি দশটা দেশের নাম উল্লেখ করব যে দেশগুলো সবচেয়ে বেশী স্বর্ণ সরক্ষন করছে। আমাদের দেশেও কম স্বর্ণ নাই। শাহজালাল বিমান বন্দর আর সিলেট বিমান বন্দরে যে স্বর্ণ পাওয়া যায় তাতে আমাদের দেশ ১ নম্বরে থাকার কথা 😛 ।
ছয় জাতি(G6 Nations) সংস্থাটি বিশ্বের সবচেয়ে বেশী স্বর্ণ বহন করে যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা তৃতীয় স্থানে যার পরিমান ২৮১৪ টন।
১০। ভারতঃ ভারত খুব কম পরিমান স্বর্ণ ইনভেস্ট করে। কেননা তারা মনে করে, ক্রয়কৃত স্বর্ণ অভাব পূরণ করতে পারে। দেশটি বর্তমানে ৫৫৭.৭ টন স্বর্ণ বহন করছে যা দেশের মোট বৈদেশিক মুদ্রার ৯.৯ % । ১০% কে আদর্শ হিসেবে ধরা হয় এবং ভারত এই বিষয়ে খুবই সচেতন থাকে।
৯। নেদারল্যান্ডঃ প্রায় দের যুগ ধরে দেশটি তার চাহিদার চেয়ে কম পরিমান স্বর্ণ বিক্রয় করছে। দেশটি বৈদেশিক মুদ্রার ৫২% বহন করছে। বর্তমানে যার পরিমান ৬১২.৫ টন।
৮। জাপানঃ ছোট্ট কিন্তু শক্তিশালী দেশটি ১৯৬০ সাল থেকে স্বর্ণ সংরক্ষন করে যাচ্ছে। ২০১১ সাল পর্যন্ত এই পরিমান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু পরবর্তীতে দেশটি সুনামি এবং ফুকুসিমা বিধ্বস্ত হওয়ার ফলে কিছু পরিমান বিক্রয় করেছিল। বর্তমানে দেশটিতে ৭৬৫.২ টন স্বর্ণ মজুদ আছে।
৭। রাশিয়াঃ দেশটি বিশ্বের চতুর্থ স্বর্ণ উৎপাদনকারী দেশ। বর্তমানে দেশটি ৯৭০ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৯.৮% । অর্থাৎ আদর্শ ১০% এর কাছাকাছি ।
৬। সুইজারল্যান্ডঃ বর্তমানে দেশটি ১০৪০.১ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৮% ।
৫। চীনঃ এটি অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ। চীন খুব কম পরিমান স্বর্ণ বহন করে যা বিক্রি করে চাইনিজ মার্কেটে পুনঃবিনিয়োগ করে। বর্তমানে দেশটি ১০৫৪.১ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ১.৭%।
৪। ফ্রান্সঃ এটিই প্রথম দেশ যে ২০০০ টন স্বর্ণ সংরক্ষণকে ছাড়িয়ে গেছে। সাম্প্রতিককালে দেশটি ৫০০ টন স্বর্ণ বিক্রি করেছিল। বর্তমানে দেশটি ২৪৩৫.৪ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৬৫%।
৩। ইতালিঃ দেশটি বর্তমানে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। বর্তমানে দেশটি ২৪৫১.৮ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৬৫%।
২। জার্মানিঃ কয়েকবছর ধরে দেশটি স্বর্ণ বিক্রয় করে যাচ্ছে। তাছাড়া সাম্প্রতিককালে দেশটি প্যারিস এবং নিউইয়র্ক থেকে স্বর্ণ কিনেছে। বর্তমানে দেশটি ৩৩৯০.৬ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৬৬%।
১। অ্যামেরিকাঃ এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ সংরক্ষনকারী দেশ। দেশটি বর্তমানে ৮১৩৩.৫ টন স্বর্ণ বহন করছে যা বৈদেশিক মুদ্রার ৭০%।
অনেক কিছুই তো জেনে ফেললেন 😛
আর আমাকে ফেসবুকে বন্ধু বানাতে চাইলে এখানে ক্লিক করুন।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ
আমি রাজিব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শুধুই আল্লাহকে চাই ।
Source dile valo hoto .