অনলাইন সার্ভিস নাম করে একদল প্রতারক চক্র প্রায় অর্ধশত মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে । এরা স্বল্প দামে গুগল এডসেন্স একাউন্ট দেয়ার নাম করে মানুষকে প্রতারিত করেছে। কারো কাছে মাল্টি এডমিনিস্ট্রেটর রেখে একাউন্ট সেল করেছে এবং টাকা হাতে পাওয়ার পরপরই একউন্টটি আবার তাদের আওতায় নিয়ে গিয়েছে। অথবা তারা গুগল এডমোব দিয়ে এডসেন্স একাউন্ট বানিয়ে তা গ্রাহকদের ধরিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে ৩/৪ দিন যেতে না যেতেই একাউন্টগুলো ব্যান হয়ে যায়।
প্রতারিত হয়েছেন যুগান্তর সাব এডিটর সহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ।
এদিকে মেহেদী হাসান নামে একজন গুগল এডসেন্স বাংলাদেশ গ্রুপের সদস্য ( যিনি টেকটিউনসেরও একজন টিউনার ) গ্রুপে এ নিয়ে পোস্ট দিলে প্রতারক চক্রের প্রধান আল ইমরান তার নিজ পার্সোনাল আইডি সহ তাদের অনলাইন সার্ভিস নামক পেজ টি ডিলিট করে দেয়। তবে মেহেদী হাসান ওই প্রতারক চক্রের প্রধানের প্রোফাইল এর স্ক্রীনশর্ট সংরক্ষণ করেছেন।
এই প্রতারক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বলে তার প্রোফাইলে উল্লেখ করেছিল। যদি তার ক্লাসমেট কেউ চেনেন তারাও ওকে ধরতে সাহায্য করুন।
প্রতারকদের ঠিকানা সংগ্রহ করতে ডিবি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে তবে এখনও তারা কোন তথ্য প্রদান করেন নি। প্রতারক চক্রের ব্যবহৃত তথ্যাদি গুগল সার্চ দিয়েও কোন ইনফরমেশান বের করা সম্ভব হয়নি।
কিন্তু আমরা বিশ্বাস করি টেকটিউনসের এই সুবিশাল কমিউনিটির মাঝে এমন কেউ রয়েছেন যারা উক্ত প্রতারকদের ব্যক্তিগত ভাবে চেনেন। আমরা গুগল এডসেন্স বাংলাদেশ গ্রুপ আপনাদের কাছে আশা করব প্রতারককে ধরিয়ে দিতে বা তাদের ঠিকানা দিতে আপনি কার্পন্য বোধ করেবন না।
হতে পারে সে আপনার ভাই, বন্ধু বা যে কোন নিকটাত্নীয়। যদি পরিচিত হয়ে থাকে তবে গুগল এডসেন্স বাংলাদেশ গ্রপে অথবা এখানে কমেন্টস করার মাধ্যমে আপনি এই প্রতারক চক্রের বিস্তারিত আমাদের জানান।
➡ ০১৯২০২৮৫১২০
➡ ০১৯৪১২৫৬০৬৯
➡ ০১৯৪১২৫৬০৯৬
➡ তাদের ব্যবহৃত বিকাশ নাম্বারঃ ০১৯৩৮২০২৮২৪
পরিশেষে সময়ের কন্ঠস্বর, বিডি ২৪ লাইভ সহ যে সকল অনলাইন নিউজ পোর্টাল রয়েছে তাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের পোর্টালে প্রকাশ করুন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় মা বাবার এই কনডম ফাটা সন্তানদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি দেয়া সম্ভব বলে আমাদের বিশ্বাস।
প্রতিবাদ এবং প্রতিরোধ করার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ
সৌজন্যেঃ গুগল এডসেন্স বাংলাদেশ facebook group
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শুদু অর বাসার ঠিকানা টা পেলেই হবে…
অই জানুয়ার এর বাচ্চা আমার মা বাবা কে নিয়ে অনেক বাজে কথা বলছে…
আমি অকে অছিত শিক্ষা দিতে ছাই…
দয়াকরে আপনারা সবায় হেল্প করেন …