আপনার মনের মত ইং-বাংলা ডিকশনারি এখন হাতের মুঠোয়, শব্দ সংখ্যা ৯৪০০০+ ও Antonym সহ (সাইজ মাত্র ৭ মেগাবাইট)

বাংলা ডিকশনারি যে কত প্রয়োজনীয় বিষয় আমরা যারা কম্পিউটারে মুভি দেখি, খবর পড়ি এবং শিক্ষামূলক অন্যান্য কাজ করি তারা সকলেই জানি। আমি নেটে আজ পর্যন্ত অনেক বাংলা ডিকশনারি দেখেছি, কিন্তু কোন ডিকশনারিই আমার মন মত ছিল না। ফিচার ভাল, কিন্তু হয় শব্দ সংখ্যা কম (৪০-৫০ হাজার) অথবা লোড হইতে অনেক টাইম নেয়। আবার সাইজও অনেক বড় বড়। কথা না বাড়িয়ে এবার আসল জায়গায় আসি।

আমি একজন শখের প্রোগ্রামার। যেহেতু আমার মনের মত ডিকশনারি আমি কখনোই পাইনি, তাই এবার নিজ উদ্যোগেই আমি একটা বাংলা ডিকশনারি বানিয়েছি, নাম দিয়েছি PyDict Bangla। এই ডিকশনারিতে যা যা আছে তা নিচে সংক্ষেপে দিলাম, তবে তার আগে চলুন একটি স্ক্রিনশট দেখে নিই।

(সাদামাটা লুক দেখে আবার নিরাশ হইয়েন না, চেহারা দেখে সবকিছু চেনা যায় না। আগে ডাউনলোড করুন তারপর পছন্দ না হলে আমাকে বলবেন)

১। এই ডিকশনারির ডাউনলোড সাইজ মাত্র ৭ মেগাবাইট

২। শব্দসংখ্যা প্রায় ৯৪০০০ (৯৪ হাজার) এবং সাথে রয়েছে বিপরীত শব্দ (Antonym)

৩। এর ইউজার ইন্টারফেস খুবই সহজ সরল, অতি দ্রুত ডিকশনারি চালু ও বন্ধ করা সম্ভব। মেমোরি খায় অন্যান্য ডিকশনারির তুলনায় একেবারেই নগন্য।

৪। এতে রয়েছে Clipboard Monitoring ফিচার। অর্থাৎ যে কোন ইংরেজী শব্দ যে কোন জায়গা থেকে কপি করে ডিকশনারি উইন্ডোটি ফোকাস করলেই সরাসরি সে শব্দের মানে দেখাবে। পাশাপাশি পিসিতে Siyam Rupali ফন্ট ইন্সটল করা থাকলে একেবারে সুন্দর স্পষ্ট বাংলা লেখা দেখতে পারবেন।

৫। এটি আমি এমনভাবে তৈরি করেছি, যাতে ইউজারের কোন ওয়ার্ড খুজতে সর্বনিম্ন সময় ব্যয় হয়। যেমন ধরুন, যতবার আপনি ডিকশনারির উইন্ডোতে ফিরে আসবেন, ততবারই আপনার পূর্বের সার্চকৃত ওয়ার্ডটি মুছে যাবে এবং কার্সার Input স্থানে ফিরে আসবে। এতে যে সুবিধা হবে সেটি হল, আপনি যখন কোন প্লেয়ারে মুভি দেখবেন এবং কোন মানে জানার জন্য ডিকশনারিটি Alt+Tab দিয়ে ফোকাস করবেন, তখন প্লেয়ার চালু থাকা অবস্থাতেও ডিকশনারি ওয়ার্ড সার্চের জন্য প্রস্তুত হবে। ফলে আপনাকে আপনার পূর্বের ওয়ার্ডটি মুছতে হবে না বা Input field এ কার্সার আনতে হবে না বরং আপনি সরাসরি অর্থ খুজে আবার মূল কাজে ফেরত আসতে পারবেন, অনেকটা Quick Search এর মত।

Download (7 mB): 1. Google Drive  2. QFS (Mobile Friendly)  3. Mediafire (thanks to Joy Ch)

Clipboard Monitoring ডিফলটে অফ করা আছে। এটি অন করতে হলে আপনাকে Preferences অপশনে গিয়ে অন করে নিতে হবে। উল্লেখ্য এই ডিকশনারি Windows 7 এবং তার পরবর্তী ভার্সন গুলোতে নিঃসন্দেহে চলবে। তবে Windows XP তে ঠিকমত কাজ করবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই, যদি কাজ করে থাকে তাহলে দয়া করে জানাবেন।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very good . Please mediafire e upload korun. Mobile diye Google drive takhe download korte par6i na.
please

    @Tech follower: তাহলে একটু অপেক্ষা করতে হবে, তবে নিশ্চিতভাবে আজকে রাতের মধ্যে MediaFire এ আপলোড দিব।

I got it . Thanks

দারুন অনেক ভাল লেগেছে # ধন্যবাদ এই রকম ছোট সাইজের আরো কিছু থাকলে শেয়ার করবেন।

অত্যন্ত প্রশংসনীয় কাজ। ডাউনলোড করলাম, সহজ ইন্টারফেস দেখে আরো ভালো লাগলো এবং পুনরায় ফ্রন্টে আনলে ইনপুট বক্স খালি হওয়ার ফিচারটা অসাধারণ হয়েছে। আপনি এটা নিয়ে আরো কাজ করুন, সবাই উপকৃত হবে।

এরপর (যদি সম্ভব হয়) Synonym যুক্ত করুন এবং বাংলা থেকে English শব্দ খোঁজার (বর্তমান ইংরেজী থেকে বাংলা জানার ঠিক উল্টো) ফিচার যুক্ত করুন। আরো আকর্ষণীয় লাগবে। সহজ ইন্টারফেস ধরে রাখুন।

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন মত ডিকশনারির জন্য।

অসাধারণ ,ভালো লাগল

আমি মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। এখান থেকে ডাউনলোড করতে পারেন
http://www.mediafire.com/download/gg7xpcib774y1v8/PyDict_Bangla_0.1.zip

Level New

Vai symbian mbl e cholbe? Upfile e upload kore din

kosto kore bangali er upokar korar jonno dhonnobad

দারুন!!!

ভাই ক্যামনে বানাইলেন ??

type korar somoy word suggestion dile puro better hobe…

ভাল, ওয়ার্ড সাজেশন এবং বাংলা ২ ইংলিশ এর ব্যবস্থা করুন। আপনিই পারবেন! শুভেচ্ছা রইল।

Level 0

Just amazing. Carry on brother.

Awesome bro.