অ্যাপল পণ্য ব্যবহারকারীদের মধ্যে যাঁরা উইন্ডোজ ১০ সফটওয়্যারটি পছন্দ করেছেন, তাঁরা বিনা মূল্যে এটি তাঁদের ম্যাকে ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন।
ডেস্কটপ ও সার্ভার ভারচুয়ালাইজেশন সফটওয়্যার নির্মাতা প্যারালেল ইনকরপোরেশন সম্প্রতি প্যারালেল ডেস্কটপ ১০ নামে একটি সফটওয়্যার অবমুক্ত করেছে, যার মাধ্যমে ম্যাক ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ সফটওয়্যারে টেকনিক্যাল প্রিভিউ বা প্রাক-সংস্করণটি ব্যবহার করে দেখতে পারবেন। উইন্ডোজ আইএসও ফাইল, ক্রোম ওএস এবং উবুন্টুর পাশাপাশি এই সফটওয়্যারটিও ব্যবহার করে দেখার সুযোগ থাকছে।
প্যারালেলের এ সফটওয়্যারটি ম্যাকে একটি ভারচুয়াল মেশিন তৈরি করে টেকনিক্যাল প্রিভিউ এবং উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহারের সুযোগ দিতে সক্ষম।
প্যারালেলের এই সফটওয়্যারটি বিনা মূল্যে দুই সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। এরপর এই সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে হবে। ওএসএক্স লায়ন বা তার পরবর্তী সংস্করণে এই সফটওয়্যারটি সমর্থন করবে। এ জন্য ডেস্কটপে কমপক্ষে কোর টু ডুয়ো প্রসেসর ও চার জিবি র্যাম থাকতে হবে। প্যারালেলে ১০-এর সর্বশেষ সংস্করণ ১০.১. ৪ ডাউনলোড করার লিংক (http://www.downloadcrew.com/article/1067-parallels_desktop_for_mac)
বিনা মূল্যে ফোনে উইন্ডোজ ১০
সম্প্রতি উইন্ডোজ ১০ সফটওয়্যারটির প্রিভিউ সংস্করণ স্মার্টফোনের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। লুমিয়া ৬৩০ / ৬৩৫ / ৬২৬ / ৬৩৮ লুমিয়া ৭৩০ ও লুমিয়া ৮৩০ মডেলে প্রিভিউ সংস্করণ ব্যবহার করা যাচ্ছে। এই সংস্করণটি পরীক্ষা করে দেখতে https://insider.windows.com/এই লিংকে যেতে হবে।
Source : prothom alo
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।