আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫। খেলার টাইমগুলো জানার জন্য সবাই ইতোমধ্যে ফিক্সচার যোগাড় করেছেন জানি, কিন্তু এই ফিক্সচারটা একেবারেই ভিন্ন ধরনের এবং ব্যবহারেও অনেক সহজ। এটি অনেক আগেই রিলিজ করার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে অনেক দেরী করে ফেললাম।
এই ফিক্সচারের মূল বিশেষত্ব হচ্ছে, কোন টিম জিতল সেটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। প্রতিটি টিমের পাশে একটি করে চেকবক্স আছে। যে টিম জিতল তাতে টিক দিন, অথবা যদি খেলা ড্র হয় তাহলে দুটো চেকবক্সেই টিক দিন। আপনার যখনই প্রয়োজন হবে তখনই বিভিন্ন টিমের স্ট্যাটিসটিকস জানতে পারবেন। আর এ সব কিছুই হবে কোন প্রকার ইন্টারনেটের সাহায্য ছাড়াই।
আরো চমক হচ্ছে, এই ফিক্সচারটি মূলত একটি ওয়েব এপ্লিকেশন। আপনি যে কোন ডিভাইসে (এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট, পিসি) তে এই ফিক্সচার দেখতে পারবেন কোন ঝামেলা ছাড়াই, কেননা এটি একটি Responsive Layout. ফলে আপনাকে ছোট স্ক্রিনে আর জুম করে করে খেলার সময় দেখতে হবে না। পেজটি আপনা থেকেই ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী এডজাস্ট করে নেবে। চলুন এবার কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাক।
Desktop View
Mobile View
Download Link (150 KB, zip): Google Drive (All errors fixed!)
বিঃ দ্রঃ Must Read
১। Opera Mini, UC Mini এবং অন্যান্য যে কোন Mini type এর ব্রাউজার দিয়ে পেজটি খুলে পেজকে অপমানিত করবেন না। কেননা উল্লেখিত ব্রাউজারগুলো জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না বা অধিকাংশ স্ক্রিপ্ট সাপোর্ট করে না। পিসিতে Firefox, Chrome সহ অন্যান্য যে কোন মডার্ণ ব্রাউজার দিয়ে এটি খুলতে পারেন (তাই বলে IE 6/7 ইউজ কইরেন না)। আর এন্ড্রয়েডে সবচেয়ে ভাল অভিজ্ঞতা হবে Dolphin Browser, Opera Mobile, Chrome এসব দিয়ে, তবে এন্ড্রয়েডে Firefox একটু ঝামেলা করতে পারে।
২। আপনি যে ব্রাউজার দিয়ে ফিক্সচারটি ওপেন করবেন, সেটির হিস্টোরি ক্লিয়ার করবেন না। করলে সকল সেভ করা এন্ট্রি মুছে যাবে।
৩। একটি নির্দিষ্ট ব্রাউজার ব্যবহার করবেন। একেক বার একেক ব্রাউজার দিয়ে পেজটি খোলা থেকে বিরত থাকুন।
হাতের নাগালে রাখার উপায়ঃ
আপনি যত সহজে ফাইলটি এক্সেস করতে পারেন ততই আপনার জন্য ভাল। এটি কোন exe ফাইল বা এন্ড্রয়েড এপ নয়, এটি একটি ওয়েব পেইজ। তাই কিভাবে পেজটিকে হাতের নাগালে রাখতে পারেন তা বলে দিচ্ছি।
পিসিঃ খুব সহজ, পেজটা এবং এর FixtureData ফোল্ডার টা ডেক্সটপে রাখতে পারেন, তাহলে সহজেই এক্সেস করতে পারবেন।
এন্ড্রয়েডঃ অনেক ফাইল ম্যানেজার আছে যারা বিভিন্ন ফাইলের জন্য হোম স্ক্রিনে শর্টকার্ট বানানোর সুবিধা দেয় (যেমনঃ MiXplorer, ES File Explorer)। আপনি Fixture.html ফাইলটির একটি শর্টকাট হোমস্ক্রিনে নিতে পারেন।
কোন সমস্যা হলে জানাবেন, বাংলাদেশ দলের জন্য শুভকামনা করে এখানেই শেষ করছি।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Iphone ki hobe?