ফেসবুকে চাকরির করার স্বপ্ন হয়ত অনেকই দেখেন। সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে কাজ করছেন। বিশ্বের একনম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল যে অন্য পাঁচটা কোম্পানির মতো নয় একথা বলাবাহুল্য। কিন্তু আমাদের জানতে ইচ্ছে তো করে যারা ফেসবুকে চাকরি করে মাসের শেষে কত মাইনে পায়।
জব পোর্টাল গ্ল্যাসডোর প্রকাশ করে ফেসবুকের বিভিন্ন পদের বেতন তালিকা। তাদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চক্ষু ছানাবড়া হতে পারে। কিন্তু ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের বছরে বেতন মাত্র ১ ডলার। যদিও ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)।
নীচে ফেসবুকের সর্বোচ্চ ১৫ টি পদের বেতন তালিকা দেওয়া হল। বেসিক বেতন ও বোনাস নিয়ে বছরে তাদের ইনকাম–
১. Engineering Manager: ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার রুপি (£252k)
২. Software Engineer V: ১ কোটি ৫৯ লক্ষ রুপি (£171k)
৩. Senior Software Engineer:১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার রুপি (£140k)
৪. Software Engineer IV: ১ কোটা ২৮ লক্ষ ৯১ হাজার রুপি (£139k)
৫. Product Manager:১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার রুপি (£129k)
৬. Data Scientist:১ কোটি ১৪ লক্ষ ২ হাজার রুপি (£123k)
৭. Software Engineer: ১ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার রুপি (£121k)
৮. Technical Program Manager:১ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার রুপি (£116k)
৯. Research Scientist: ১ কোটি ৬ লক্ষ ২ হাজার রুপি (£114k)
১০. Software Engineer III: ১ কোটি ৫ লক্ষ ২ হাজার রুপি (£113k)
১১. Network Engineer: ৯৮ লক্ষ ৩২ হাজার রুপি (£106k)
১২. Data Engineer: ৯০ লক্ষ ২১ হাজার রুপি (£97k)
১৩. User Interface Engineer: ৯০ লক্ষ ৬ হাজার রুপি (£97k)
১৪. Production Engineer: ৮১ লক্ষ ৩৬ হাজার রুপি (£87k)
১৫. Product Analyst: ৭২ লক্ষ ৯৭ হাজার রুপি (£78k)
সূত্র-জিনিউজ
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।
আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাথা ঘুরার যোগাড়