বাংলা ভাষার সবথেকে জনপ্রিয় প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক আমাদের টেকটিউনস। ২ কোটির ও বেশি প্রযুক্তিপ্রেমীর এক বড় আস্তানা এই টেকটিউনস।
স্প্যামার সবসময় সচেষ্ট এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু ফায়দা লূটার জন্য। টেকটিউনসের কঠোর নীতিমালা কাছে এই অসাধু লোক তাদের নিজেদের টিউনার আইডি হারিয়ে, আজ আপনাকে টার্গেট করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু অসাধু লোক টেকটিউনার আইডি কেনার জন্য খুব সক্রিয়।
তারা আপনার আইডি হাজার টাকা দিয়ে কিনে নেওয়ার অফার দিচ্ছে বা দিবে। কিন্তু আপনি কি চান?
আজকে আমার পিছনে একজন লেগেছে আমার আইডি কেনার জন্য। প্রথমে সে আমাকে একটা টিউন করে দিতে বলে। অবশ্য ফ্রি নই, সে আমাকে সন্মানি দিবে জানায়।
আমি তাকে বললাম যদি নন-কমার্শিয়াল এবং টেকটিউনসের নীতিমালার বিরুদ্ধে না যায় তাহলে আমি কোন বিনিময় ছাড়ায় আমি টিউন করতে রাজি আছি। পরে টেকটিউনস নীতিমালার বিরুদ্ধ হওয়ায় আমি না করি।
তখন সে বললো আচ্ছা আপনি আপনার টিউনার আইডি সেল করবেন? আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি তাকে শুধু এটুকু বললাম, আপনি কতো দিবেন আমার আইডি সেল করলে? লাখ টাকা?
সে অ্যামাউন্ট শুনে পালালো মনে হয়। 😀
আচ্ছা তাকে আমি কীভাবে বোঝাবো এই আইডির মূল্য আমার কাছে লাখ টাকার বেশি।
এই আইডি দিয়ে আমি এতো মানুষের ভালবাসা পেয়েছি, এতো মানুষ আমাকে জানে সেই ভালোবাসা আমি লাখ টাকার বিনিময়ে কীভাবে বিক্রি করে দিবো?
আসলে টেকটিউনস জনপ্রিয় পোর্টাল হিসেবে এরকম অফার মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আপনিও পাবেন। তার মানে কি আপনি লাখ টাকার কাছে বিক্রি হয়ে যাবেন?
নিজের ঈমান নষ্ট করি কীভাবে বলেন!
স্প্যামাররা শুনে রাখুন, টেকটিউনস টেকম্যান তৈরির কারিগর। যারা টেকটিউনসের সাথে আছে, কিছু হারাইচে কিনা জানি না। তবে কি পাইছে তা অন্ততো আমি নিজেকে দেখলে বুঝতে পারি।
সেহেতু প্লিজ আপনারা এই সুন্দর প্রযুক্তি পরিবেশ নষ্ট করতে এখানে আসবেন না। তাতে আপনি নষ্ট হবেন, আপনার আইডি যাবে, অন্য একজনও তার আইডি হারাবে।
টেকটিউনস এডমিন আপনার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে।
আসুন আমরা সচেতন হই।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ভাইয়া অনেক ভালো লিখেছেন! সবাইকে সতর্ক করার জন্য ধন্যবাদ।