টেক জায়ান্ট অ্যাপলের বিষয়টি আসলেই বেশ নড়েচড়ে বসতে হয়। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এক্সিকিউটিভদের কে না জানতে চান? আপনারাও জেনে নিন এই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ৬ জন এক্সিকিউটিভের কথা।
১. টিম কুক, সিইও :
অ্যাপল ইনকর্পোরেট এর সিইও গত বছর উপার্জন করেছেন ৯২ লাখ ২২ হাজার ৬৩৮ ডলার। ২০১১ সালে রেসট্রিকটেড স্টক ইউনিট থেকে তিনি ৩৭৬ মিলিয়ন ডলার অর্থ পেয়েছেন।
২. লুকা মায়েস্ট্রি, এসভিপি এবং সিএফও :
২০১৩ সালে এই ভদ্রলোক অ্যাপলে যোগ দেন। পরের বছরে তিনি আয় করেন ১৪ মিলিয়ন ডলার। এখানে ২০১২ এবং ২০১৩ সালের আয় দেওয়া হলো না। কারণ তখন তিনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন না।
৩. পিটার ওপেনহেইমার, সাবেক সিএফও :
গত বছরের মার্চে অবসরে যাওয়ার আগে অ্যাপলের সিএফও হিসেবে দায়িত্বপালন করেন পিটার। গত বছরই তার উপার্জন ছিলো ৪.৫ মিলিয়ন ডলার। অন্য এক হিসেবে বলছে, ২০১২ সালে তিনি ৬৮.৬ মিলিয়ন ডলার আয় করেছেন।
৪. অ্যাঞ্জেলা অ্যারেন্ডটস, এসভিপি অব রিটেইল অ্যান্ড অনলাইন স্টোর :
এই নারী ২০১৪ সালে আয় করেন ৭৩.৩ মিলিয়ন ডলার। এর আগে বিখ্যাত ‘বারবেরি’ কম্পানির সিইও হিসেবে উচ্চ পারিশ্রমিকে কাজ করেছেন।
৫. এডি ক্যু, এসভিপি অব ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস :
২০১৪ সালে এডি ২৪.৪ মিলিয়ন ডলার তুলেছেন অ্যাপল থেকে। স্টক অ্যাওয়ার্ড পেয়েছেন ২০ মিলিয়ন ডলার। ২০১৩ সালে স্টক অ্যাওয়ার্ড না পেলেও ২০১২ সালে ৫০ মিলিয়ন ডলারের শেয়ার পেয়েছেন তিনি।
৬. জেফ উইলিয়ামস, এসভিপি অব অপারেশনস :
টিম কুকের ডান হাত বলা হয় জেফকে। গত তিনি ২০ মিলিয়ন ডলারে স্টক অ্যাওয়ার্ড লাভ করেছেন। সর্বমোট ২৪.৪ মিলিয়ন ঘরে নিয়েছেন গত বছরই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।
আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,এরা কী খায় বলতে পারেন?