টেলিটক সমাচার ঃ কিছু কথা

--------- টেলিটক (আমাদের ফোন ) ---------

"টেলিটকের টুজি নেটওয়ার্ক কাভারেজ ম্যাপ- ২০০৮ সাল"

দেখেই বুঝা যাচ্ছে, তখনো সদ্য ৩ পার্বত্য জেলায় নেটওয়ার্ক চালু হয়াটি ম্যাপে আপগ্রেড করা হয়নি। আর তারো প্রায় ৬ বছর পর বর্তমানে টেলিটকের এই নেটওয়ার্ক কাভারেজ টাই আরো বেড়েছে প্রায় ৩ গুণেরও বেশি। টাওয়ার সংখ্যা ৭৪০ থেকে বেড়ে এখন প্রায় ৩৪০০ টি। আর পাইপলাইনে আছে আরো ২০০০ টাওয়ার।

আর থ্রিজির কথা তো বাদই দিলাম। ৫৯ জেলা শহরে থ্রিজি অলরেডি চলমান, বাকি ৫ জেলায় কাজ সমাপ্ত, চালু হয়া বাকি। থ্রিজি+টুজি দুইটাই সম্প্রসারনের জন্য দুটি আলাদা প্রকল্প চলমান। আর তৃনমুলে বিটিসিএল এর অবকাঠামো দুর্বল হয়ায় আর ফাইবার অপটিক নেটওয়ার্ক না থাকায় আগে তৃনমুলে অবকাঠামো তৈরী করা হচ্ছে, তারপরেই থ্রিজি চালু হতে যাচ্ছে। আর যেসব উপজেলায় অলরেডি এসব রেডি পাওয়া গেছে, সেগুলোতে থ্রিজি অলরেডি চালু হয়েছে।

টেলিটক এবং আমাদের মানসিকতা----

আমরা সিম নিতে গেলেই " আরে ব্যাটা GP ল। নাইলে এয়ারটেল নে দারুণ প্যাকেজ ফুর্তি বা গ্যাং কি সব। যাতে কথা বলার সাশ্রয়ী সময় রাত ১২ থেকে বিকেল তিনটা। আজিব এ অফার গুলো দেখেই এ মানুষ লুল হয়ে থাকে। কিন্তু নিজের দেশের কোম্পানির পাত্তা নেই আমাদের কাছে। আমরা এয়ারটেল রবির বা কথিত সাশ্রয়ী সেবার কোম্পানি গুলোর স্লো ইন্টারনেট ব্যবহার করতে পারি কিন্তু নিজের দেশের কোম্পানি টেলিটকের নেট স্পিড টা একটু ডাউন হলেই ফালতু, এইসব কোম্পানিকে কেন রেখে দেশের টাকা নষ্ট করা হয়, আজব কোম্পানি বা নানা রকম মানদণ্ডে দাড় করিয়ে দেই।

একটি কোম্পানি ঠিক মত গড়া এক দিনের কথা না। আমার এলাকায় এখনো এয়ারটেল থ্রিজি কভারেজ নুন্যতম পর্যায়েও নেই বাকি গুলো নাম কি বলব রবি হা আর নাকি গ্রামীণফোন গলায় ফাশ দেবার মত ডাটা প্যাক রেট।

আর আমার দেশের কোম্পানি টেলিটক যখন ৯৯ টাকায় ১জিবি সাহস করে তখন কিছু পাকি এবং ভারত প্রেমীরা টেলিটকের ওয়েবপেজ এ ৫০ টাকায় ১ জিবি চাই ব্লা ব্লা ব্লা বলে চিল্লায়। আরে যারা ২৭৫ টাকায় ১ জিবি নেয় তাদের কাছে কর এ প্রতিবাদ।

নরওয়ের জনসংখ্যা ৫০ লাখ আর বাংলাদেশ এ নরওয়ের প্রতিষ্ঠান টেলিনরের আদলে গ্রামীণফোন এর গ্রাহকসংখ্যা সাড়ে ৪ কোটি! যা সে দেশের জনসংখ্যার ৯ গুন -_-আর সে দেশের রাজস্ব বাড়ে। তারা উন্নত থেকে আরও উন্নত হয় আমাদের জনসংখ্যা ব্যবহার করে।

আমার Locality তে চেনাজানা অনেক লোক এখন #Teletalk #3G ব্যবহার করে আমার সাজেশন এ। এবং আমি গর্বিত নিজের দেশের রাজস্বে অবদান রাখতে পেরে হোকনা সেটা কম টাকা।

টেলিটক এবং আমাদের কিছু কমন প্রশ্ন এবং উত্তর --


(১) টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করা যাই নাহ?

* এমন এক সময় ছিল, টেলিটকের কাস্টমার কেয়ার এ কল দিলে বন্ধ পাওয়া যেত। আর এখন এ অভিযোগ অন্তত আমি বিশ্বাস করবনা। কারণ তাদের সার্ভিস এখন এসেছে আমূল পরিবর্তন। আমরা টেলিটক ব্যবহার করলেই সরকার পদক্ষেপ নেবে সেবা মান আর উন্নত করার। আপনার এলাকায় নেটওয়ার্ক খারাপ বা ত্রুটিপূর্ণতা থাকলে সঙ্গে সঙ্গে ১২১ এ কল করে জানান। এবং অভিযোগ করুন। *

আর এখন টেলিটকের গ্রাহক তুলনামূলক হারে বাড়ছে ইতিমধ্যেই তারা কল সেন্টার এ অভুত পরিবর্তন এনেছে কোন পরিবর্তন ই এক দিনে আসে না।


(২)টেলিটক অন্যান্য ফোন কোম্পানি এর মত সুবিধা দেয় নাহ তাহলে কেন ব্যবহার করব?

--আসলেই কি তাই ? ১৬ ডিসেম্বর এ ৪৪ টাকা তে ১ জিবি , নতুন বসর উপলক্ষে ১১৫ টাকা তে ২০১৫ এমবি, ১৬/৬৬ টাকা রিচাজ এ ১৬/৬৬ এমবি/মিনিট/এস এম এস/ এম এম এস ফ্রী, টেলিটক থেকে টেলিটক ৩০ পয়সা মিনিট নির্দিষ্ট রিচাজ এর ভিত্তিতে, ৯৯ টাকা তে ১ জিবি, ৩০০ টাকা তে ৫ জিবি এগুলা এদের অতীত এবং বর্তমান অফার এর নমুনা তাহলে কি আপনার অভিযোগ সত্য ? বরং নিজেদের মুল্য কমানোর রেকর্ড নিজেরাই ভাংছে ... মনে রেখেন যে টেলিটক এর কল রেটও জিপির চেয়ে কম।--


(৩) আমার গ্রামীনফোন সিম অনেক পুরাতন,সবাই এই নং জানে ,এই নং পরিবর্তন করা যাবে নাহ?

আচ্ছা পরিবর্তন করার দরকার নেই তবে আপনাকে জানিয়ে রাখি আপনি আপনার জিপি নং এর সাথে পরিবর্তন করে টেলিটক নং নিতে পারবেন, আর আজকাল সবার এ তো দুই ফোন এর সিম, সেক্ষেত্রে জিপি না হয় পরিবর্তন করলেন নাহ কিন্তু অন্য সিম তো টেলিটক ব্যবহার করতে পারেন।


(৪) টেলিটক এর সার্ভিস ভালো করেন গ্রাহক বাড়বে ?

সার্ভিস এখন অনেক ভালো কিন্তু আপনি কই ?

(৫) টেলিটক এর ইন্টারনেট এর স্পীড কেমন ?

আমি আপনাকে ২জি ব্যবহার না করার পরামর্শ দিব, ৩জি আসার পর ২জি এর কোন আপগ্রেড নেই কোন কোম্পানি এর, তাদের নজর ৩জি এর দিকে আর হা টেলিটক এর ৩জি অনেক ফাস্ট, তাদের ফেছবুক পেজ এর গ্রাহক কমেন্ট দেখতে পারেন, তাহলে বুঝবেন ।

অবশেষ এ কিছু কথা ----

এছাড়া সবার সব রকম চাহিদা মেটাতে একমাত্র টেলিটকেই আছে ৬০ টিরও বেশি থ্রিজি প্যাক, আর নিত্য নতুন অফার তো আছেই। সীমিত লাভ বা লাভ না রেখেই শুধুমাত্র গ্রাহক স্বার্থে টেলিটকই একমাত্র অপারেটর যারা দফায় দফায় দাম কমাচ্ছে; আর নিজেদের মুল্য কমানোর রেকর্ড নিজেরাই ভাংছে। আর স্পিডের কথা কি বলবো! খোদ টেলিটকের শত্রুরাও প্রশংসা করতে বাধ্য হচ্ছে। অন্তত প্রতিশ্রতির চেয়ে বেশি তো পাওয়াই যায় বা সমানে সমান পাওয়া যায়, কোন কম নাই।

তারপরেও কিছু লোক আছেন, যারা ২০০৫ এর সুচনালগ্নের 'নেটওয়ার্ক নাই' এর ভাঙা রেকর্ড এখনো বাজিয়ে যাচ্ছেন। এরা বোধহয় বোঝেন না, তাদের কথাতেই বুঝা যায় যে এরা অন্তত গত ৫ বছরে টেলিটক সিম ছুয়েও দেখেনি, ব্যবহার তো দুরের কথা।

কথায় আছে, 'ভিক্ষা দরকার নাই, পশু সামলান'। তেমনি সেই ব্যক্তিদেরও বলতে চাই, টেলিটক ব্যবহার না করতে চাইলে না করেন কিন্তু আল্লাহর ওয়াস্তে অপপ্রচার কইরেন না।

বিঃদ্র ঃ অনুমতি সাপেক্ষে লেখাটির সামান্য কিছু অংশ নকল করা হয়েছে এবং সংযোজন করা হয়েছে, যে কেউ চাইলে লেখাট ব্লগ এবং সবখানে শেয়ার করতে পারেন।

Level 0

আমি লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 734 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx.. vaia share korar jonno.. er amder akhane ei sim a akon o ase nai.. asle obossoi kinbo..

টেলিটকের সার্ভিস ভালো, বেশ ভাল ই কৌতুক করতে জানেন আপনি, টিটিতেই বিভিন্ন লেখা পড়ে সস্তায় দেশ প্রেম করতে গিয়ে জিপির স্টার সিম বন্ধ করে,টেলিটক ব্যাবহার করা শুরু করেছিলাম কিন্তু ৬ মাস না যেতেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কেন জানেন? কারন গুলো হল: ১। ৩সিগন্যাল হঠাত হঠাত ই ঘুড়তে যায়, কিছুক্ষন ঘুড়ে ফিরে আসে। অনেক বার অভিযোগ করেছিলাম কিন্তু ফলাফল শুন্য।
২। আমার ফোন বুকে Teletalk number টোটাল০, আর টেলিটকে অন্য অপারেটরে সর্বনিম্ন কল রেট ৬৬ পয়সা মিনিট, তাও ৬৬ টাকা রিচার্জ সাপেক্ষে। এটা তো আমি জিপিতেও পাচ্ছি তাহলে টেলিটক কেন? ইউজ করব?
আর আমাদের গ্রামে গেলে ৩জি তো দুরের কথা, কোন প্রকার সিগন্যাল ই থাকেনা।

শুধু এগুলোই নয়, টেলিটক ব্যাবহার না করার আরো হাজার টা সংগত কারন আছে। বেশি বলতে চাচ্ছি না যদি আবার বাংলালিংক দামে পাক/ভারত প্রেমী ট্যাগ দিয়ে দ্যান।

    Level 2

    @Abdullah Al Munim: হাসতে মানা করে কে ?
    আমিও আপনার সাথে একমত
    কিন্তু ভাই যদি এটা বাংলাদেশ না হয়ে সুইজারলেন্ড হইত তাহ কি
    দেশের টাকা মাসে মাসে নিয়ে নাকের ডগায় তেল মাইরা ঘুমাইতে পারত
    কমপ্লেইন দেয়ার আগে সামাধান হযে যেত
    এটাতো দুই মাগির বাংলাদেশ তাই

    @Abdullah Al Munim: ভাই আপনার মত লোকের কমেন্টে রিপলাই করার রুচিনেই। তারপরও করছি কারন আপনি বাংলাদেশী, আমার বাংলাদেশী ভাই। আসলে টেলিটকের ৩জি হঠাতই ঘুরতে যায়না, যায় আমাদের বিবেকবোধ, দেশপ্রেম।। কারো ফোনে টেলিটকের কন্টাক্ট নাম্বার না থাকাটা সম্মানের নয়, আমাদের মূল্যবোধের অসাড়তা।। টেলিটকে অন্য অপারেটরে কলরেট ৬৬ পয়সা,, তো ভাই জান, অন্য অপারেটরের খবরটা জানেন কি? হোকনা ৬৬ পয়সা, টাকাটাতো দেশেই থাকছে। এই টাকা দেশেই বিণিয়োগ হবে, কমক্ষেত্র হবে, দেশ এগিয়ে যাবে। তবে এটাও সত্য টেলিটকের নেট সবজায়গায় বেস্ট না এখন অবধি। তো আপনার মানিব্যাগে একটা এক্সট্রা সিম রেডি রাথেননা, যেথা জরুরি প্রয়োজন, ব্যাবহার করা যাবে।আর টেলিটকের দোষদিয়ে লাভকি? ওদের কাস্টমার না বাড়লে বিনিয়োগের টাকা পাবে কোথায়? একবার ভাবুনতো কতটাকা আজ অবধি বিদেশে পাচার করেছেন নিজের অজান্তেই? একটি টাকা কি বিদেশ থেকেে আনতে পেরেছেন??? ভাই আমার হয়ত কয়েকটা শক্ত কথা বলে ফেললাম। মনে কষ্ট নিয়েননা। শুরু করে দেন আজ থেকেই শুধু টেলিটকই না, সবক্ষেত্রেই সবসময় দেশী ব্রান্ড। অল্প সময়েই সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমাদের “ ব্র্যান্ড বাংলাদেশ”

Level 0

ভাই আপনার অনুমতি সাপেক্ষে লেখাটি ব্লগ এ শেয়ার করতে চাই।

Level 0

ভাই হতাস হবেন না, নেট চালানোর জন্ন গ্রমিন থেকে আমি টেলিটকে ফিরে এসেছি কারন টেলিটকের নেট ভাল, আশা করি ভযেস কলের জন্ন টেলিটকের নাম্বার পরিচিত করে তুলব।

    @Sanu: ভাই আমিও শুরু করেছি আপনার মত, চালিয়ে যান নিজের মত করে। অনেকেই বলছে অন্য অপারেটর ভাল সেবা দেয়, টেলিটক কিভাবে দিবে? আমার মনে হয় শুধু ৬ টা মাস যদি সবাই কষ্ট করে টেলিটক ব্যাবহার করে, তাহলে টাকা পেলে ও গ্রাহক বাড়লে সেবা বাড়তে বাধ্য। বাঙ্গালীতো সবই পারে, মনে হয় শুধু এটাই পারেনা!!!!

@Abdullah Al Munim: আমিও এ ধরনের প্রব্লেম ফেস করছিলাম।এখন আমাদের এলাকায় ফুল কাভারেজ।একধমই ডিস্টার্ব দেয় না।আপনাদের এলাকায় এখনো মনেহয় নির্মানাধীন।সব ঠিক হয়ে গেলে ইউজ কইরেন।

Sanu@ ভাই কম দাম দিয়ে কি করব? যদি শান্তি মত ইউজ ই না করতে পারি, গ্রামিনের তুলনায় টেলিটকের নেট স্পিড ভালো, দাম কম সব ই ঠিকাছে , নেটয়ার্কের ঐ দশা হলে কেম্নে চ

    Level 0

    @Abdullah Al Munim: ভাই হতাস হবেন না যদি ঢাকায় থাকেন অন্তত টেলিটকের নেট ব্্যাবহার করতে চেষ্টা করেন।

    @Abdullah Al Munim:ভাই, শান্তিতো দেশেই নাই!!! টেলিটকে থাকে কিভাবে? একবার ভাবুন, কোটি বাঙ্গালী বিদেশী কম্পানিদের মোটাতাজা করছে প্রতিদিন, প্রতিনিয়ত। আগেতো এটা থামাতে হবে নয়কি? আমি নিশ্চিত, আজই যদি ১ কোটি মানুষ দেশী সিম কেনে, কালই দৃশ্যপট পরিবতন হবে। আশেপাশের মানুষকে বোঝান ‍সবক্ষেত্রেই দেশী ব্র্যান্ড ব্যাবহার করতে, আপনারা যাঁরা এতসুন্দর টিউন-কমেন্ট করতে পারেন, আপনাদের দ্বারা সম্ভব। চালিয়ে যান সবাই নিজেদের মত করে……

”টেকটিউনকে অনুরোধ, এই ধরনের পোস্ট পিন পোস্ট করে রাথুন। তাহলে সবারই চোখে পড়বে”।কয়েকদিন থেকেই ভাবছিলাম এই টপিকটি নিয়ে লিখব। সময় হয়ে উঠছিলনা। যাহোক লিখেছেন ভালোই করেছেন। যা লিখেছেন তা অবিশ্বাস্য সুন্দর হয়েছে। তবে টেলিটকের আরো কিছু সমস্যা আছে। যেমন, এদের ৯৯, ৩০০,৫০০ টাকার যে প্যাকগুলো আছে তার মেয়াদ রাত ২-বিকাল ৬ ছিল। সবারই দাবি ছিল যে ব্যাবহারর সময়টা বাড়ান বা সারাদিন করেন।গতকাল থেকে এই প্যাকগুলোর ব্যাবহার সময় ২ ঘন্টা বাড়িয়ে রাত ১২-বিকাল ৬টা করেছে।অথচ এই বিষয়টা তারা কোন প্রাচারই করছেনা!! কিভাবে করছে দেখুন,,https://www.facebook.com/yourTELETALK/photos/a.284291348349160.57809.274566052655023/639016402876651/?type=1&theater এখানে ব্যবহার সময় যে বাড়িয়েছে তার কোন নিউজই নেই!!একবার ভাবুন, বিদেশী কম্পানি হলে কি কেয়ামতটাই না ঘটিয়ে ফেলত!!! অথচ টেলিটক একটা ছবি দিয়েছে যেটার ণিচে ক্ষুদ্র একটি লেখা!!! যা কেউ অতি উ?সাহী হয়ে পিছিতে জুম করে না দেখলে বুঝবেনা। ওদের হাতে এত জড়তা কেন একটি লাইন লিখেতে? এই বিষয়গুলো সরকারের ও আমাদের সবারই ভেবে দেথা উচিত!!!!এখন আসি নিজের প্রসঙ্গে, আমি বাংলাদেশী ব্যান্ড ছাড়া অন্য ব্রান্ড ব্যবহার করিনা, যদিও বন্ধুদের অনেক তামাশা সইতে হয়. তবে পরিবতন আসছে খুব দ্রুত। নিজের অভিঙ্গতা থেকে বলছি, টেলিটকই বেস্ট। সামান্যতম ভাল সাভিস এর আশায় বিদেশী কম্পানিতে না গেলে কেউ মারা যাবেননা। এটা আমার ওপেন বাজি। এখন কথা হলো, বিদেশে টাকা পাচারকারীদের কথা উঠলেই সবাই পন্ডিতের মত কথা আওড়াতে যে থাকেন,,, আজ একটিবার, শুধুই একটিবার ভাবুনতো,,, মোবাইল নামক যন্ত্রটার কলাণে এযাবত কাল কতটাকা বিদেশে পাচার করেছেন? আর এর জন্য নিজের বিবেক কোনদিন ক্ষমা করবে কিনা??? সময় এসেছে পরিবতনের,, নিজেই বদলাই সবকিছু। আর শেষ করার আগে টিউন কারী ভাইকে বলব, অসাধারন লিথেছেন। থামবেননা। চালিয়ে যান। আমিও ‍লিখব এবিষেয়ে নিয়মিত। আরো অনেকেই লিখবে। পরিতন হবেই হবে। দেশটা আমাদের, যা করার, করতে হবে আমাদেরই। অরো একটি কথা না বলে পারছিনা, টিউনে ভাই বলেছেন এখন সবারই ফোনে ২ সিম সাপোট করে, একটা টেলিটক হলে দোষের কিছুনেই। এই লজিক আমি আমার অনেক বিদেশী দালাল বন্ধুদের দেখিয়েছিলাম। তারা উত্তরও দিতে পারেনি, বদঅভ্যাসও ছাড়তে পারেনি!!!অনেকে বলে অন্য কম্পানি মাঝে মাঝে অফার দেয়, তাই সেই সময় ব্যবহার করি? হায়রে বোকা,,, তুই চার আনা হলেওতো সেটা টাকা বিদেশে চলে যায়!!! রবীন্দ্রনাথ কি আর সাধে বলেছিলেন “ রেখেছ বাঙ্গালী করিয়া, মানুষ করোনি” !! তবে আশার কথাও বলেছন একজন, “ আবার তোরা মানুষ হ”….

আমিও জিপি ছেড়ে সমস্যা হওয়া সত্ত্বেও টেলিটক ইউজ করছি বাট নেটের স্পিড ২জি তে এত খারাপ যে বলে শেষ করা যাবে না, আর নেটওয়ার্ক এর প্রব্লেম টা আসলেই অনেক মাইনর, আমার ঘরে নেটওয়ার্ক ই থাকতে চায় না, অনেক বার কমপ্লেইন করছি, রাজশাহীর হেড অফিসে গিয়েও দেখেছি বাট কাজ হয় নাই, তারপরেও ৩জি এর অপেক্ষায় আছি, কবে আসবে আর ২জি থেকে ৩জি স্পিড পাবো, বর্তমানে টুকি টাকি কাজের জন্য টেলিটক ২জিই ব্যাবহার করছি, কেননা আমাদের সামান্য ত্যাগ ই একদিন সোনার বাংলা গড়বে।

আপনার কথায় খানিকটা দেশপ্রেম জেগে উঠেছিল,কিন্তু ফালতু কমেন্ট সব নস্ট করে দিল। যদিও আমি টেলিটকের নিয়মিত গ্রাহক। পরিবারের সবার কাছে মোটামুটি টেলিটক আছে। আমি ছাড়া সবাই গ্রামে থাকে। গ্রামে গিয়ে নেটের দরকার হলে টেলিটক ইউজ করি। আসলে কমেন্টকারিরা খাজনার চেয়ে বাজনা বাজায় বেশি। টেলিটকে সমস্যা আছে ঠিক কথা তবে এলাকা ভেদে ভিন্ন। যারা হেভি নেট ইউজার তাদের একটু সমস্যা হয়ার কথা কিন্তু রেগুলার ইউজারদের কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা খারাপ কমেন্টগুলো এখানে না করে টেলি এর পেজ এ করতে পারেন না?
এখানে সবাইকে ব্যবহার করার পরামর্শ দিন। কারন গ্রাহক বারলে সার্ভিস ভাল হবে। বিশ্বাস না হলে লিখে নিন। কারন, টেলিটক এর প্রমান দিয়েছে। এ পর্যন্ত যে পরিমান গ্রাহক বেড়েছে তার থেকে বেশি সার্ভিস ভাল করেছে। আপনারা একটা কথা বলতে পারেন?, আপনার এলাকায় যদি গ্রাহক অল্প হয়, আর না বাড়ে তাহলে কেন টেলিটক আপনার এলাকায় নেটওয়ার্ক এর উন্নতি করবে?

আমার এলাকায় করেন্ট গেলে টেলিটকের নেটওয়ার্ক ও কারেন্ট এর সাথে বেড়াইতে যায়।

    Level 2

    @রোমেল বগুড়া: ভাই চিন্তা কইরেননা। বেড়াতে গেলেওতো আবার ফিরে আসে নয়কি? দেশের টাকা একবার বিদেশে বেড়াতে গেলে আর ফিরে আসেনা। তবে হ্যাঁ, ফিরে আসে আপনার প্রবাসী শ্রমিক ভাইদের রক্ত-ঘাম ভেঁজা ডলার হয়ে!!! ভাবুন কিরবেন……

Level 2

আমিও চাইছিলাম সব সময় টেলিটক ব্যবহার করতে
যখন টেলিটকের আগামী সিম পাই হাতে কিন্তু নেটওয়ার্ক এর অবস্থা কি কমু
টাওয়ারের কাজ দেখছিলাম এক বছর আগে ধরছে কাজ ও কিছু করছে কিন্তু এখন সব বন্ধ কইরা রাখছে
তাই ব্যবহার করা হইতেছেনা বায়াবায় জিপির সিমটা একটা ঢিল মাইরা দিতাম নেট যদি থাকত
একটু সুবিধা বলি টেলিটক এর

টেলিটক টু টেলিটক সব সময় 25 পয়সা
টেলিটক টু আদার সব সময় 60 পয়সা

প্রতি 25 টাকা রিচার্জে
25 এমবি
25 মিনিট (অননেট)
25 এস,এম,এস (অননেট)

1 জিবি 3জি ইন্টারনেট মাত্র 150 টাকা (মেয়াদ 30 দিন) স্পিড 512 কেবি
1 জিবি 2জি ইন্টারনেট মাত্র 100 টাকা (মেয়াদ 30 দিন)

আর কি লাগে ?

    @kalamfaim: ভাই, আর লাগে একটা শপথ,” আজ থেকে যার যার এলাকায় টেলিটক ব্যাবহারের সুযোগ আছে, তারা অন্য সিম চালাবনা।” ভাই টেলিটকের নতুন প্যাকগুলো আরো বেশী সুন্দর। আপনি যেদুটো উল্লেথ করেছেন, তার থেকেও অনেক ভাল প্যাক চালু হয়েছে, ওদের ফেসবুক পেজ” টেলিটক থ্রিজি” এবং ওয়েবসাইটেও দেথে নিতে পারেন সবাই।

@kalamfaim apni ektu vul korcen. 1 gb 3g 100tk+vat & 1gb 2g 80 tk. mayed 30din

Level New

Sobi to bujhlam bt Ami bogra jellr main spdore thaki tt er 1 GB 3G data kenar pot 1 Maseo see korte parini cz data connection on korar pot 2 min use korle 10 minti thakto na anon ki H,H+ kono cinnoi thakto na tahole kivabe use Kori Bolen?amrao to cai kom takai use korte bt netna thakle ki MB duia pani khabo?

    @nayonb: ””amrao to cai kom takai use korte bt netna thakle ki MB duia pani khabo?”” ভাই আমাদের চাওয়াটারই তো বদল দরকার!!! কম টাকায় use করতে চাবেন কেনরে ভাই??? চাবেন দেশী জিনিস Use করতে। আপনি ভালোভাবে ব্যাবহার করতে পারেননি, এটা দু:খজনক। হয়ত আপনার এলাকায় ৩জি এখনও ভালোভাবে চালু হয়নি। নেট নাহয় আপাতত অন্য সিমে চালান। তবে ভেয়েস কলতো করতে পারেন। তাহলে আপনার দেথাদেখ বন্ধুরাও টেলিটক নিতে পারে। আর হ্যা ভাই,, আমরা যদি নিজেদের ভাগ্য নিজেরা বদল করতে পারি তবে পানি খেতে হবেনা। আমরা সবাই জুস খাব ইনশাল্লাহ…….

moner antor@ধন্যবাদ টিউমেন্ট এর জন্য, টেলিটক সিম ওদের কস্টমার কেয়ার ছাড়া বিক্রি করে নাহ, নরমাল সিম এর দোকানে পাওয়া যাই নাহ আর গেলে ও খুব কম, তাই দোকানে না খুজে ওদের কস্টমার কেয়ার এ যান,

Sanu@এবং সবাই আপনারা টপিক টা সব খানে শেয়ার করতে পারেন,

কাব্য@ধন্যবাদ টিউমেন্ট এর জন্য, হম ভাইয়া ২জি নেটওয়ার্ক আসলেই খারাপ, এটা ঠিক, ৩জি এর জন্নে অপেক্ষা করেন, শুভকামনা রইল,

Abdullah Al Munim@ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য,, হম ব্যাড লাক ভাইয়া আপনার, তবে স্থান ভেদ এ খুব এ ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে , এটা তাদের ফেছবুক পেজ ভিসিট করে ইউজার কমেন্ট গুলি দেখলে বুঝবেন, আর তাতে ম্যাক্সিমাম এ সন্তুষ্ট, যে কতো গুলা স্থানে প্রবলেম আছে সেগুলার ভিতর আপনার স্থান পরে গেছে, তবে আশা করা যাই দিন দিন তাদের উন্নতি ঘটছে আর সেখানে যদি আমরা একটু সাপোর্ট করি তাহলে আরও এগিয়ে যাবে কারন এইটা তো মানেন আগের টেলিটক এর চাইতে এখন কার টেলিটক অনেক তফাত ? যদি উত্তর হাঁ হয় তাহলে সামনে ভালো কিছু আশা করতেই পারি।

kalamfaim@ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য, তবে একটু ভুল আছে, এটা আগের রেট ছিল, এখনকার রেট

1 জিবি 3জি ইন্টারনেট মাত্র 100 টাকা (মেয়াদ 30 দিন) স্পিড 512 কেবি
1 জিবি 2জি ইন্টারনেট মাত্র 80 টাকা (মেয়াদ 30 দিন)
5 জিবি 3জি ইন্টারনেট মাত্র 300 টাকা
10 জিবি 3জি ইন্টারনেট মাত্র 500 টাকা

ধন্যবাদ সবাইকে ।

Apnar kotha manlam. Amar alakai asle apni nijei bolben teletalk use korbona karon 24ghontai 10 munit network Pete paren.

    @Mostafizurw35: কিছু কিছু জায়গাই সমস্যা আছে। নিরাশ হবেন নাহ, সাথেই থাকুন।

চমৎকার লিখেছেন লিমন ভাই, প্রথম টিউনেই মাতিয়ে দিয়েছেন। আশা করি এই ধারা অব্যাহত রাখবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা………

Level 0

প্রথমেই বলতে চাই লিমন ভাইয়ের টিউনটা বেশ ভালো হইসে। শুধু একটা কথা বলতে চাই কিছুদিন আগে যখন সারা দেশে বিদ্যুৎ চলে গিয়েছিলো সেদিন আমি টেলিটকে 2 দাগ নেটওয়ার্ক পাইসিলাম। কিন্তু ওই একই সময়ে গ্রামিনে দেকাচ্ছিলো Serching. অার বর্তমানে কখোনোই ফোন Reboot দেওয়া ছারা Searching হয় নাই। আমি থাকি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ঠিক পাশে।

    @Raselmulk: টিউমেন্ট এর জন্য ধন্যবাদ, আপনার কমেন্ট টা অনেকেরই পড়া দরকার, টেলিটক এর সার্ভিস যে এখন আগের চাইতে অনেক উন্নত সেটা আপনার মন্তব্য ই প্রমাণ, শুভকামনা রইল।

Level 0

প্রথমেই বলতে চাই লিমন ভাইয়ের টিউনটা বেশ ভালো হইসে। শুধু একটা কথা বলতে চাই কিছুদিন আগে যখন সারা দেশে বিদ্যুৎ চলে গিয়েছিলো সেদিন আমি টেলিটকে 2 দাগ নেটওয়ার্ক পাইসিলাম। কিন্তু ওই একই সময়ে গ্রামিনে দেকাচ্ছিলো Serching. অার বর্তমানে কখোনোই ফোন Reboot দেওয়া ছারা Teletalk Searching হয় নাই। আমি থাকি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ঠিক পাশে।

অসাধারণ লিখেছেন আপনি। আমি গত ১.৫ বছর থেকে শুধুই টেলিটক ব্যাবহার করছি। বিশ্বাস করেন অথবা না করেন, টেলিটকে আমি যে স্পিড পেয়েছি সেটার ধারেকাছে স্পিড আমি অন্য কোন অপারেটরের কাছে পাইনি। টেলিটক সত্যিই অনেক ভালো। তারা যেই সার্ভিস দিচ্ছে সেটা অন্য কেউ দিতে পারবে না।
তাই, টিউনটা লিখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। 🙂

    @প্রীতম চক্রবর্তী: টিউমেন্ট এর জন্য ধন্যবাদ, আপনার কমেন্ট টা অনেকেরই পড়া দরকার, টেলিটক এর সার্ভিস যে এখন আগের চাইতে অনেক উন্নত সেটা আপনার মন্তব্য ই প্রমাণ, গত ১.৫ বছর যেভাবে টেলিটক ব্যবহার করতেছেন আশা করি এমনিভাবে টেলিটক এর সাথেই থাকবেন,

ভাই। আমি দেশি ফোন এর মজা বুঝে গেছি। তাই আমি টেলিটক ব্যাবহার করা শুরু করছি যখন থেকে আমাদের এলাকায় এর ৩ জি আসছে। 😀

    @Saiful Islam: হম টিউমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনার মত আমি ও মজা বুঝে গেছি, আছেন কোলাকুলি করি ।

আমিও টেলিটক ব্যাবহার করার সিদ্ধান্ত নিয়েছি

    @আকরাম হোসেন:টিউমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনার সিদ্ধান্ত কে স্বাগত জানাই , শুরু করে দিন পথ চলা টেলিটক এর সাথে ।

১ বছর হল টেলিটক চালাচ্ছি। টেলিটক বেস্ট ।

টেলিটক ব্যবহার করতে কারও আসলে বাঁধা থাকা উচিৎ না।
সবাই আসুন আমাদের ফোন ব্যবহার করি। সার্ভিস সত্যিই সবদিক থেকে আমি অন্য অপারেটর থেকে খারাপ পাই না।
বরং কল রেট, নেট প্যাকেজ অন্যদের অনেক কম।
ব্র্যান্ড না দেখে নিজের পকেটের কথাও চিন্তা করুন। দেশের টাকা দেশে রাখুন।
টেলিটক আসলেই অনেক সেবা দিচ্ছে এখন।

bhi comilla chandina te kobe 3g pabo ?

agami 2021 sale ?

Level 0

পুলিশের লাঠির মার খেয়ে নেয়া সেই টেলিটক অনেক ঝড় উতরে আজও ব্যবহার করছি। ইনশাআল্লাহ্‌ আগামীতেও টেলিটকই চলবে। চমৎকার টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ। 🙂

এমন টিউনের জন্য ধন্যবাদ নয় শ্রদ্ধা জানাই আমার অন্য নম্বর থাকলেও আমি আউট গোয়িং এর জন্য টেলিটক ব্যবহার করি, নেট স্পিডও খারাপ না আর কিছু বলব না আমার বলারমত সবই আপনার টিউনে রয়েছে।