আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সাবাই ভালো আছেন ।আজ আমি গুগোল বিষয় একটা টিউন করলাম । আমরা সবাই গুগোল কে একটা সার্চ ইঞ্জিন হিসেবে চিনি কিন্তু গুগোলের আনেক বিষয় আমাদের কাছে আজানা ।গুগোল নিয়ে মাতামাতির শেষ নেই। গুগলের ভেতরে বাইরে যত তথ্য লুকিয়ে তা জানতে চায় সবাই। তাই প্রশ্ন এবং তার উত্তর বিষয়ক ওয়েবসাইট ‘কুয়োরা’- তে একটি প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘গুগল সম্পর্কে এমন কী তথ্য রয়েছে যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে?’ এর জবাবে যে যা যা জানেন তার সবটাই তুলে ধরলেন।
।আজ আপনাদের কে গুগোলের 11 টি মজার টিপস দিলাম আশাকরি ভালো লাগবে ।
১. গুগলে কোনো সার্চ দিলে তৎক্ষণাৎ তার ফলাফল চলে আসে। কিন্তু এটি আসার আগে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ২ শ-র বেশি সংশ্লিষ্ট বিষয়ের খোঁজ করে ফেলে গুগল।
২. গুগল বেশ কয়েকটি ডোমেইনের মালিক মযেগুলো ইংরেজি ‘Google’ এর বিভিন্ন ভুল বানানে নামকরণ করা হয়েছে। যেমন- Gooogle.com, Gogle.com, Googlr.com, Gooogle.comএবং এমনই আরো অনেক। এ ছাড়া গুগল 466453.com এরও মালিক। মোবাইলের কিপ্যাডে এই 466453 নম্বর চাপলে অক্ষর লিখার ক্ষেত্রে তা ‘google’ শব্দটিই হয়।
৩. প্রতি সেকেন্ডে ২ মিলিয়নমানুষকে গুগল সার্চ দেওয়া অবস্থায় পাওয়া যায়।
৪. গুগল ‘মুনশটস’ প্রজেক্টকে অধিগ্রহণ করে নিয়েছে, যা পৃথিবীর বহু মানুষের জীবন বদলে দিতে পারে। তবে ২০১২ সালে গুগল আরেকটি ছোট প্রজেক্ট গ্রহণ করে যা খুব কম সংখ্যক মানুষের উপকার করেছে। গুগল জিমেইলে চেরোকি ভাষা সংযুক্ত করে।
৫. ১৯৯৮ সালের আগস্টে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্রথম গুগল ডুডল বানান। তারা নেভাদা মরুভূমিতে গিয়েছিলেন বাৎসরিক আর্ট ইভেন্ট বার্নিং ম্যান’ দেখার জন্য। গুগলের ক্রুসহ তাদের এই সফর উপলক্ষে ডুডলে ফেস্টিভ্যালের লোগো দেওয়া হয়।
৬. ২০১৩ সালে গুগলের ৫৫.৫ বিলিয়ন রেভিনিউয়ের ৯১ শতাংশ আসে শুধুমাত্র বিজ্ঞাপন থেকে।
৭. গুগলের সার্চ ইনডেক্স ১০০ মিলিয়ন গিগাবাইটেরও বেশি। এই পরিমাণ ডেটা রাখতে ১ টেরাবাইট সাইজের ১ লাখ হার্ড ড্রাইভের প্রয়োজন।
৮. নিজেদের সাইটে মানুষ সবচেয়ে কম সময় অতিবাহিত করুক, এমন লক্ষ্য নিয়ে একমাত্র গুগলই কাজ করে।
৯. গুগল তার রাস্তার মানচিত্র তৈরি করতে ৫ মিলিয়ন মাইলেরও বেশি রাস্তার ছবি তুলেছে।
১০. এ বছর গুগল একাই ২৪টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে। অর্থাৎ, প্রতি মাসে ৩টি করে প্রতিষ্ঠান নিজেদের বানিয়েছে।
১১. ইউটিউবে প্রতি মাসে ৬ বিলিয়ন ঘণ্টা ভিডিও দেখা হয়। এটি পৃথিবীর প্রতিটি মানুষের এক ঘণ্টা সময় ব্যয়ের সমান।
ভালো লাগলে লাইক দিন এবপং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
‘মুনশটস’ প্রজেক্ট কি ?
‘গুগল একাই ২৪টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে’ – প্রতিষ্ঠান গুলর নাম কি ?
থ্যাংকস ।