অ্যাফিলিয়েট মার্কেটিং ও ২০১৪ সাল- স্বপ্ন পূরনের বছর। সেই সাথে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

৩১ ডিসেম্বর, ২০১৪। বছরের শেষ দিন। ভাবতেই অবাক লাগে কত দ্রুত চোখের সামনে বছরটা শেষ হয়ে গেল। কিন্তু এই বছরটাই ছিল আমার জীবনের লাইফ টার্নিং বছর। এই তো গত বছর মানে ২০১৩ সালের মে মাসে ১ম শুনি এবং জানি এফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে। প্রথমে কিছু এসইও কাজ শিখে ওডেস্কে প্রোফাইল খুলি। কিন্তু কিছুই বুঝতাম না, মার্কেটপ্লেস কি, কিভাবে বিড করে, কিভাবে ক্লাইন্টকে জব শেষে খুশি করে রেটিং নেয়। এইসব কিছুই জানতাম না। ১০০% প্রোফাইল পর্জন্ত করতে পারি নাই। এই ঘটনা ২০১৩ সালের মার্চ মাসে। ১ মাসের মতন বিড করি কিন্তু কোন জব পাই না। পরে রাগ করে ছেড়ে দেই এবং বলি "যাহ অনলাইন ফালতু। এইখানে আমাকে দ্বারা কিছুই হবে না।" কারও হেল্পও পাই নাই। যাদের কাছে হেল্প চাইতাম ভাব ধরত। জ্ঞান দিত। বলত আগে কাজ শিখ। ইংরেজী কোর্স কর। প্রতিজ্ঞা করে বসি  এই ওডেস্কে আমি একদিন জব দিব।  পরে সব কিছু বাদ দিয়ে এমনি শুধু ফেসবুক চালাতাম আর খালি গুগলে সার্চ করতাম “How to make money online”

মাস খানেকের মতন ঐ কিওয়ার্ড সার্চ করে দুনিয়ার যত সব ফালতু পিটিসি সাইট এবং সারভে সাইটে জয়েন করে মিছাই অনেক সময় নষ্ট করি। ডলার তো থাকল দুরের কথা সেন্ট ও কোনদিন উইথড্র করতে পারি নাই।  অবশেষে কিছু বিখ্যাত ব্লগারের ব্লগ এবং এবং সাইটে ঘাটাঘাটি করার পর এফিলিয়েট সম্বন্ধে আইডিয়া পাই এপ্রিল মাসে। তখনও বুঝতাম না মার্কেটপ্লেস কি, প্রোডাক্ট কি, কেমনে সেল করে, কিভাবে টাকা পায় কিছুই বুঝতাম না। ক্লিকব্যাংক এ সাইট খুলে বসে ঘাটাঘাটি করা শুরু করে দেই। গুগল সার্চ করে যত তথ্য পেতে থাকি মনোযোগ সহ কারে পড়ে নোট করে রাখি। যথা সম্ভব অক্টোবার মাসে গিয়ে হালকা পাতলা মার্কেটিং করা শুরু করে দেই। প্রথম অবস্থায় ব্লগে এবং ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে স্প্যাম করতে থাকি। রেজাল্ট ০। পরে বুঝলাম এইভাবে হবে না। আমার ফ্রেন্ড সার্কেলে যাও দুই একজন অনলাইনে অার্ন করত তাদের কাছে ট্রাফিক মেথড জানতে চাইতাম-- পার্ট নিত। পরবর্তীতে আরও রিসার্চ এর পর বৈধ কিছু মার্কেটিং সম্বন্ধে ধারনা পাই। এর মধ্যে অবশ্য ফাইভারে কিছু গিগ সেল করে পেপালে কিছু ডলার জমা হয়। অবশ্য ফাইভারের ডলারই আমার অনলাইনের প্রথম আর্নিং এবং এই টাকা দিয়ে আমি টাকা আনছি। মানে পেপালের সেই ডলার দিয়ে বিখ্যাত কিছু ওয়ার্লড ক্লাস মার্কেটারদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে ইবুক এবং ভিডিও কোর্স কিনি। ডিসেম্বর মাস থেকে পুরোদমে মার্কেটিং করতে থাকি। অবশেষে ২০১৪ সালের ৭ই জানুয়ারি ক্লিকব্যাংকে জীবনের ১ম ১৭.৫৭ ডলারের একটি প্রোডাক্ট সেল করতে পারি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এর পর আর পিছে তাকাতে হয় নাই। নতুন নতুন মার্কেটিং সোর্স/মেথড জেনে নিজের মার্কেটিং এর ক্ষেত্রে প্রয়োগ করতে থাকি। ২০১৪ সালের মার্চ মাসে আমি আমার লাইফ রেকর্ড ইনকাম করি। এর পর থেকে প্রতি মাসে যথেষ্ট উপার্জন করি। যা ছাত্র বয়সে আমার জন্য অনেক। নিজের হাত খরচ, নেট বিল দিয়েও বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, নিজের দাদা দাদিকে টাকা দেওয়া থেকে শুরু করে বাসায় কিছু টাকা দিয়েও প্রতি মাসে কিছু না কিছু বাচে। সেপ্টেম্বর মাস থেকে এমন অবস্থা হল যে, মাসে যদিও কোন কাজ না করি, ক্লিকব্যাংকের রিকারিং প্রোডাক্ট থেকে অটো কমিশন আসত। এবং কিছু প্রোডাক্ট কাজ না করেও সেল আসত।

আমি আসলে বগুড়ায় থাকি। এবং বগুড়ায় আমার বিশাল সার্কেল। মোটামুটি অনেকেই চিনত। কিন্তু এদের মধ্যে অনেকেই অনলাইন আর্নিং বুঝত না। কিন্তু করতে চাইত। বগুড়ায় অনেক বাঘা বাঘা ফ্রিল্যান্সার আছে। আমার চেয়ে ১০০ গুন ভালো মার্কেটার আছে। ভাবলাম নেটওয়ার্কিং করি। কিছু করে তাদের সাথে পরিচিত হই। বিনিময়ে তাদের হেল্প পাব, তাদের সান্নিধ্যে কিছু মেথড আরও জানব। যেই ভাবা সেই কাজ। প্রথমে ফেসবুকে একটি গ্রুপ খুলে বসি সেপ্টেম্বর মাসে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে একটি সেমিনার করতে চাই। ১৭ সেপ্টেম্বর আমরা কয়েকজন মিলে বগুড়া পৌর পার্কে ১ম সেমিনার করি। যথা সম্ভব উপস্থিত হয়েছিলেন ৩৫+ জন লোক। এবং মজার বিষয় হচ্ছে তাদের ৭০% ই ছিলেন বাঘা বাঘা ফ্রিল্যান্সার এবং এক্সপার্ট। সেমিনার শেষে সবার সাথে পরিচিত হতে পারি এবং তাদের হেল্প পাই পরবর্তী সেমিনার আয়োজন করার জন্য। তারা সবাই আমার গ্রুপে অ্যাড হন এবং নেটওয়ার্কিং হেল্প একে অন্যকে করতে থাকি। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে গ্রুপ এবং সেমিনার করি তা স্বার্থক হয়। পরবর্তীতে আবারো একটি সেমিনার করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আলোচনা করি। নতুনদের জন্য ভিডিও টিউটোরিয়াল গ্রুপে শেয়ার করি এবং ইউটিউবে আপলোড করি।

এই সব কিছু করার উদ্দেশ্য ছিল আমার চেয়ে বড় বড় বস ভাই যারা ভেজা বিড়াল হয়ে থাকেন তাদের সান্নিধ্যে এসে কিছু হেল্প পাওয়া এবং নতুন ভাইদের কিছু শেখানো। যেখানে আমি যে কষ্ট করে এসেছি, যে ভুল গুলো আমার হয়েছিল, সেই সব থেকে নতুনদের বিরত করা, তাদের জন্য সঠিক পথ দেখে দেওয়ার মাধ্যমে সফলতা খুজে পাই। নভেম্বর মাসে আমার যখন ভালো রকম পাবলিসিটি হয় মানে আমার টিউটোরিয়াল গুলো যখন নতুনরা আস্থা পেয়ে দেখে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে সাকসেস পাওয়া শুরু করে তখন নিজের কষ্টগুলোকে স্বার্থক মনে হতে থাকে। আজ ১০০ জনেরও অধিক লোকের ১ম অনলাইন আর্নিং করতে আমি কিছু হলেও ভুমিকা পালন করি। তারা নিয়মিত গ্রুপে তাদের আর্নিং প্রুফ দিতে থাকে যেগুলো দেখে আমার গর্ব বোধ হত।

২০১৪- আসলেই একটি অসাধারন বছর। নিজে সাকসেস পাই, সেই সাথে অন্যদের হেল্প করে সফলতা পাই, নতুন নতুন মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা হয়। এক্সপার্ট এসইও টিমের সদস্য হতে পারি। অনেক বস ভাইদের হেল্প পাই যাদের চিনতাম ও না। আজ সেই ২০১৪ সালের শেষ দিন। এই বছরটার শেষ দিন স্বরনীয় করে রাখার জন্য এবং নতুন বছর ২০১৫ সালের শুভেচ্ছা হিসাবে আমার ফলোয়ারদের উদ্দেশ্যে নতুন ভিডিও টিউটোরিয়াল গিফট করি।

সর্বোপরি যেটা বলতে চাই, সামনে নতুন বছরের ১ম দিন। আপনি যদি সত্যি অনলাইনে সফল হতে চান তাহলে আর বসে না থেকে নির্দিষ্ট একটি বিষয়ের A 2 Z ঝার ঝারা (পুরোদমে) শিখে ফেলুন। আপনার কারো পার্সোনালি হেল্প এর দরকার নাই। আপনি যে বিষয়ে এক্সপার্ট হতে চাচ্ছেন সেই বিষয়ের কিওয়ার্ড টা যাস্ট গুগোলে সার্চ করেন এবং ইউটিউবে। আপনার যদি নেট ঘাটাঘাটির অভ্যাস থেকে থাকে এবং সেই ভাবে কাজ করার ইচ্ছা থাকে আপনাকে কেউ আটকাতে পারবেনা। আমি তো কি বলব আমার ব্রেন বেসম্ভব (ভীষন) খারাপ। পড়াশোনায় দুর্বল। পড়া মনে থাকে না। কোন একটা নতুন কাজ কেউ দেখায়ে দিলে ১ বারে হয় না। কয়েকবার করে দেখে নিতে হয়। নতুন জিনিস সোজা কথা মাথায়ই ঢুকে না। আমার যদি এই অবস্থা হবার পরেও সফল হতে পারি, কি আপনি পারবেন না??? আমি ৯ মাস কাজ করার পর সফলতা পাই। আপনারা আমার চেয়ে আগে পাবেন। তবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্জ। এই বিষয়টা যদি না থাকে আপনার, আপনি অনলাইন কেন, অফলাইন, গ্রিনলাইন কোন কিছুতেই সফলতা পাবেন না। আর হ্যা, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করার ইচ্ছা থেকে থাকে তাহলে নির্দিষ্ট কোন বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে খুবি ভাল।

আপনি যদি সত্যিই অনলাইনে উপার্জন করতে চান তাহলে প্রফেশনালি নির্দিষ্ট একটি সেকশনে কাজ শিখে কাজ করুন। বর্তমানে সবচেয়ে সহজ আবার সবচেয়ে কঠিন এসইও শিখতে পারেন। যদিও বাঙালি নাকি ওডেস্ক মার্কেট নষ্ট করছে এই কাজ শিখে কিন্তু আমি বলব কাজ বাস্তবে শিখলে ভাতের অভাব হবে না। এসইও না পারলে গ্রাফিক্স ডিজাইন শিখুন, অথবা ওয়েব ডেভেলপিং/এনিমেশন/আর্টিকেল রাইটিং/মার্কেটিং যেটা ভাল লাগে আপনার, আপনি সেটাতেই দক্ষ হন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আর কোন প্রতিষ্ঠানে গিয়েও আপনার শিখার দরকার নাই, গুগল ই হচ্ছে আপনার বড় এবং বস প্রাইভেট মাস্টার। যেখানে আপনার ১ টি পয়সাও দিতে হবে না।

আর কিছু খন পর ২০১৫ সাল। নতুন বছরে আপনার স্বপ্ন পূরন হোক এই কামনা করছি। নিজেকে একটি প্রশ্ন করুন, অন্যরা যদি পারে আপনি কেন পারবেন না। পুরানো বছরে কি ঘটেছে, কি ভুল করেছেনে সেই সব ভুলে গিয়ে নতুন এই বছরে নিজের মধ্যে একটি পরিবর্তন ঘটিয়ে আমরা আমাদের সোনার দেশ বাংলাদেশের উন্নয়ন ঘটাবো। আপনি যদি স্বাবলম্বী হন, মানে অনলাইনে যদি উপার্জন করতে পারেন তাহলে আপনার আর্নিং দ্বারাই বাংলাদেশের উন্নয়ন হবে। সকল ফ্রিল্যান্সার, মার্কেটার যাই বলেন না কেন এরা সবাই দেশ প্রেমিক এবং দেশের জন্য কিছু না কিছু করছে রেমিটেন্স  বৃদ্ধি করে।

অনেক কথা বললাম, ভুল হলে অবশ্যই মাফ করবেন। সেই সাথে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম।

"HAPPY NEW YEAR 2015 TO YOU ALL"

Level 0

আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to be self employed.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই। (please help me)

vai amio sikhte chai help me

Level 0

jodio post e link share korar kono permission nai but apnara shikta chaila ai video gula deka start korta paren, all tutorials download kore step by step dekhan and kaj koren https://www.youtube.com/channel/UCiWU8dQt5qUTt8jIOftIUaA

খুব সুন্দর লিখেছেন

Level 0

নতুন বছরের উপহার হিসেবে খুব সুন্দর লিখেছেন।

এখন আপনার ইঙ্কাম কেমন/মান্থ ?