শুধুমাত্র জন সচেতনার জন্য আজকের টিউনটি করছি, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই
এয়ারটেলের একটি সিলভার সিরিজের নাম্বার কিনেছিলাম গত আগস্টের এক তারিখে।
নাম্বারটি এরকম: 01673 XYZ XYZ
দাম নিয়েছিল 600 টাকা।
প্রশ্ন জাগতে পারে এত টাকা দিয়ে সিম কিনলাম কেন।
হ্যাঁ সিমটি কিনেছিলাম একটু বেশি দাম দিয়েই।
কারন আমার জিপি নাম্বারটাও এরকমই ছিল।
জিপির সাথে মিল রেখে এয়ারটেল কিনেছিলাম।
এটা আমার শখ ছিল।
সিমটি ব্যবহার করছিলাম। হঠাৎ গত 28 ডিসেম্বর সিমটি অটোমেটিক অফ হয়ে যায়।
ফোনে সিম ইনসার্ট করলেও সিম পাচ্ছিল না।
আমি কয়েকটি ফোনে ট্রাই করলাম, আলোতে রেখে গরম করেও ট্রাই করলাম, কাজ হলো না।
বেগতিক অবস্থা দেখে সিম রিপ্লেসমেন্টের জন্য ঢাকার মোহাম্মদপুরস্থ এয়ারটেল রিলেশনশিপ সেন্টারে গেলাম। গিয়ে যেটা দেখলাম " অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ" । ঢাকার মোহাম্মদপুরের মত জায়গায় এদের কোনো কাস্টোমার কেয়ার নেই!!
কিছুটা বিরক্ত হলাম।
এরপর গেলাম মিরপুর-১১ এর এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টারে।
বলে রাখা ভালো রিলেশনশিপ সেন্টারে খুব সামান্যই সাপোর্ট পাওয়া যায়, যা মূলত লোকাল অফিস।
অন্যদিকে এক্সপেরিয়েন্স সেন্টারে মূলত সকল ধরনের সেবাই পাওয়া যায়।
আসল কথায় আসি, মিরপুর-১১ এর এক্সপেরিয়েন্স সেন্টারে 10 মিনিট বসে থাকার পরে টোকেন দেওয়া হল।
এই 10 মিনিটে আরো কয়েকজন এয়ারটেল ইউজারের সাথে কথা হলো। তাদেরও একই সমস্যা! গত তিন দিন থেকে সিম কাজ করছে না, অটোমেটিক অফ হয়ে গেছে। তারাও সিম রিপ্লেসমেন্টের জন্য এসেছেন।
অবাক হলাম!!!
এরপর সাপোর্টের জন্য আমি ডেস্কে গেলাম। বললাম ভাইয়া এই এই ব্যাপার, সিম অটোমেটিক অফ হয়ে গেছে, নেটওয়ার্ক পাচ্ছে না।
আমার সিমটা চাইল। দিলাম। দেখে বলল, সিম ড্যামেজ হয়ে গেছে। ( সিম কিন্তু নতুন আছে )
আমি বললাম সিম ইনসার্ট অবস্থায় কিভাবে ড্যামেজ হয় ভাইয়া?? পাশের লোকজনকে দেখিয়ে বললাম, ভাইয়া উনাদেরও একই সমস্যা। কিভাবে হলো?
কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ইলেক্ট্রনিকস এর জিনিসের গ্যারান্টি নাই ভাই।
বললাম অন্য অপারেটর সিম চালাচ্ছি ৫-৬ বছর থেকে কই কিচ্ছু তো হয়নি।
উনি বললেন, সিম নষ্ট হতেই পারে।
আমি বললাম ওকে রিপ্লেসমেন্টে করে দিন।
ফি কত??
100 টাকা।
আমি বললাম 50 টাকা ছিল যে।
বললেন এটা এখন বেড়ে গেছে। BTRC বাড়িয়ে দিয়েছে।
ওকে করে দেন।
আমার কথা হলো, একই সমস্যা আরো মানুষের একই সময়ে হচ্ছে কেন???
তারমানে কি আপনারা সিম অফ করে দিয়ে টাকা কামানোর ফন্দি খুঁজছেন??
কেমন সিম তৈরি করেন যাকিনা তিন মাসই যায় না!!
এই প্রশ্নগুলো করেছিলাম কাস্টোমার কেয়ার অফিসারকে। তিনি চুপ ছিলেন।
কে দেবে এই প্রশ্নের উত্তর গুলা???
সবাই এ ব্যাপারে সচেতন থাকুন। এরা আর কত ফাঁকি দিয়ে ব্যবসা করবে। অবাক হই!!!
আমি এই টিউনের মাধ্যমে BTRC এর দৃষ্টি আকর্ষণ করছি।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mirraselbd
আমি মীর রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not a man , just an Existence
ভাই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তিত হতে নেই।
নেটওয়ার্ক এর কারনে প্রায় এই ধরনের সমস্যা হয়
এতে আপনার বা তাঁদের ইচ্ছাকৃত কোন ব্যাপার নয়।
আশা করি বুজতে পেরেছেন