নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সভ্য দেশ পরিচিত।দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই সুন্দর দ্বীপ দেশটি তথ্য প্রযুক্তি ও শিক্ষায় প্রথম সারির একটি দেশ। উচ্চ শিক্ষা গ্রহনে অধিকাংশ বাংলাদেশী ছাত্রছাত্রীদের কাছে নিউজিল্যান্ড পছন্দের তালিকায় শীর্ষে। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ এবং মানব উন্নয়ন, সাক্ষরতা, জীবনের মান, আয়ু, পাবলিক শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, শান্তি ও সমৃদ্ধি, সহজে ব্যবসা করার পরিবেশ, সংবাদপত্রের স্বাধীনতা, দুর্নীতি মুক্ত পরিবেশ এবং অসামরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার ভিত্তিতে আন্তর্জাতিক ভাবে এর অবস্থান অনেক উপরে। এটি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের মধ্যে একটি হিসাবে বিবেচ্য।
রাজধানী : ওয়েলিংটন
বৃহত্তম শহর: অকল্যান্ড
ভাষা: ইংলিশ,মাওরি
মুদ্রা:NZD (নিউজিল্যান্ড ডলার)
ফোন কোড : +৬৪
প্রধান ধর্ম : খ্রিষ্টধর্ম
জাতীয় পাখি: কিউই
স্টেট অফ দ্যা আর্ট সুবিধার সাথে গুণগতমানের শিক্ষা প্রদান,চমৎকার পড়ার পরিবেশে এবং সাপোর্ট সার্ভিসের সাথে গুনগতমানের শিক্ষা প্রদানের খ্যাতি আছে।ডাঃ ব্রায়ান বারেট-বয়েস এবং স্যার আর্নেস্ট রাদারফোর্ডের মত বিখ্যাত স্নাতকরা নিউজিল্যান্ডের।নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী যার ফলে সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য।
নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষারই না গবেষণা ও উন্নয়নেরও কেন্দ্র। আটটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আছে যারা বিভিন্ন বিষয়ে গুণগত মানের শিক্ষা শিক্ষা প্রদান করে। এগুলো হল:
১. অকল্যান্ড ইউনিভার্সিটি
২. অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি
৩. ঐকাটো বিশ্ববিদ্যালয়
৪. ম্যাসে বিশ্ববিদ্যালয়
৫. ওয়েলিংটন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি
আরো অন্যান্য
নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথরিটি (NZQA),নিউজিল্যান্ডের একটি সরকারী প্রতিষ্ঠান যা সব আন্তর্জাতিক শিক্ষা প্রোগ্রামের অনুমোদন দেয় এবং মান নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মান পরীক্ষা ছাড়াও,নিউজিল্যান্ড ভাইস চ্যান্সলর’স কমিটি (NZVCC)) দ্বারা গুণগতমান নিশ্চিত করার একটি কেন্দ্রিয় অডিট সিস্টেম প্রতিষ্ঠান ও প্রোগ্রাম উভয় পর্যায়ে গ্রহণ করা হয়।
যোগ্যতা:সার্টিফিকেট থেকে ডক্টরেট স্তর পর্যন্ত কোর্স অফার করে।
পলিটেকনিকস ঐতিহ্যগতভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকলেও এই ফাংশন অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষে বছর বছর প্রসারিত হয়েছে। অনেক পলিটেকনিকস প্রায়োগিক এবং প্রযুক্তিগত উভয় ক্ষেত্রে গবেষণা কর্মকান্ডে জড়িত।
যোগ্যতা: পলিটেকনিকস কিছু নৈবেদ্য পূর্ণ ডিগ্রীসহ সার্টিফিকেট স্তরের কোর্স থেকে স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়ন অফার করে।
নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ পলিটেকনিক ইনস্টিটিউট:
১. দ্যা ওপেন পলিটেকনিক অফ নিউজিল্যান্ড
২. ইউনিভার্সাল কলেজ অফ লার্নিং
৪. ওয়াইএরিকি ইনস্টিটিউট অফ টেকনোলজি
৫. মানুকু ইনস্টিটিউট অফ টেকনোলজি
আরো অন্যান্য
নিউজিল্যান্ডবাসীরা বন্ধুত্বপূর্ণ,ভদ্র এবং তারা আতিথেয়তার বিনিময় আশা করে।তাদের সংস্কৃতি এবং বিনয় শিক্ষা এবং গ্রহণ আপনাকে অনেক সহজে নিউজিল্যান্ডবাসীর সাথে মিশতে সাহায্য করবে।
তথ্য সুত্রঃ- EDUCATION NEWS
আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
kemon ki khoroc lagbe ki joggota lagbe se bisoieto kisu bollenna.. :/